ETV Bharat / state

Anubrata Mondal: আজ হাজিরা এড়ালেই অনুব্রতর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে সিবিআই - CBI wants to establish the influential theory against Anubrata Mondal

সোমবার নিজাম প্যালেসে হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল ৷ তলব থাকা সত্ত্বেও সে দিন গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে ৷ তবে বুধবার ফের তাঁকে তলব করল সিবিআই (Anubrata Mondal)৷ ফলে আজ যদি অনুব্রত মণ্ডল সিবিআই দফতরে না আসে তাহলে তার প্রভাবশালী তত্ত্বকেই আদালতে খাড়া করবে সিবিআই (Influential Theory of Anubrata Mondal) ৷

Anubrata Mondal
আজ হাজিরা এড়ালেই অনুব্রতর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে সিবিআই
author img

By

Published : Aug 10, 2022, 9:25 AM IST

Updated : Aug 10, 2022, 10:52 AM IST

কলকাতা, 10 অগস্ট: গত দেড় বছরে অনুব্রত মণ্ডলকে মোট 10 বার সিবিআই তলব করেছে কিন্তু এই তলবের পর তিনি মাত্র একবার, তাও আবার এক ঘণ্টার জন্য সিবিআই-এর মুখোমুখি হয়েছেন (Influential Theory of Anubrata Mondal)। ফলে আজ যদি অনুব্রত মণ্ডল সিবিআই দফতরে এসে তদন্তকারীদের মুখোমুখি না হন তাহলে সে ক্ষেত্রে তার প্রভাবশালী তত্ত্ব এবং তিনি যে সত্যি দুর্দণ্ড প্রতাপ এবং ক্ষমতার অপব্যবহার করছেন সেটি আরও ভালোভাবে স্পষ্ট হবে বলে মনে করছেন আইপিএস মহলের একাংশ ।

সূত্রে খবর, যদি অনুব্রত মণ্ডল আজকে নিজাম প্যালেসে অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আরও কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুতি নেবে সিবিআই । ইতিমধ্যেই সিবিআই-এর অতিরিক্ত ডিরেক্টর অজয় ভাটনগর নিজাম প্যালেসে উপস্থিত হয়ে গরু পাচার এবং কয়লা পাচার কাণ্ডে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে বেশ কিছু নির্দেশও দিয়েছেন।

আরও পড়ুন: বুধে ফের অনুব্রতকে তলব সিবিআই-এর

যদিও অনুব্রত মণ্ডল আজ সিবিআই দফতরে আসবেন কিনা সেই নিয়ে স্পষ্টভাবে এখনই কিছু বলা যাচ্ছে না । তবে তিনি যে সুস্থ রয়েছেন সেই কথা এসএসকেএম-এর বিশেষজ্ঞ চিকিৎসকরা ছাড়াও বলেছেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা চন্দ্রনাথ অধিকারীও । কিন্তু এক্ষেত্রে সিবিআই-এর অনুমান অনুব্রত মণ্ডল এতটাই প্রভাবশালী যে তিনি যে নিজের অসুস্থতার তত্ত্বটিকে প্রতিষ্ঠা করার জন্য প্রশাসনের সাহায্য নিচ্ছেন ।

এক্ষেত্রে অনেকেই মনে করছেন পরবর্তী পদক্ষেপ হিসেবে সিবিআই ফের তাকে নোটিশ দিয়ে তলব করতে পারে ৷ পাশাপাশি সিবিআই এটাও বলতে পারে যে অনুব্রত নিজের প্রভাব খাটিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়ে নিজের অসুস্থতার কথা চিকিৎসকদের দিয়ে জোর করে লিখিয়ে লিখছেন । পাশাপাশি সরাসরি আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছেন গোয়েন্দারা ৷

কলকাতা, 10 অগস্ট: গত দেড় বছরে অনুব্রত মণ্ডলকে মোট 10 বার সিবিআই তলব করেছে কিন্তু এই তলবের পর তিনি মাত্র একবার, তাও আবার এক ঘণ্টার জন্য সিবিআই-এর মুখোমুখি হয়েছেন (Influential Theory of Anubrata Mondal)। ফলে আজ যদি অনুব্রত মণ্ডল সিবিআই দফতরে এসে তদন্তকারীদের মুখোমুখি না হন তাহলে সে ক্ষেত্রে তার প্রভাবশালী তত্ত্ব এবং তিনি যে সত্যি দুর্দণ্ড প্রতাপ এবং ক্ষমতার অপব্যবহার করছেন সেটি আরও ভালোভাবে স্পষ্ট হবে বলে মনে করছেন আইপিএস মহলের একাংশ ।

সূত্রে খবর, যদি অনুব্রত মণ্ডল আজকে নিজাম প্যালেসে অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আরও কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুতি নেবে সিবিআই । ইতিমধ্যেই সিবিআই-এর অতিরিক্ত ডিরেক্টর অজয় ভাটনগর নিজাম প্যালেসে উপস্থিত হয়ে গরু পাচার এবং কয়লা পাচার কাণ্ডে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে বেশ কিছু নির্দেশও দিয়েছেন।

আরও পড়ুন: বুধে ফের অনুব্রতকে তলব সিবিআই-এর

যদিও অনুব্রত মণ্ডল আজ সিবিআই দফতরে আসবেন কিনা সেই নিয়ে স্পষ্টভাবে এখনই কিছু বলা যাচ্ছে না । তবে তিনি যে সুস্থ রয়েছেন সেই কথা এসএসকেএম-এর বিশেষজ্ঞ চিকিৎসকরা ছাড়াও বলেছেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা চন্দ্রনাথ অধিকারীও । কিন্তু এক্ষেত্রে সিবিআই-এর অনুমান অনুব্রত মণ্ডল এতটাই প্রভাবশালী যে তিনি যে নিজের অসুস্থতার তত্ত্বটিকে প্রতিষ্ঠা করার জন্য প্রশাসনের সাহায্য নিচ্ছেন ।

এক্ষেত্রে অনেকেই মনে করছেন পরবর্তী পদক্ষেপ হিসেবে সিবিআই ফের তাকে নোটিশ দিয়ে তলব করতে পারে ৷ পাশাপাশি সিবিআই এটাও বলতে পারে যে অনুব্রত নিজের প্রভাব খাটিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়ে নিজের অসুস্থতার কথা চিকিৎসকদের দিয়ে জোর করে লিখিয়ে লিখছেন । পাশাপাশি সরাসরি আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছেন গোয়েন্দারা ৷

Last Updated : Aug 10, 2022, 10:52 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.