কলকাতা, 22 মার্চ : প্রার্থী তালিকা ঘোষণার পর আজ সকাল থেকেই প্রচার শুরু করে দিলেন দক্ষিণ কলকাতার BJP প্রার্থী চন্দ্রকুমার বসু। আজ সকালে ডাকাত কালী বাড়িতে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেন। গতবছর এই কেন্দ্রে BJP প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তথাগত রায়। যদিও এই কেন্দ্র থেকে জয়ী হন সুব্রত বক্সি।
ভোট প্রচারে বেরিয়ে সংবাদমাধ্য়মের মুখোমুখি হয়ে চন্দ্রবাবু বলেন, "এবার এই ভোটকেন্দ্রে পরিবর্তন দেখা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ও এই কেন্দ্রের ভোটার। তাঁর কাছেও ভোট চাইব।" এদিকে, দলের একাংশই চন্দ্র বসুকে প্রার্থী হিসেবে মানতে পারছেন না। এ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে চন্দ্রবাবু বলেন, "রাজনীতি হোক বা অন্য কোনও নীতি কেউ কোনওদিন 100% সমর্থন পায় না। তবে সবাইকে গিয়ে বোঝাব। যদি কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে তা পরিষ্কার করব। তবে বহু মানুষের সমর্থন রয়েছে। শুধু দক্ষিণ কলকাতা নয় ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থীকে মানুষ বিপুল ভোট দিয়ে সমর্থন জানাবে বলে আশা করছি।"