কলকাতা, 5 ডিসেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) উঠে এল বিস্ফোরক তথ্য ৷ আর এই তথ্য জানালেন সিবিআই (CBI) সিটের নবনিযুক্ত প্রধান অশ্বিন সেনভি । গ্রুপ-ডি'র দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় (SSC Recruitment Case) তাঁকে আদালতে উপস্থিত হতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু ।
সিট প্রধানকে উদ্দেশ্য করে বিচারপতির মন্তব্য, "যা সাহায্য লাগবে আদালতে এসে জানাবেন ৷ আদালত সবরকম সাহায্য করবে । এই দুর্নীতির শেষ দেখা দরকার । যারা এই দুর্নীতিতে যুক্ত তাদের কাউকে ছাড়া হবে না ।"
আদালতে এসে অশ্বিন বলেন, "এখনও পর্যন্ত জানা গিয়েছে প্রায় 21 হাজার পদে দুর্নীতি হয়েছে ৷ তার মধ্যে 9 হাজার ওএমআর সিট বিকৃত করা হয়েছে । মূল প্যানেল থেকে ওয়েটিং লিস্ট, সর্বত্র দুর্নীতি হয়েছে ।"
বিচারপতি নবনিযুক্ত সিবিআই প্রধানকে বলেন, "যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছে তারা শুধু ফলাফলের আশায় বসে আছেন । তারা জানতে চায় না সিবিআই কী করল, স্কুল সার্ভিস কমিশন কী করল ৷ তারা চায় নিয়োগপত্র । এই দুর্নীতির তদন্ত-বিচার অনেকটা পথ পেরিয়ে এসেছে । এবার তদন্ত-বিচার তার লক্ষ্যের কাছে পৌঁছে গিয়েছে ।"
আরও পড়ুন: পঠনপাঠন নিয়ে উদ্বেগপ্রকাশ, পুরুলিয়ার সব স্কুলে পড়ুয়া-শিক্ষকের অনুপাতের হিসেব চাইল হাইকোর্ট
এর উত্তরে সিবিআই প্রধান বলেন, "গত বছরের নভেম্বর থেকে শুধুমাত্র ব়্যাংক জাম্পিং এর অভিযোগে তদন্ত শুরু হয়েছিল ৷ কিন্তু গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার হওয়ার পর ওএমআর সিটের বিষয়টি সামনে এসেছে ৷ এরপরই তদন্ত অন্য মাত্রা পায় । আমরা সব নথি এসএসসিকে দিয়েছি । এখন তাদের ঠিক করতে হবে যে তারা কীভাবে এই ত্রুটি সংশোধন করবে ।"