ETV Bharat / state

বুলবুল বিপর্যয়ের ক্ষতিপূরণ দেয়নি কেন্দ্র : মুখ্যমন্ত্রী

author img

By

Published : Dec 2, 2019, 2:15 PM IST

মুখ্যমন্ত্রী বলেন, "আমি নিজে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা ঘুরে দেখেছি । শুভেন্দু অধিকারী মেদিনীপুর জেলা ঘুরে দেখেছে । আশা করেছিলাম কেন্দ্রীয় সরকারের থেকে সাহায্য পাব । প্রধানমন্ত্রী টুইট করেছেন ৷ কিন্তু এখনও পর্যন্ত কোনও সাহায্য পাইনি ।"

Mamota Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 2 ডিসেম্বর : বুলবুল বিপর্যয়ের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা করছে বলে বিধানসভায় সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, বুলবুলের জন্য রাজ্যের ক্ষতি হয়েছে 23 হাজার কোটি টাকা ৷ এর মধ্যে 1210 কোটি টাকা দিয়েছে রাজ্যের অর্থ দপ্তর । কিন্তু এখনও পর্যন্ত ক্ষতিপূরণের কোনও অর্থ দেয়নি কেন্দ্রীয় সরকার ।


বুলবুল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । ক্ষয়ক্ষতির সার্বিক তথ্য তুলে ধরে কেন্দ্রীয় সরকারের কাছে ইতিমধ্যেই ক্ষতিপূরণের দাবি জানিয়েছে রাজ্য সরকার । কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ক্ষতিপূরণের সামান্য অর্থও পাওয়া যায়নি বলে আজ বিধানসভার অধিবেশন কক্ষে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ৷ এপ্রসঙ্গে তিনি বলেন, "বুলবুলের কারণে কয়েকটি জেলার মানুষের ঘরবাড়ি, ধান, সবজি সব নষ্ট হয়ে গিয়েছে । হেলিকপ্টার দিয়ে এলাকা ঘুরিয়ে দেখানো হয়েছিল । 23 হাজার কোটি টাকার একটু বেশি ক্ষয়ক্ষতির রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়।"

এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমি নিজে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা ঘুরে দেখেছি । শুভেন্দু অধিকারী মেদিনীপুর জেলা ঘুরে দেখেছে । আশা করেছিলাম কেন্দ্রীয় সরকারের থেকে সাহায্য পাব । প্রধানমন্ত্রী টুইট করেছেন ৷ কিন্তু এখনও পর্যন্ত কোনও সাহায্য পাইনি । তবে রাজ্যের অর্থ দপ্তর এখনও পর্যন্ত 1210 কোটি টাকা অর্থ বরাদ্দ করে কৃষকদের সাহায্য করেছে । 6 লাখ লাখ কিট তৈরি করা হয়েছে । এই কিটের মধ্যে থাকছে কড়াই, থালা, বাসন, খাবার, ধুতি, শাড়ি, স্টোভ সহ অন্য সামগ্রী । প্রতিটি পরিবারকে কেরোসিন দেওয়া হচ্ছে।"

কলকাতা, 2 ডিসেম্বর : বুলবুল বিপর্যয়ের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা করছে বলে বিধানসভায় সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, বুলবুলের জন্য রাজ্যের ক্ষতি হয়েছে 23 হাজার কোটি টাকা ৷ এর মধ্যে 1210 কোটি টাকা দিয়েছে রাজ্যের অর্থ দপ্তর । কিন্তু এখনও পর্যন্ত ক্ষতিপূরণের কোনও অর্থ দেয়নি কেন্দ্রীয় সরকার ।


বুলবুল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । ক্ষয়ক্ষতির সার্বিক তথ্য তুলে ধরে কেন্দ্রীয় সরকারের কাছে ইতিমধ্যেই ক্ষতিপূরণের দাবি জানিয়েছে রাজ্য সরকার । কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ক্ষতিপূরণের সামান্য অর্থও পাওয়া যায়নি বলে আজ বিধানসভার অধিবেশন কক্ষে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ৷ এপ্রসঙ্গে তিনি বলেন, "বুলবুলের কারণে কয়েকটি জেলার মানুষের ঘরবাড়ি, ধান, সবজি সব নষ্ট হয়ে গিয়েছে । হেলিকপ্টার দিয়ে এলাকা ঘুরিয়ে দেখানো হয়েছিল । 23 হাজার কোটি টাকার একটু বেশি ক্ষয়ক্ষতির রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়।"

এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমি নিজে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা ঘুরে দেখেছি । শুভেন্দু অধিকারী মেদিনীপুর জেলা ঘুরে দেখেছে । আশা করেছিলাম কেন্দ্রীয় সরকারের থেকে সাহায্য পাব । প্রধানমন্ত্রী টুইট করেছেন ৷ কিন্তু এখনও পর্যন্ত কোনও সাহায্য পাইনি । তবে রাজ্যের অর্থ দপ্তর এখনও পর্যন্ত 1210 কোটি টাকা অর্থ বরাদ্দ করে কৃষকদের সাহায্য করেছে । 6 লাখ লাখ কিট তৈরি করা হয়েছে । এই কিটের মধ্যে থাকছে কড়াই, থালা, বাসন, খাবার, ধুতি, শাড়ি, স্টোভ সহ অন্য সামগ্রী । প্রতিটি পরিবারকে কেরোসিন দেওয়া হচ্ছে।"

New Delhi, Dec 02 (ANI): Tennis player Leander Paes along with Indian Davis Cup team returned to India from Kazakhstan on Dec 02. India's non-playing captain Rohit Rajpal who was also part of the team, was also present. India secured a 4-0 lead against Pakistan in the Davis Cup, progressing to 2020 Qualifiers. Leander Paes recorded his 44th Davis Cup doubles win.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.