ETV Bharat / state

Jiban Krishna Saha: জীবনকৃষ্ণের সঙ্গে নিয়োগ দুর্নীতিতে জড়িত কি সরকারি আধিকারিকরাও ? তদন্তে সিবিআই

author img

By

Published : Apr 28, 2023, 7:58 PM IST

মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক তৃণমূলের জীবনকৃষ্ণ সাহাকে নিয়োগ দুর্নীতিতে জড়িত সন্দেহে গ্রেফতার করেছে সিবিআই ৷ তাঁর ফোন ঘেঁটে কিছু অডিয়ো ক্লিপ পেয়েছেন তদন্তকারীরা ৷ সেখানে দুই সরকারি আধিকারিকের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগের তথ্য মিলেছে বলে খবর ৷

Jiban Krishna Saha
Jiban Krishna Saha

কলকাতা, 28 এপ্রিল: বাড়িতে সিবিআই অভিযান চলাকালীন দু’টি ফোন পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে ৷ দু’দিনের বেশি সময় ধরে পুকুরে তল্লাশি চালিয়ে ফোন দু’টি উদ্ধার করে সিবিআই ৷ তখনই প্রশ্ন উঠেছিল যে দু’দিন জলের তলায় থাকা ফোন দু’টি কি আদৌ কার্যকরী অবস্থায় আছে ? ওই ফোন দু’টি থেকে কি আদৌ কোনও তথ্য উদ্ধার করা যাবে ? চিন্তার ভাঁজ দেখা গিয়েছিল সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের কপালেও ৷ দিনকয়েক কেটে যাওয়ার পর দেখা গেল ওই ফোন দু’টিই নিয়োগ দুর্নীতিতে গুরুত্বপূর্ণ তথ্য জোগান দিতে শুরু করেছে ৷ সিবিআই সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷

ওই সূত্র জানাচ্ছে যে মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন রাজ্য সরকারের দুই আধিকারিক । এই তথ্য তারা পেয়েছে জীবনের একটি ফোন থেকেই ৷ সেই ফোনে থাকা কিছু অডিয়োতেই ওই দুই সরকারি আধিকারিকের সঙ্গে জীবনের কথোপকথনের রেকর্ড রয়েছে ৷ তবে এই দুই আধিকারিক কারা, সেই ব্যাপারে এখনও স্পষ্টভাবে কিছু জানতে চাননি তদন্তকারী আধিকারিকরা । তাঁদের ধারণা, ওই দুই আধিকারিকও নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত রয়েছেন । সেই কারণে তাঁরা জীবনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ৷

প্রসঙ্গত, জীবনকে গ্রেফতারের পর ফোন দু’টির ফরেনসিক পরীক্ষা করতে পাঠায় সিবিআই ৷ তার আগে অবশ্য এই নিয়ে আদালতের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে নেয় তারা ৷ সূত্রের খবর, জীবনকৃষ্ণ সাহার দু’টি ফোনের মধ্যে একটি ফোনের লক খুলতে পেরেছেন তদন্তকারীরা ৷ সেখানে একশোটিরও বেশি অডিয়ো ফোল্ডার রয়েছে । একাধিক অডিয়ো ফোল্ডার ডিলিটও করা হয়েছে । তবে ডিলিট না হওয়া বিভিন্ন ফোল্ডার ঘেঁটে তদন্তকারীরা বুঝতে পেরেছেন যে জীবনকৃষ্ণ সাহার সঙ্গে দু’জন সরকারি আধিকারিক নিয়মিত যোগাযোগ রাখতেন ।

তবে সেই অডিয়ো ক্লিপিংসে জীবনকৃষ্ণ সাহার সঙ্গে ওই দুই আধিকারিকের কী কী বিষয়ে কথাবার্তা রয়েছে, সেই বিষয় প্রকাশ্যে আনেননি তদন্তকারীরা । সূত্রের খবর, এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে । তবে এই বিষয়ে প্রশ্ন উঠেছে যে তাহলে কি সরকারি আধিকারিকরাও নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে জড়িত ? তাঁরা কি চাকরি বা প্রার্থীদের তালিকা জীবনকৃষ্ণ সাহার হাতে তুলে দেওয়ার কাজ করতেন ?

আরও পড়ুন: জীবনকৃষ্ণ সাহার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই

কলকাতা, 28 এপ্রিল: বাড়িতে সিবিআই অভিযান চলাকালীন দু’টি ফোন পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে ৷ দু’দিনের বেশি সময় ধরে পুকুরে তল্লাশি চালিয়ে ফোন দু’টি উদ্ধার করে সিবিআই ৷ তখনই প্রশ্ন উঠেছিল যে দু’দিন জলের তলায় থাকা ফোন দু’টি কি আদৌ কার্যকরী অবস্থায় আছে ? ওই ফোন দু’টি থেকে কি আদৌ কোনও তথ্য উদ্ধার করা যাবে ? চিন্তার ভাঁজ দেখা গিয়েছিল সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের কপালেও ৷ দিনকয়েক কেটে যাওয়ার পর দেখা গেল ওই ফোন দু’টিই নিয়োগ দুর্নীতিতে গুরুত্বপূর্ণ তথ্য জোগান দিতে শুরু করেছে ৷ সিবিআই সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷

ওই সূত্র জানাচ্ছে যে মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন রাজ্য সরকারের দুই আধিকারিক । এই তথ্য তারা পেয়েছে জীবনের একটি ফোন থেকেই ৷ সেই ফোনে থাকা কিছু অডিয়োতেই ওই দুই সরকারি আধিকারিকের সঙ্গে জীবনের কথোপকথনের রেকর্ড রয়েছে ৷ তবে এই দুই আধিকারিক কারা, সেই ব্যাপারে এখনও স্পষ্টভাবে কিছু জানতে চাননি তদন্তকারী আধিকারিকরা । তাঁদের ধারণা, ওই দুই আধিকারিকও নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত রয়েছেন । সেই কারণে তাঁরা জীবনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ৷

প্রসঙ্গত, জীবনকে গ্রেফতারের পর ফোন দু’টির ফরেনসিক পরীক্ষা করতে পাঠায় সিবিআই ৷ তার আগে অবশ্য এই নিয়ে আদালতের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে নেয় তারা ৷ সূত্রের খবর, জীবনকৃষ্ণ সাহার দু’টি ফোনের মধ্যে একটি ফোনের লক খুলতে পেরেছেন তদন্তকারীরা ৷ সেখানে একশোটিরও বেশি অডিয়ো ফোল্ডার রয়েছে । একাধিক অডিয়ো ফোল্ডার ডিলিটও করা হয়েছে । তবে ডিলিট না হওয়া বিভিন্ন ফোল্ডার ঘেঁটে তদন্তকারীরা বুঝতে পেরেছেন যে জীবনকৃষ্ণ সাহার সঙ্গে দু’জন সরকারি আধিকারিক নিয়মিত যোগাযোগ রাখতেন ।

তবে সেই অডিয়ো ক্লিপিংসে জীবনকৃষ্ণ সাহার সঙ্গে ওই দুই আধিকারিকের কী কী বিষয়ে কথাবার্তা রয়েছে, সেই বিষয় প্রকাশ্যে আনেননি তদন্তকারীরা । সূত্রের খবর, এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে । তবে এই বিষয়ে প্রশ্ন উঠেছে যে তাহলে কি সরকারি আধিকারিকরাও নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে জড়িত ? তাঁরা কি চাকরি বা প্রার্থীদের তালিকা জীবনকৃষ্ণ সাহার হাতে তুলে দেওয়ার কাজ করতেন ?

আরও পড়ুন: জীবনকৃষ্ণ সাহার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.