ETV Bharat / state

ষষ্ঠ দফায় 100 শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী

author img

By

Published : May 10, 2019, 3:29 PM IST

ষষ্ঠ দফার নির্বাচনে এরাজ্যে 100 শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী । জানালেন অজয় নায়েক ।

ফাইল ফোটো

কলকাতা, 10 মে : বিরোধী দলগুলির দাবি ছিল ষষ্ঠ দফার নির্বাচনে বাড়াতে হবে নিরাপত্তা ব্যবস্থা । তাদের দাবি মেনে সক্রিয় হন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । এরপরই আজ জানিয়ে দেওয়া হয় ষষ্ঠ দফায় দেওয়া হবে 770 কম্পানি কেন্দ্রীয় বাহিনী । তবে 100 শতাংশ বুথেই বাহিনী মোতায়েন হবে কি না তা নিয়ে সংশয় ছিল । সরকারিভাবে কমিশনের তরফে এবিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়নি । কিন্তু, পর্যাপ্ত ফোর্স পাওয়া গেছে বলে আজ জানান অজয় নায়েক । জানিয়ে দেন 100 শতাংশ বুথেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী ।

প্রাথমিকভাবে ঠিক হয়েছিল বাঁকুড়া জেলায় 131 কম্পানি, ঝাড়গ্রামে 114 কম্পানি, পশ্চিম মেদিনীপুরে 158 কম্পানি, পূর্ব বর্ধমান (পার্ট) 9 কম্পানি, পূর্ব মেদিনীপুরে 172 কম্পানি, পুরুলিয়ায় 99 কম্পানি বাহিনী রেখে হবে ভোট । তার সঙ্গে 15,063 জন রাজ্যের সশস্ত্র পুলিশ থাকবে । পুরো বিষয়টি দেখবেন 417 জন ইন্সপেক্টর। কিন্তু, পরে সেই পরিকল্পনা বদলে যায় । চূড়ান্ত বাহিনী মোতায়েনের পরিকল্পনা আজ ঠিক হতে পারে বলে খবর ।

100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মঙ্গলবার রাত থেকে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের সামনে ধরণায় বসে BJP-র প্রতিনিধি দল । ধরণায় বসেন, বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁ, শঙ্কুদেব পণ্ডা সহ আরও কয়েকজন । গতকাল দুপুরে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন তাঁরা । তাঁদের দাবি ছিল বিষ্ণুপুর সহ সব কটি লোকসভা কেন্দ্রে 100 শতাংশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে ।

এই সংক্রান্ত খবর : ভাঙল অতীতের রেকর্ড, ষষ্ঠ দফায় মোতায়েন 770 কম্পানি কেন্দ্রীয় বাহিনী

কলকাতা, 10 মে : বিরোধী দলগুলির দাবি ছিল ষষ্ঠ দফার নির্বাচনে বাড়াতে হবে নিরাপত্তা ব্যবস্থা । তাদের দাবি মেনে সক্রিয় হন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । এরপরই আজ জানিয়ে দেওয়া হয় ষষ্ঠ দফায় দেওয়া হবে 770 কম্পানি কেন্দ্রীয় বাহিনী । তবে 100 শতাংশ বুথেই বাহিনী মোতায়েন হবে কি না তা নিয়ে সংশয় ছিল । সরকারিভাবে কমিশনের তরফে এবিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়নি । কিন্তু, পর্যাপ্ত ফোর্স পাওয়া গেছে বলে আজ জানান অজয় নায়েক । জানিয়ে দেন 100 শতাংশ বুথেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী ।

প্রাথমিকভাবে ঠিক হয়েছিল বাঁকুড়া জেলায় 131 কম্পানি, ঝাড়গ্রামে 114 কম্পানি, পশ্চিম মেদিনীপুরে 158 কম্পানি, পূর্ব বর্ধমান (পার্ট) 9 কম্পানি, পূর্ব মেদিনীপুরে 172 কম্পানি, পুরুলিয়ায় 99 কম্পানি বাহিনী রেখে হবে ভোট । তার সঙ্গে 15,063 জন রাজ্যের সশস্ত্র পুলিশ থাকবে । পুরো বিষয়টি দেখবেন 417 জন ইন্সপেক্টর। কিন্তু, পরে সেই পরিকল্পনা বদলে যায় । চূড়ান্ত বাহিনী মোতায়েনের পরিকল্পনা আজ ঠিক হতে পারে বলে খবর ।

100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মঙ্গলবার রাত থেকে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের সামনে ধরণায় বসে BJP-র প্রতিনিধি দল । ধরণায় বসেন, বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁ, শঙ্কুদেব পণ্ডা সহ আরও কয়েকজন । গতকাল দুপুরে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন তাঁরা । তাঁদের দাবি ছিল বিষ্ণুপুর সহ সব কটি লোকসভা কেন্দ্রে 100 শতাংশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে ।

এই সংক্রান্ত খবর : ভাঙল অতীতের রেকর্ড, ষষ্ঠ দফায় মোতায়েন 770 কম্পানি কেন্দ্রীয় বাহিনী

Intro:কলকাতা, ১০ মে: দাবি ছিল বিরোধী দলগুলির। সক্রিয় হয়েছিলেন বিবেক দুবে। তাঁর জেরে রেকর্ড ৭৭০ কম্পানি বাহিনী পাওয়া গেছে ষষ্ঠ দফার জন্য। তবে ১০০ শতাংশ বুথেই বাহিনী মোতায়েন হবে কি না তা নিয়ে সংশয় ছিল। সরকারি ভাবে কমিশনের তরফে এ বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়নি। কিন্তু আজ অজয় নায়েক জানিয়ে দিলেন, পাওয়া গেছে পর্যাপ্ত ফোর্স। ১০০ শতাংশ বুথেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।

Body:প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, বাঁকুড়া জেলায় ১৩১ কম্পানি, ঝাড়গ্রামে ১১৪ কম্পানি, পশ্চিম মেদিনীপুরে ১৫৮ কম্পানি, পূর্ব বর্ধমান (পার্ট) ৯ কম্পানি, পূর্ব মেদিনীপুরের ১৭২ কম্পানি, পুরুলিয়ায় ৯৯ কম্পানি রেখে হবে ভোট। তার সঙ্গে ১৫, ০৬৩ রাজ্য সশস্ত্র পুলিশ থাকবে। পুরো বিষয়টি দেখভাল করবেন ৪১৭ জন ইন্সপেক্টর। কিন্তু পরে সেই প্ল্যান বদলে যায়। চূড়ান্ত বাহিনী মোতায়েনের পরিকল্পনা আজ ঠিক হতে পারে বলে খবর।Conclusion:100% বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মঙ্গলবার রাত থেকে মুখ্য নির্বাচন আধিকারিক এর দপ্তরের সামনে ধরণায় বসে একটি বিজেপির প্রতিনিধি দল। ধরণায় রয়েছেন বিষ্ণুপুরের বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ, শঙ্কুদেব পান্ডা সহ আরো কয়েকজন। গতকাল দুপুরে মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করেন তারা। দাবি জানান, বিষ্ণুপুর সহ সব কটি লোকসভা কেন্দ্রে 100% কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের। একই সঙ্গে শঙ্কুদেব পান্ডার দাবি, বলা হচ্ছে 100% বুথে থাকবে বাহিনী। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা 60-65 শতাংশে গিয়ে ঠেকছে। বলেন, “ আমরা 100% বুথে এফেক্টিভ কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাচ্ছি।"

আজ অজয় নায়েক বলেন, “ পর্যাপ্ত বাহিনী পাওয়া গেছে। ১০০ শতাংশ বুথেই থাকবে বাহিনী।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.