কলকাতা, 15 জুন : উপাচার্যদের সঙ্গে আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড়ের বৈঠক নিয়ে বারবার বিতর্কের সৃষ্টি হয়েছে । তবে, এবার বিতর্কের পথ এড়িয়ে উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমেই উপাচার্যদের সঙ্গে বৈঠক করার ইচ্ছা টুইটারে প্রকাশ করলেন আচার্য জগদীপ ধনকড় । আগামী সাতদিনের মধ্যেই উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে চান বলে টুইটারে জানিয়েছেন তিনি । সেইমতো ইতিমধ্যে উচ্চশিক্ষা দপ্তরের সচিবের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে উপযুক্ত ব্যবস্থা করার কথাও বলা হয়েছে ।
বিগত কয়েকদিন ধরে উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলে ও বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি রাজ্যপাল তথা আচার্যের কাছে জমা দিয়েছে একাধিক ছাত্র সংগঠন । সেই প্রেক্ষিতেই পড়ুয়া ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করার ইচ্ছে প্রকাশ করে টুইট করেন আচার্য জগদীপ ধনকড় ।
-
To address issues of students and education related matters I seek to have VIRTUAL CONFERENCE with the Vice Chancellors of State Universities.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Secretary to Guv has called upon Principal Secretary, Higher Education @MamataOfficial to prioritise this VC in the next seven days.
">To address issues of students and education related matters I seek to have VIRTUAL CONFERENCE with the Vice Chancellors of State Universities.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 15, 2020
Secretary to Guv has called upon Principal Secretary, Higher Education @MamataOfficial to prioritise this VC in the next seven days.To address issues of students and education related matters I seek to have VIRTUAL CONFERENCE with the Vice Chancellors of State Universities.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 15, 2020
Secretary to Guv has called upon Principal Secretary, Higher Education @MamataOfficial to prioritise this VC in the next seven days.
আজ তিনি টুইটে করে জানান, রাজ্যপালের সচিবের তরফে উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিবের সঙ্গে যোগাযোগ করে সাতদিনের মধ্যে এই ভার্চুয়াল কনফারেন্সের ব্যবস্থা করতে বিষয়টিকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে ।
রাজ্যে সামগ্রিকভাবে উচ্চশিক্ষার অবস্থা, কবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা যাবে, তার জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রতিষ্ঠানগুলি কতটা প্রস্তুত, এই ধরনের একাধিক বিষয়ে ছাত্র প্রতিনিধিদের থেকে বেশ কিছু প্রশ্ন আসছে । কোরোনা পরিস্থিতিতে যে প্রশ্নগুলির উত্তর পাওয়া যাচ্ছে না । তাই আশঙ্কিত পড়ুয়াদের স্বচ্ছ ধারণা দিতে জরুরিভিত্তিতে এই বৈঠক চাইছেন জগদীপ ধনকড় । বৈঠকের কথা টুইট করে জানানোর পর একটি বিবৃতিও জারি করা হয়েছে ৷