ETV Bharat / state

SC-দের উন্নয়নে সেরা পশ্চিমবঙ্গ, স্বীকৃতি মোদি সরকারের

তফশিলি জাতির উন্নয়নে সেরা পশ্চিমবঙ্গ । রাজ্যটকে এই খেতাব দিয়েছে জাতীয় তফসিলি জাতি বিত্ত ও উন্নয়ন নিগম ।

author img

By

Published : Jul 2, 2019, 10:48 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

কলকাতা, 2 জুলাই : তফশিলি জাতির উন্নয়নে দেশে সেরার খেতাব পেল পশ্চিমবঙ্গ । আজ সোশাল মিডিয়ায় একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যকে এই স্বীকৃতি দিয়েছে জাতীয় তফসিলি জাতি বিত্ত ও উন্নয়ন নিগম (NSCFDC) ।

  • I am happy to share with all of you that National Scheduled Castes Finance and Development Corporation has awarded first prize to Bengal for excellence in performance for Scheduled Castes for the financial year 2017-18.

    My heartiest congratulations to all. 1/2

    — Mamata Banerjee (@MamataOfficial) July 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, "অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, জাতীয় তফসিলি জাতি বিত্ত ও উন্নয়ন নিগম বাংলাকে তফশিলি জাতির উন্নয়নে সেরার খেতাব দিয়েছে ।" ঘটনাচক্রে আজই আবার রাজ্যের তফসিলি জাতি ও উপজাতিভুক্ত বিধায়কদের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী । তা নিয়ে তিনি আরও লেখেন, "আজই আমি সবদলের তফশিলি জাতি ও উপজাতির অন্তর্ভুক্ত বিধায়কদের সঙ্গে বৈঠক করেছি । উন্নয়নসহ একাধিক ইশুতে আলোচনা হয়েছে ।"

  • Incidentally, today I took a meeting with all SC and ST MLAs of all political parties in the Assembly and took stock of development activities and other works for SC, ST communities.

    My best wishes. 2/2

    — Mamata Banerjee (@MamataOfficial) July 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 2 জুলাই : তফশিলি জাতির উন্নয়নে দেশে সেরার খেতাব পেল পশ্চিমবঙ্গ । আজ সোশাল মিডিয়ায় একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যকে এই স্বীকৃতি দিয়েছে জাতীয় তফসিলি জাতি বিত্ত ও উন্নয়ন নিগম (NSCFDC) ।

  • I am happy to share with all of you that National Scheduled Castes Finance and Development Corporation has awarded first prize to Bengal for excellence in performance for Scheduled Castes for the financial year 2017-18.

    My heartiest congratulations to all. 1/2

    — Mamata Banerjee (@MamataOfficial) July 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, "অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, জাতীয় তফসিলি জাতি বিত্ত ও উন্নয়ন নিগম বাংলাকে তফশিলি জাতির উন্নয়নে সেরার খেতাব দিয়েছে ।" ঘটনাচক্রে আজই আবার রাজ্যের তফসিলি জাতি ও উপজাতিভুক্ত বিধায়কদের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী । তা নিয়ে তিনি আরও লেখেন, "আজই আমি সবদলের তফশিলি জাতি ও উপজাতির অন্তর্ভুক্ত বিধায়কদের সঙ্গে বৈঠক করেছি । উন্নয়নসহ একাধিক ইশুতে আলোচনা হয়েছে ।"

  • Incidentally, today I took a meeting with all SC and ST MLAs of all political parties in the Assembly and took stock of development activities and other works for SC, ST communities.

    My best wishes. 2/2

    — Mamata Banerjee (@MamataOfficial) July 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
New Delhi, July 02 (ANI): Former Indian batsman Mohammad Kaif, while referring to the inclusion of Mayank Agarwal, on Tuesday said that the number of match being played should be considered as a factor to be selected in India's World Cup squad. While speaking to mediapersons he said, "The only problem I have with players is that I need to see how many matches they have been in regularly, whether they are in touch or not?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.