ETV Bharat / state

Finger Plastic Surgery: সরকারিতে গাফিলতি, কারখানার মেশিনে কাটা পড়া ব্যক্তির তিনটি আঙুল জুড়ল বেসরকারি হাসপাতালে - বেসরকারিতে অস্ত্রোপচারে জুড়ল তিনটি আঙুল

অস্ত্রোপচারে পর তিনটি আঙুল ফিরে পেলেন চাকদহের বাসিন্দা ৷ সম্পূর্ণভাবে কেটে গিয়েছিল ডান হাতের আঙুলগুলি (Finger Plastic Surgery) ৷ চিকিৎসকদের 6 ঘণ্টার প্রয়াসে জুড়ল আঙুল ৷

successful Plastic Surgery
আঙুল ফিরে পেল চাকদহের বাসিন্দা
author img

By

Published : Jan 16, 2023, 5:44 PM IST

চিকিৎসকদের 6 ঘণ্টার প্রয়াসে জুড়ল আঙুল

কলকাতা, 16 জানুয়ারি: কারখানায় কাজ করতে গিয়ে কাটা পড়ে ডান হাতের তিনটি আঙুল ৷ জেলা হালপাতাল থেকে রেফার করা হয় কলকাতার সরকারি হাসপাতালে ৷ সেখানে দেরি হয় চিকিৎসায় ! তিনি শরণাপন্ন হন বেসরকারি হাসপাতালের ৷ অবশেষে কাটা আঙুল জোড়া লাগল ব্যক্তির (successful Plastic Surgery) ৷ রোগীর নাম সনৎকুমার পাল ৷ বয়স 48 বছর । নদিয়ার চাকদহের বাসিন্দা তিনি (Chakdaha resident gets back three fingers) ৷

জানা গিয়েছে, ঝাড়গ্রামের বেলতলার কাছে একটি কাগজের কারখানায় কাজ করেন সনৎ । জানুয়ারি মাসের 10 তারিখ সকাল 11টা নাগাদ কাজ করার সময় দুর্ঘটনাক্রমে তাঁর ডান হাতের তিনটি আঙুল কাটা পড়ে । আঙুলগুলি ঝুলতে থাকে হাত থেকে । অন্যদিকে আরেকটি আঙুল গুরুতরভাবে আহত হয় । এক মুহূর্ত দেরি না-করে তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় নিকটবর্তী ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে । সেখানে রোগীর প্রাথমিক চিকিৎসা করে রেফার করে দেওয়া হয় কলকাতার আরজি কর হাসপাতালে ।

তবে রোগীর কথায়, আরজি কর হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য প্রচণ্ড সময় ব্যয় হয় । তাই একটু বেশি অর্থ লাগলেও তখন তিনি শরণাপন্ন হন ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে । তখন ঘড়িতে রাত প্রায় 12টা, ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন সনৎ । প্লাস্টিক সার্জেন্ট চিকিৎসক অখিলেশ আগরওয়ালের অধীনে ভর্তি হন তিনি ।

রোগী সনৎকুমার পাল বলেন, "হাসপাতাল থেকে আমাকে বলা হয়েছিল 12 ঘণ্টার মধ্যে অস্ত্রোপচার করার কথা । নাহলে কোনওভাবে আমার আঙুল ঠিক করা যাবে না । সেই মতো আমি একটু বেশি টাকা লাগলেও রাজি হই ।" ওইদিন রাত 2:30 নাগাদ তাঁর অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয় । প্রায় 6 ঘণ্টা চলে অস্ত্রোপচার ৷ চিকিৎসক অখিলেশ আগরওয়াল এবং তাঁর দল ভারী আঘাতপ্রাপ্ত আঙুলে রক্ত ​​​​সরবরাহ আবার শুরু করার পাশাপাশি কেটে যাওয়া তিনটি আঙুলই পুনরায় জুড়তে সক্ষম হন । অস্ত্রোপচারের পরে সনৎকুমার পাল তাঁর আঙুলগুলি অনুভব করতে পারছেন ।

Plastic Surgery
অস্ত্রোপচারে জুড়ল তিনটি আঙুল

চিকিৎসক অখিলেশ আগরওয়াল বলেন, "তিন মাসের মধ্যে স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসতে পারবেন তিনি । তবে তিন সপ্তাহ তাঁর ডান হাতে সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন । তারপরে তিনি ধীরে ধীরে তাঁর হাত ব্যবহার করতে পারবেন ।" 14 জানুয়ারি সনৎকুমার পালের হাসপাতাল থেকে ছুটি হয়ে যায় । তবে চারদিন পর তাঁকে আবারও একবার হাসপাতালে আসতে হবে ড্রেসিং করার জন্য । এইভাবে আসতে আসতে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন তিনি বলেই মত চিকিৎসকের ।

আরও পড়ুন: মৃত্যুর চার বছর পর স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের নিহতের পরিবারের, স্থগিত রায়

চিকিৎসকদের 6 ঘণ্টার প্রয়াসে জুড়ল আঙুল

কলকাতা, 16 জানুয়ারি: কারখানায় কাজ করতে গিয়ে কাটা পড়ে ডান হাতের তিনটি আঙুল ৷ জেলা হালপাতাল থেকে রেফার করা হয় কলকাতার সরকারি হাসপাতালে ৷ সেখানে দেরি হয় চিকিৎসায় ! তিনি শরণাপন্ন হন বেসরকারি হাসপাতালের ৷ অবশেষে কাটা আঙুল জোড়া লাগল ব্যক্তির (successful Plastic Surgery) ৷ রোগীর নাম সনৎকুমার পাল ৷ বয়স 48 বছর । নদিয়ার চাকদহের বাসিন্দা তিনি (Chakdaha resident gets back three fingers) ৷

জানা গিয়েছে, ঝাড়গ্রামের বেলতলার কাছে একটি কাগজের কারখানায় কাজ করেন সনৎ । জানুয়ারি মাসের 10 তারিখ সকাল 11টা নাগাদ কাজ করার সময় দুর্ঘটনাক্রমে তাঁর ডান হাতের তিনটি আঙুল কাটা পড়ে । আঙুলগুলি ঝুলতে থাকে হাত থেকে । অন্যদিকে আরেকটি আঙুল গুরুতরভাবে আহত হয় । এক মুহূর্ত দেরি না-করে তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় নিকটবর্তী ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে । সেখানে রোগীর প্রাথমিক চিকিৎসা করে রেফার করে দেওয়া হয় কলকাতার আরজি কর হাসপাতালে ।

তবে রোগীর কথায়, আরজি কর হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য প্রচণ্ড সময় ব্যয় হয় । তাই একটু বেশি অর্থ লাগলেও তখন তিনি শরণাপন্ন হন ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে । তখন ঘড়িতে রাত প্রায় 12টা, ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন সনৎ । প্লাস্টিক সার্জেন্ট চিকিৎসক অখিলেশ আগরওয়ালের অধীনে ভর্তি হন তিনি ।

রোগী সনৎকুমার পাল বলেন, "হাসপাতাল থেকে আমাকে বলা হয়েছিল 12 ঘণ্টার মধ্যে অস্ত্রোপচার করার কথা । নাহলে কোনওভাবে আমার আঙুল ঠিক করা যাবে না । সেই মতো আমি একটু বেশি টাকা লাগলেও রাজি হই ।" ওইদিন রাত 2:30 নাগাদ তাঁর অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয় । প্রায় 6 ঘণ্টা চলে অস্ত্রোপচার ৷ চিকিৎসক অখিলেশ আগরওয়াল এবং তাঁর দল ভারী আঘাতপ্রাপ্ত আঙুলে রক্ত ​​​​সরবরাহ আবার শুরু করার পাশাপাশি কেটে যাওয়া তিনটি আঙুলই পুনরায় জুড়তে সক্ষম হন । অস্ত্রোপচারের পরে সনৎকুমার পাল তাঁর আঙুলগুলি অনুভব করতে পারছেন ।

Plastic Surgery
অস্ত্রোপচারে জুড়ল তিনটি আঙুল

চিকিৎসক অখিলেশ আগরওয়াল বলেন, "তিন মাসের মধ্যে স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসতে পারবেন তিনি । তবে তিন সপ্তাহ তাঁর ডান হাতে সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন । তারপরে তিনি ধীরে ধীরে তাঁর হাত ব্যবহার করতে পারবেন ।" 14 জানুয়ারি সনৎকুমার পালের হাসপাতাল থেকে ছুটি হয়ে যায় । তবে চারদিন পর তাঁকে আবারও একবার হাসপাতালে আসতে হবে ড্রেসিং করার জন্য । এইভাবে আসতে আসতে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন তিনি বলেই মত চিকিৎসকের ।

আরও পড়ুন: মৃত্যুর চার বছর পর স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের নিহতের পরিবারের, স্থগিত রায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.