ETV Bharat / state

Fake Vaccination Case : 48 ঘণ্টার মধ্য়ে রাজ্যের রিপোর্ট তলব কেন্দ্রের - Kasba Fake vaccination Camp

যাঁদের টিকা দেওয়া হচ্ছে, সেই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে তাঁদের একটি করে শংসাপত্র পাওয়ার কথা । যদি কেউ করোনা টিকা নেওয়ার পর শংসাপত্র না পান, তাহলে সেই টিকা ভুয়ো বলে উদ্বেগ তৈরি হতেই পারে । রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে পাঠানো চিঠিতে এই কথাই লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ ।

Fake Vaccination Drive
ছবি
author img

By

Published : Jun 30, 2021, 3:33 PM IST

কলকাতা, 30 জুন : ভুয়ো টিকাকরণ নিয়ে এবার রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র ৷ 48 ঘণ্টার মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে ৷

ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব এবং তার উদ্যোগে ভুয়ো টিকাকরণ নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি ৷ 26 জুন এই সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকে চিঠি পাঠিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ওই চিঠিতে শুভেন্দু অভিযোগ করেছিলেন, রাজ্যের বেশ কিছু জায়গায় আইন না মেনেই টিকাকরণ কেন্দ্র চলছে । বিশেষ করে কলকাতা পৌরনিগমের অন্তর্গত কসবার ভুয়ো টিকাকরণ ক্যাম্পের উল্লেখ রয়েছে চিঠিতে ।

অভিযোগ, ওই ক্যাম্প থেকে যাঁরা করোনা টিকা নিয়েছেন, তাঁদের কেউই কো-উইন অ্যাপ থেকে টিকা নেওয়ার শংসাপত্র পাননি । ফলে মানুষের মধ্যে সংশয় জাগছে, যে ক্যাম্পগুলি থেকে তাঁরা টিকা নিচ্ছেন, সেগুলি কি সত্যিই আসল... নাকি ভুয়ো ক্যাম্প ।

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ মঙ্গলবার রাজ্যকে যে চিঠি পাঠিয়েছেন, তাতে বেশ কড়া ভাষায় বলা হয়েছে -- করোনা টিকাকরণ পদ্ধতি কো-উইন পোর্টালের মাধ্যমে করা উচিত এবং প্রত্যেকটি ডোজ়ের রেকর্ড কো-উইনে থাকা দরকার । যাঁদের টিকা দেওয়া হচ্ছে, সেই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে তাঁদের একটি করে শংসাপত্র পাওয়ার কথা । যদি কেউ করোনা টিকা নেওয়ার পর শংসাপত্র না পান, তাহলে সেই টিকা ভুয়ো বলে উদ্বেগ তৈরি হতেই পারে ।

Fake Vaccination Drive
রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ভুয়ো টিকাকরণ ইস্যুতে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ

আরও পড়ুন : Kasba Vaccine Controversy : অনলাইন কোচিং ক্লাসের চেইন খুলে আইএএস তৈরি করতে চেয়েছিল দেবাঞ্জন

একইসঙ্গে এই ধরনের ক্যাম্পগুলি থেকে টিকার নামে যা দেওয়া হচ্ছে, তা আসলে কী... সেই নিয়েও সংশয় জাগছে মানুষের মনে ।

এই ধরনের ঘটনাগুলির তদন্ত করে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্য মন্ত্রক । রাজ্যকে এই সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ।

কলকাতা, 30 জুন : ভুয়ো টিকাকরণ নিয়ে এবার রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র ৷ 48 ঘণ্টার মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে ৷

ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব এবং তার উদ্যোগে ভুয়ো টিকাকরণ নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি ৷ 26 জুন এই সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকে চিঠি পাঠিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ওই চিঠিতে শুভেন্দু অভিযোগ করেছিলেন, রাজ্যের বেশ কিছু জায়গায় আইন না মেনেই টিকাকরণ কেন্দ্র চলছে । বিশেষ করে কলকাতা পৌরনিগমের অন্তর্গত কসবার ভুয়ো টিকাকরণ ক্যাম্পের উল্লেখ রয়েছে চিঠিতে ।

অভিযোগ, ওই ক্যাম্প থেকে যাঁরা করোনা টিকা নিয়েছেন, তাঁদের কেউই কো-উইন অ্যাপ থেকে টিকা নেওয়ার শংসাপত্র পাননি । ফলে মানুষের মধ্যে সংশয় জাগছে, যে ক্যাম্পগুলি থেকে তাঁরা টিকা নিচ্ছেন, সেগুলি কি সত্যিই আসল... নাকি ভুয়ো ক্যাম্প ।

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ মঙ্গলবার রাজ্যকে যে চিঠি পাঠিয়েছেন, তাতে বেশ কড়া ভাষায় বলা হয়েছে -- করোনা টিকাকরণ পদ্ধতি কো-উইন পোর্টালের মাধ্যমে করা উচিত এবং প্রত্যেকটি ডোজ়ের রেকর্ড কো-উইনে থাকা দরকার । যাঁদের টিকা দেওয়া হচ্ছে, সেই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে তাঁদের একটি করে শংসাপত্র পাওয়ার কথা । যদি কেউ করোনা টিকা নেওয়ার পর শংসাপত্র না পান, তাহলে সেই টিকা ভুয়ো বলে উদ্বেগ তৈরি হতেই পারে ।

Fake Vaccination Drive
রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ভুয়ো টিকাকরণ ইস্যুতে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ

আরও পড়ুন : Kasba Vaccine Controversy : অনলাইন কোচিং ক্লাসের চেইন খুলে আইএএস তৈরি করতে চেয়েছিল দেবাঞ্জন

একইসঙ্গে এই ধরনের ক্যাম্পগুলি থেকে টিকার নামে যা দেওয়া হচ্ছে, তা আসলে কী... সেই নিয়েও সংশয় জাগছে মানুষের মনে ।

এই ধরনের ঘটনাগুলির তদন্ত করে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্য মন্ত্রক । রাজ্যকে এই সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.