কলকাতা, 9 জুন: ফের রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল। কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতেই দলটি আজ রাজ্যে এসেছে। তিন সদস্যের এই দলে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের একজন এবং স্বাস্থ্যমন্ত্রকের দুই কর্তা। তাঁরা আজ সোজা নবান্নে যান। সেখানে বৈঠক করেন মুখ্য সচিবের সঙ্গে। প্রায় দু'ঘণ্টা ধরে সেই বৈঠক চলে বলে নবান্ন সূত্রে জানা গেছে। রাজ্যে কোরোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছে কেন্দ্রীয় দলটি।
নবান্ন সূত্রে জানা গেছে রাজ্যের তরফে এই বৈঠকে ছিলেন মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। সূত্রের খবর বৈঠকে রাজ্যের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়। রাজ্যের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়ে তথ্য তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় দলের তরফে নাকি বলা হয়েছে, টেস্ট আরও বেশি বাড়ানোর জন্য। সূত্র জানাচ্ছে, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিয়েও কথা হয়েছে বৈঠকে। তবে সরকারিভাবে কোনও পক্ষই বৈঠক নিয়ে সেভাবে কিছু জানাননি।
প্রসঙ্গত লকডাউনের মাঝে কোরোনা সংক্রমণের পরিস্থিতি দেখতে রাজ্যে প্রথম বার এসেছিল কেন্দ্রীয় দল। সেই IMCT দল ঘুরে দেখেছিল রাজ্যের বিভিন্ন কোয়ারানটিন সেন্টার এবং লকডাউন পরিস্থিতি। দুটি দলে ভাগ হয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে সেই টিম। সেই ঘটনা নিয়ে কেন্দ্র-রাজ্য রীতিমতো সংঘাত লেগে গিয়েছিল। সেই দল ফেরত যাবার পর এবার আরেকটি কেন্দ্রীয় দল আসে। সেটি স্বাস্থ্যমন্ত্রকের পাঠানো দল। তারা বেলেঘাটা আইডি হাসপাতালের প্রশংসা করে। ফের আজ রাজ্যে এল কেন্দ্রীয় দল।
কোরোনা: নবান্নে 2 ঘণ্টা মুখ্যসচিবের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় দলের
রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে মুখ্য সচিব রাজীব সিনহার সঙ্গে বৈঠক তিন সদস্যের কেন্দ্রীয় দলের ৷
কলকাতা, 9 জুন: ফের রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল। কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতেই দলটি আজ রাজ্যে এসেছে। তিন সদস্যের এই দলে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের একজন এবং স্বাস্থ্যমন্ত্রকের দুই কর্তা। তাঁরা আজ সোজা নবান্নে যান। সেখানে বৈঠক করেন মুখ্য সচিবের সঙ্গে। প্রায় দু'ঘণ্টা ধরে সেই বৈঠক চলে বলে নবান্ন সূত্রে জানা গেছে। রাজ্যে কোরোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছে কেন্দ্রীয় দলটি।
নবান্ন সূত্রে জানা গেছে রাজ্যের তরফে এই বৈঠকে ছিলেন মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। সূত্রের খবর বৈঠকে রাজ্যের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়। রাজ্যের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়ে তথ্য তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় দলের তরফে নাকি বলা হয়েছে, টেস্ট আরও বেশি বাড়ানোর জন্য। সূত্র জানাচ্ছে, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিয়েও কথা হয়েছে বৈঠকে। তবে সরকারিভাবে কোনও পক্ষই বৈঠক নিয়ে সেভাবে কিছু জানাননি।
প্রসঙ্গত লকডাউনের মাঝে কোরোনা সংক্রমণের পরিস্থিতি দেখতে রাজ্যে প্রথম বার এসেছিল কেন্দ্রীয় দল। সেই IMCT দল ঘুরে দেখেছিল রাজ্যের বিভিন্ন কোয়ারানটিন সেন্টার এবং লকডাউন পরিস্থিতি। দুটি দলে ভাগ হয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে সেই টিম। সেই ঘটনা নিয়ে কেন্দ্র-রাজ্য রীতিমতো সংঘাত লেগে গিয়েছিল। সেই দল ফেরত যাবার পর এবার আরেকটি কেন্দ্রীয় দল আসে। সেটি স্বাস্থ্যমন্ত্রকের পাঠানো দল। তারা বেলেঘাটা আইডি হাসপাতালের প্রশংসা করে। ফের আজ রাজ্যে এল কেন্দ্রীয় দল।