ETV Bharat / state

নবান্নে কেন্দ্রীয় প্রতিনিধি দল, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার - central vigilance team reach nabanna

রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের আসা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷

image
নবান্ন
author img

By

Published : Apr 20, 2020, 7:06 PM IST

Updated : Apr 20, 2020, 9:02 PM IST

কলকাতা, 20 এপ্রিল : কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল । যা নিয়ে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিষয়টিকে তিনি মোটেও ভালোভাবে দেখছেন না ৷ টুইট করে তা কার্যত বুঝিয়ে দিয়েছিলেন ৷ টুইটবার্তায় লিখেছিলেন, কোথাও না কোথাও এটি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আঘাত করছে ৷ আরও একধাপ এগিয়ে তিনি এবার চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷

সেই চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, আজ দুপুর একটাই স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে ফোন করেছিলেন ৷ কিন্তু, তার আগে সকাল 10টা 10 মিনিটে কেন্দ্রের প্রতিনিধি দল চলে আসে কলকাতায় ৷ তার মাত্র আধঘণ্টা আগে নবান্নে পৌঁছয় নির্দেশিকা ৷ মুখ্যমন্ত্রী আরও লেখেন, কোরোনা নিয়ে কেন্দ্রের অতি সক্রিয়তাকে তিনি সাধুবাদ জানাচ্ছেন ৷ তবে কোথাও বোঝাপড়ায় একটা খামতি থেকে যাচ্ছে ৷

কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে অমান্য করা হচ্ছে বলে চিঠিতে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর আরও বক্তব্য, রাজ্যকে না জানিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল BSF, SSB-র সাহায্য নিয়ে নির্ধারিত জায়গাগুলিতে যাচ্ছে ৷ কোনও যুক্তিগ্রাহ্য কারণ ছাড়া জেলাগুলিকে কোরোনা আক্রান্ত হিসেবে বাছা হয়েছে । যেমন 2 এপ্রিলের পর থেকে কালিম্পঙে কেউ আক্রান্ত হননি । 4 এপ্রিলের পর জলপাইগুড়িতে নতুন করে কোনও আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি, 16 এপ্রিলের পর দার্জিলিঙে কারও আক্রান্ত হওয়ার খবর নেই । ফলে কেন্দ্র যে জেলাগুলিকে বেছেছে তা আসলে ভিত্তিহীন ও দুর্ভাগ্যজনক ৷ মমতার কথায়, "রাজ্য সরকার আগে থেকেই লকডাউন কার্যকর করেছে । 14 এপ্রিল কেন্দ্র দ্বিতীয় দফায় লকডাউন বাড়ানোর আগেই রাজ্য লকডাউনের মেয়ার বৃদ্ধি করেছে ৷"

প্রসঙ্গত, আজ বিকেলে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় প্রতিনিধিদলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যসচিব রাজীব সিনহা ৷ কেন রাজ্যকে না জানিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলে এসেছে, সেই প্রশ্ন তোলেন ৷ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি পাঠানোর বিষয়টি রাজ্য যে ভালোভাবে নিচ্ছে না, তা নিজের বক্তব্য থেকে পরিষ্কার করে দেন ৷ এরই মধ্যে নবান্নে পৌঁছন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ৷

তবে নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় প্রতিনিধি দলের শহরে পৌঁছনোর খবর পেয়ে তাঁদের নবান্নে ডেকে পাঠান মুখ্যসচিব ৷ তারপরই নবান্নে আসেন কেন্দ্রীয় সদস্যরা ৷ দু'পক্ষের বৈঠক হয় ৷

কলকাতা, 20 এপ্রিল : কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল । যা নিয়ে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিষয়টিকে তিনি মোটেও ভালোভাবে দেখছেন না ৷ টুইট করে তা কার্যত বুঝিয়ে দিয়েছিলেন ৷ টুইটবার্তায় লিখেছিলেন, কোথাও না কোথাও এটি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আঘাত করছে ৷ আরও একধাপ এগিয়ে তিনি এবার চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷

সেই চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, আজ দুপুর একটাই স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে ফোন করেছিলেন ৷ কিন্তু, তার আগে সকাল 10টা 10 মিনিটে কেন্দ্রের প্রতিনিধি দল চলে আসে কলকাতায় ৷ তার মাত্র আধঘণ্টা আগে নবান্নে পৌঁছয় নির্দেশিকা ৷ মুখ্যমন্ত্রী আরও লেখেন, কোরোনা নিয়ে কেন্দ্রের অতি সক্রিয়তাকে তিনি সাধুবাদ জানাচ্ছেন ৷ তবে কোথাও বোঝাপড়ায় একটা খামতি থেকে যাচ্ছে ৷

কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে অমান্য করা হচ্ছে বলে চিঠিতে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর আরও বক্তব্য, রাজ্যকে না জানিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল BSF, SSB-র সাহায্য নিয়ে নির্ধারিত জায়গাগুলিতে যাচ্ছে ৷ কোনও যুক্তিগ্রাহ্য কারণ ছাড়া জেলাগুলিকে কোরোনা আক্রান্ত হিসেবে বাছা হয়েছে । যেমন 2 এপ্রিলের পর থেকে কালিম্পঙে কেউ আক্রান্ত হননি । 4 এপ্রিলের পর জলপাইগুড়িতে নতুন করে কোনও আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি, 16 এপ্রিলের পর দার্জিলিঙে কারও আক্রান্ত হওয়ার খবর নেই । ফলে কেন্দ্র যে জেলাগুলিকে বেছেছে তা আসলে ভিত্তিহীন ও দুর্ভাগ্যজনক ৷ মমতার কথায়, "রাজ্য সরকার আগে থেকেই লকডাউন কার্যকর করেছে । 14 এপ্রিল কেন্দ্র দ্বিতীয় দফায় লকডাউন বাড়ানোর আগেই রাজ্য লকডাউনের মেয়ার বৃদ্ধি করেছে ৷"

প্রসঙ্গত, আজ বিকেলে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় প্রতিনিধিদলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যসচিব রাজীব সিনহা ৷ কেন রাজ্যকে না জানিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলে এসেছে, সেই প্রশ্ন তোলেন ৷ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি পাঠানোর বিষয়টি রাজ্য যে ভালোভাবে নিচ্ছে না, তা নিজের বক্তব্য থেকে পরিষ্কার করে দেন ৷ এরই মধ্যে নবান্নে পৌঁছন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ৷

তবে নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় প্রতিনিধি দলের শহরে পৌঁছনোর খবর পেয়ে তাঁদের নবান্নে ডেকে পাঠান মুখ্যসচিব ৷ তারপরই নবান্নে আসেন কেন্দ্রীয় সদস্যরা ৷ দু'পক্ষের বৈঠক হয় ৷

Last Updated : Apr 20, 2020, 9:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.