ETV Bharat / state

Recruitment Scam: অয়নকে সংশোধনাগরে গিয়ে জেরা করবে সিবিআই - সিবিআই

পৌর নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ফের নড়েচড়ে বসেছে সিবিআই ৷ এবার সংশোধনাগরে গিয়ে ধৃত অয়ন শীলকে জেরা করবেন তদন্তকারী আধিকারিকরা ৷

Recruiment Scam
অয়ন শীল
author img

By

Published : May 13, 2023, 9:09 PM IST

কলকাতা, 13 মে: পৌরনিয়োগ দুর্নীতির তদন্তে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তকেই বহাল রেখেছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ । পৌর নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই-ইডি ৷ এমনটাই নির্দেশ হাইকোর্টের ৷ আর কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই নির্দেশ পাওয়ার পরেই একপ্রকার ফের তৎপরতা দেখা গেল সিবিআইয়ের । পৌর নিয়োগ দুর্নীতিতে এই প্রথমবারের জন্য ধৃত অয়ন শীলকে জেলে বা সংশোধনাগরে গিয়ে জেরা করতে চান তদন্তকারী আধিকারিকরা । এই জন্য আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছে সিবিআই । সূত্রের খবর, ইতিমধ্যেই আদালতের তরফে সবুজ সংকেত দেওয়া হয়েছে ।

জানা গিয়েছে, এই অনুমতি পাওয়ার পর খুব শিগগিরই সংশোধনাগরে গিয়ে অয়ন শীলকে জেরা করবে সিবিআই । সূত্রের খবর, অয়নের সল্টলেকের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে যে সকল কাগজপত্র এবং পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে ৷ সেগুলি থেকে বিপুল পরিমাণে তথ্য পাওয়া গিয়েছে । সিবিআইয়ের দাবি, এর আগে অয়ন শীলকে জেরা করে জানা গিয়েছে 60টির বেশি পৌরসভায় প্রায় ছ'হাজার বেআইনি নিয়োগ করিয়েছেন তিনি । মূলত সিবিআইয়ের গোয়েন্দারা অয়নের কাছ থেকে জানতে চান যে কোন প্রভাবশালী সুপারিশে চাকরিগুলি তিনি বিক্রি করেছেন ? কাদের তরফ থেকে আসত এই সুপারিশগুলি? অয়ন শীলের ঘর থেকে একটি ডাইরি উদ্ধার হয়েছে ৷ তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন, সংশ্লিষ্ট ডায়েরির পাতায় লেখা রয়েছে তিনি কার থেকে কত টাকা পাবেন এবং কোন খাতে কত টাকা জমা করেছেন, তার বিস্তারিত তথ্য ।

মূলত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর তাঁর ঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদে করে অয়নের নাম উঠে এসেছিল ৷ এরপরেই অয়নের বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । অয়ন শীল শুধুমাত্র যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সামিল রয়েছে তেমন নয় বলে তদন্তকারীদের দাবি ৷ বরং তাঁর বিরুদ্ধে পৌরসভায় বেআইনিভাবে চাকরিতে নিয়োগ থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির কোটি কোটি কালো টাকাকে সাদা টাকায় রূপান্তরিত করার জন্য টলিউড যোগ খুঁজে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন: পৌর নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই-ইডি, নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 13 মে: পৌরনিয়োগ দুর্নীতির তদন্তে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তকেই বহাল রেখেছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ । পৌর নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই-ইডি ৷ এমনটাই নির্দেশ হাইকোর্টের ৷ আর কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই নির্দেশ পাওয়ার পরেই একপ্রকার ফের তৎপরতা দেখা গেল সিবিআইয়ের । পৌর নিয়োগ দুর্নীতিতে এই প্রথমবারের জন্য ধৃত অয়ন শীলকে জেলে বা সংশোধনাগরে গিয়ে জেরা করতে চান তদন্তকারী আধিকারিকরা । এই জন্য আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছে সিবিআই । সূত্রের খবর, ইতিমধ্যেই আদালতের তরফে সবুজ সংকেত দেওয়া হয়েছে ।

জানা গিয়েছে, এই অনুমতি পাওয়ার পর খুব শিগগিরই সংশোধনাগরে গিয়ে অয়ন শীলকে জেরা করবে সিবিআই । সূত্রের খবর, অয়নের সল্টলেকের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে যে সকল কাগজপত্র এবং পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে ৷ সেগুলি থেকে বিপুল পরিমাণে তথ্য পাওয়া গিয়েছে । সিবিআইয়ের দাবি, এর আগে অয়ন শীলকে জেরা করে জানা গিয়েছে 60টির বেশি পৌরসভায় প্রায় ছ'হাজার বেআইনি নিয়োগ করিয়েছেন তিনি । মূলত সিবিআইয়ের গোয়েন্দারা অয়নের কাছ থেকে জানতে চান যে কোন প্রভাবশালী সুপারিশে চাকরিগুলি তিনি বিক্রি করেছেন ? কাদের তরফ থেকে আসত এই সুপারিশগুলি? অয়ন শীলের ঘর থেকে একটি ডাইরি উদ্ধার হয়েছে ৷ তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন, সংশ্লিষ্ট ডায়েরির পাতায় লেখা রয়েছে তিনি কার থেকে কত টাকা পাবেন এবং কোন খাতে কত টাকা জমা করেছেন, তার বিস্তারিত তথ্য ।

মূলত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর তাঁর ঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদে করে অয়নের নাম উঠে এসেছিল ৷ এরপরেই অয়নের বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । অয়ন শীল শুধুমাত্র যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সামিল রয়েছে তেমন নয় বলে তদন্তকারীদের দাবি ৷ বরং তাঁর বিরুদ্ধে পৌরসভায় বেআইনিভাবে চাকরিতে নিয়োগ থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির কোটি কোটি কালো টাকাকে সাদা টাকায় রূপান্তরিত করার জন্য টলিউড যোগ খুঁজে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন: পৌর নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই-ইডি, নির্দেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.