ETV Bharat / state

দশমেও ভালো ফল রাজ্যের CBSE পড়ুয়াদের, পাশের হার 95.24 শতাংশ

এই বছর পশ্চিমবঙ্গ থেকে মোট 31 হাজার 1 জন পড়ুয়া CBSE-র দশম শ্রেণির পরীক্ষার জন্য নথিভুক্ত হয়েছিল । তার মধ্যে 30 হাজার 740 জন অংশগ্রহণ করে পরীক্ষায়। তাদের মধ্যে 29 হাজার 278 জন সফল হয়েছে। সফল পরীক্ষার্থীদের মধ্যে 16 হাজার 925 জন ছাত্র ও 12 হাজার 353 জন ছাত্রী ছিল।

cbse
cbse
author img

By

Published : Jul 16, 2020, 3:04 AM IST

কলকাতা, 16 জুলাই : CBSE-র দশম শ্রেণিতে রাজ্যে মোট পাশের হার 95.24 শতাংশ । ভালো ফল করেছে কলকাতার পড়ুয়ারা । ফল প্রকাশের পরই সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে টুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এই বছর পশ্চিমবঙ্গ থেকে মোট 31 হাজার 1 জন পড়ুয়া CBSE-র দশম শ্রেণির পরীক্ষার জন্য নথিভুক্ত হয়েছিল । তার মধ্যে 30 হাজার 740 জন অংশগ্রহণ করে পরীক্ষায়। তাদের মধ্যে 29 হাজার 278 জন সফল হয়েছে। সফল পরীক্ষার্থীদের মধ্যে 16 হাজার 925 জন ছাত্র ও 12 হাজার 353 জন ছাত্রী ছিল। ছাত্রদের পাশের হার 94.50 শতাংশ ও ছাত্রীদের পাশের হার 96.28 শতাংশ।

ভালো ফল করেছে কলকাতার স্কুলগুলিও। কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলে 99.40 শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে শামোয়িতা দত্ত । 99 শতাংশ নম্বর পেয়ে স্কুলে দ্বিতীয় হয়েছে আদিত্য হালদার । 98.80 শতাংশ নম্বার পেয়ে তৃতীয় হয়েছে দুইজন। তারা হল, আর্য ভট্টাচার্য ও প্রমিত সোম। শ্রী শিক্ষায়তন স্কুলের 302 জন অংশগ্রহণকারী পড়ুয়ারা সফল হয়েছেন । 99.02 শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে সঞ্জনা ভট্টাচার্য । দ্বিতীয় স্থানাধীকারি অহনা গায়েন 98.8 শতাংশ নম্বর পেয়েছে । 98.6 শতাংশ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে সৃজা ঘোষ।

CM
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা
দিল্লি পাবলিক স্কুলেও সফলতার হার 100 শতাংশ । স্কুলে প্রথম স্থান অধিকার করে নিয়েছে দুইজন । শুভ্রনীল মিত্র ও সৃঞ্জিনী সেন । তারা দু'জনেই 99 শতাংশ নম্বর পেয়েছে । 98.60 শতাংশ নম্বর পেয়ে স্কুলে দ্বিতীয় হয়েছে পৃথীশ শ্রীবাস্তব। তৃতীয় স্থানে থাকা কুশল কোঠারি পেয়েছেন 98.40 শতাংশ নম্বর। বিড়লা হাই স্কুল বয়েজেও পাশের হার 100 শতাংশ। 98.40 শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে স্বস্তিক মুখোপাধ্যায় ও অর্কপ্রভ পাত্র। অরিত্র গঙ্গোপাধ্যায় 97.80 শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় ও 97.60 শতাংশ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে সৌরজিৎ রায় ও ভাস্কর আগরওয়াল। অভিনব ভারতী হাইস্কুলে প্রথম স্থানাধীকারি রজত গুনেচার প্রাপ্ত নম্বর 95.6 শতাংশ। 95 শতাংশ পেয়ে দ্বিতীয় হয়েছে আমন রুঙ্গতা এবং 94.8 শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে রাঘব আগরওয়াল।

কলকাতা, 16 জুলাই : CBSE-র দশম শ্রেণিতে রাজ্যে মোট পাশের হার 95.24 শতাংশ । ভালো ফল করেছে কলকাতার পড়ুয়ারা । ফল প্রকাশের পরই সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে টুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এই বছর পশ্চিমবঙ্গ থেকে মোট 31 হাজার 1 জন পড়ুয়া CBSE-র দশম শ্রেণির পরীক্ষার জন্য নথিভুক্ত হয়েছিল । তার মধ্যে 30 হাজার 740 জন অংশগ্রহণ করে পরীক্ষায়। তাদের মধ্যে 29 হাজার 278 জন সফল হয়েছে। সফল পরীক্ষার্থীদের মধ্যে 16 হাজার 925 জন ছাত্র ও 12 হাজার 353 জন ছাত্রী ছিল। ছাত্রদের পাশের হার 94.50 শতাংশ ও ছাত্রীদের পাশের হার 96.28 শতাংশ।

ভালো ফল করেছে কলকাতার স্কুলগুলিও। কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলে 99.40 শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে শামোয়িতা দত্ত । 99 শতাংশ নম্বর পেয়ে স্কুলে দ্বিতীয় হয়েছে আদিত্য হালদার । 98.80 শতাংশ নম্বার পেয়ে তৃতীয় হয়েছে দুইজন। তারা হল, আর্য ভট্টাচার্য ও প্রমিত সোম। শ্রী শিক্ষায়তন স্কুলের 302 জন অংশগ্রহণকারী পড়ুয়ারা সফল হয়েছেন । 99.02 শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে সঞ্জনা ভট্টাচার্য । দ্বিতীয় স্থানাধীকারি অহনা গায়েন 98.8 শতাংশ নম্বর পেয়েছে । 98.6 শতাংশ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে সৃজা ঘোষ।

CM
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা
দিল্লি পাবলিক স্কুলেও সফলতার হার 100 শতাংশ । স্কুলে প্রথম স্থান অধিকার করে নিয়েছে দুইজন । শুভ্রনীল মিত্র ও সৃঞ্জিনী সেন । তারা দু'জনেই 99 শতাংশ নম্বর পেয়েছে । 98.60 শতাংশ নম্বর পেয়ে স্কুলে দ্বিতীয় হয়েছে পৃথীশ শ্রীবাস্তব। তৃতীয় স্থানে থাকা কুশল কোঠারি পেয়েছেন 98.40 শতাংশ নম্বর। বিড়লা হাই স্কুল বয়েজেও পাশের হার 100 শতাংশ। 98.40 শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে স্বস্তিক মুখোপাধ্যায় ও অর্কপ্রভ পাত্র। অরিত্র গঙ্গোপাধ্যায় 97.80 শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় ও 97.60 শতাংশ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে সৌরজিৎ রায় ও ভাস্কর আগরওয়াল। অভিনব ভারতী হাইস্কুলে প্রথম স্থানাধীকারি রজত গুনেচার প্রাপ্ত নম্বর 95.6 শতাংশ। 95 শতাংশ পেয়ে দ্বিতীয় হয়েছে আমন রুঙ্গতা এবং 94.8 শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে রাঘব আগরওয়াল।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.