ETV Bharat / state

Central Team in Bengal: কেন্দ্রীয় প্রকল্পের হিসেব নিতে রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি দল, ফের সংঘাতের শঙ্কা - নরেন্দ্র মোদি

কেন্দ্রীয় প্রকল্পের হিসেব নিতে রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রের প্রতিনিধি দল (Central Delegation Team) ৷ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্পের (Central Govt Project) কাজ খতিয়ে দেখবে তারা ৷ এই নিয়েই আবার কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহ তৈরি হতে পারে বলে আশঙ্কা ৷

central-delegation-team-came-to-bengal-to-examine-the-central-govt-projects-work
কেন্দ্রীয় প্রকল্পের হিসেবে নিতে রাজ্যে এল কেন্দ্রের প্রতিনিধি দল, ফের সংঘাতের শঙ্কা
author img

By

Published : Aug 25, 2021, 1:59 PM IST

কলকাতা, 25 অগস্ট : এমনিতেই কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সেই সংঘাতের আবহ আরও বাড়িয়ে এ বার কেন্দ্রীয় সরকারি প্রকল্পের (Central Govt Project) হিসেব নিতে রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল (Central Delegation Team)।

এই প্রতিনিধি দলের কাজ হল, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের কাজ কেমন চলছে, তা খতিয়ে দেখা । কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের সঙ্গে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সংঘাত নতুন নয় । তাই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে নবান্ন । প্রশাসন সূত্রে খবর, মূলত গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত পরিষেবার সঙ্গে যুক্ত বিষয়গুলি নিয়ে কেন্দ্রের যে সমস্ত প্রকল্প রয়েছে, তা রাজ্যে সঠিক ভাবে এগিয়েছে কি না, তা-ই খতিয়ে দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ।

আরও পড়ুন: Durga Puja in Kolkata : ঢাকি থেকে পুরোহিত, ভ্যাকসিন বাধ্যতামূলক আবাসনের পুজোয়

এ দিন সকালেই রাজ্যে পৌঁছয় কেন্দ্রীয় প্রতিনিধি দল । প্রথমেই তাঁদের যাওয়ার কথা দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে । মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে আগামী জানুয়ারি মাসে বসবে গঙ্গাসাগর মেলা । তার আগে সেখানে গ্রামোন্নয়নের ক্ষেত্রে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর কী কী বিষয়ে কাজ করেছে, তা দেখবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলটি ।

আরও পড়ুন, Covid Third Wave : করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় কতটা প্রস্তুত প্রশাসন, বৈঠক ডাকল নবান্ন

রাজ্য প্রশাসন সূত্রে খবর, জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজের পাশাপাশি গ্রামীণ রাস্তা নির্মাণ, পরিশ্রুত পানীয় জল, গ্রামীণ স্থানীয় প্রশাসনের পরিকাঠামো ঠিকঠাক ভাবে গড়া হয়েছে কি না তাও দেখা হবে । সে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কি না, সে দিকেই নজর দেবেন প্রতিনিধি দলের সদস্যরা ।

আরও পড়ুন: Dilip Ghosh : বিরোধীদের কোনও সরকারি পদে রাখতে চায় না, তৃণমূলকে আক্রমণ দিলীপের

রাজ্য প্রশাসনের এক কর্তার কথায়, ''গ্রামসড়ক যোজনা, আবাস যোজনা, স্বচ্ছ ভারত প্রকল্পের অর্থ পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হয়েছে । সেগুলোই মূলত দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা ।'' বুধবার সরেজমিনে ওই বিষয়গুলির উপর আলোকপাত করার পর বৃহস্পতিবার নবান্নে রাজ্যের শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকেও বসতে পারেন কেন্দ্রীয় প্রতিনিধিরা । এখন দেখার সামগ্রিকভাবে গোটা বিষয়টি নিয়ে আবার নতুন করে সংঘাতের আবহ তৈরি হয় কিনা !

আরও পড়ুন: West Bengal Corona Update : নমুনা পরীক্ষা বাড়তেই রাজ্যে সংক্রমণ বেড়ে 600-র ঘরে, বাড়ল মৃত্যুও

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না ৷ এই অভিযোগে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এখানেই থেমে না-থেকে দিল্লিতে গিয়েও দরবার করেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেও অন্যান্য রাজ্য কম ক্ষতিগ্রস্ত হয়েও অনেক বেশি কেন্দ্রীয় সাহায্য পাচ্ছে ৷ সেখানে বাংলাকে বারবার বঞ্চিত করা হচ্ছে ৷ এ বার কেন্দ্রীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি দল আসায় নতুন করে সংঘাত বাধে কি না, সে দিকেই নজর রাজনৈতিক মহলের ৷

কলকাতা, 25 অগস্ট : এমনিতেই কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সেই সংঘাতের আবহ আরও বাড়িয়ে এ বার কেন্দ্রীয় সরকারি প্রকল্পের (Central Govt Project) হিসেব নিতে রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল (Central Delegation Team)।

এই প্রতিনিধি দলের কাজ হল, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের কাজ কেমন চলছে, তা খতিয়ে দেখা । কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের সঙ্গে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সংঘাত নতুন নয় । তাই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে নবান্ন । প্রশাসন সূত্রে খবর, মূলত গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত পরিষেবার সঙ্গে যুক্ত বিষয়গুলি নিয়ে কেন্দ্রের যে সমস্ত প্রকল্প রয়েছে, তা রাজ্যে সঠিক ভাবে এগিয়েছে কি না, তা-ই খতিয়ে দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ।

আরও পড়ুন: Durga Puja in Kolkata : ঢাকি থেকে পুরোহিত, ভ্যাকসিন বাধ্যতামূলক আবাসনের পুজোয়

এ দিন সকালেই রাজ্যে পৌঁছয় কেন্দ্রীয় প্রতিনিধি দল । প্রথমেই তাঁদের যাওয়ার কথা দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে । মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে আগামী জানুয়ারি মাসে বসবে গঙ্গাসাগর মেলা । তার আগে সেখানে গ্রামোন্নয়নের ক্ষেত্রে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর কী কী বিষয়ে কাজ করেছে, তা দেখবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলটি ।

আরও পড়ুন, Covid Third Wave : করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় কতটা প্রস্তুত প্রশাসন, বৈঠক ডাকল নবান্ন

রাজ্য প্রশাসন সূত্রে খবর, জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজের পাশাপাশি গ্রামীণ রাস্তা নির্মাণ, পরিশ্রুত পানীয় জল, গ্রামীণ স্থানীয় প্রশাসনের পরিকাঠামো ঠিকঠাক ভাবে গড়া হয়েছে কি না তাও দেখা হবে । সে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কি না, সে দিকেই নজর দেবেন প্রতিনিধি দলের সদস্যরা ।

আরও পড়ুন: Dilip Ghosh : বিরোধীদের কোনও সরকারি পদে রাখতে চায় না, তৃণমূলকে আক্রমণ দিলীপের

রাজ্য প্রশাসনের এক কর্তার কথায়, ''গ্রামসড়ক যোজনা, আবাস যোজনা, স্বচ্ছ ভারত প্রকল্পের অর্থ পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হয়েছে । সেগুলোই মূলত দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা ।'' বুধবার সরেজমিনে ওই বিষয়গুলির উপর আলোকপাত করার পর বৃহস্পতিবার নবান্নে রাজ্যের শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকেও বসতে পারেন কেন্দ্রীয় প্রতিনিধিরা । এখন দেখার সামগ্রিকভাবে গোটা বিষয়টি নিয়ে আবার নতুন করে সংঘাতের আবহ তৈরি হয় কিনা !

আরও পড়ুন: West Bengal Corona Update : নমুনা পরীক্ষা বাড়তেই রাজ্যে সংক্রমণ বেড়ে 600-র ঘরে, বাড়ল মৃত্যুও

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না ৷ এই অভিযোগে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এখানেই থেমে না-থেকে দিল্লিতে গিয়েও দরবার করেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেও অন্যান্য রাজ্য কম ক্ষতিগ্রস্ত হয়েও অনেক বেশি কেন্দ্রীয় সাহায্য পাচ্ছে ৷ সেখানে বাংলাকে বারবার বঞ্চিত করা হচ্ছে ৷ এ বার কেন্দ্রীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি দল আসায় নতুন করে সংঘাত বাধে কি না, সে দিকেই নজর রাজনৈতিক মহলের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.