ETV Bharat / state

Abhishek Banerjee: অভিষেককে সিবিআইয়ের নোটিশ, শনিবার হাজিরার নির্দেশ

সিবিআই সূত্রে খবর, আগামিকাল সকাল 11টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে হাজিরা হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

Etv Bharat
হাজিরার নির্দেশ
author img

By

Published : May 19, 2023, 3:29 PM IST

Updated : May 19, 2023, 4:15 PM IST

কলকাতা, 19 মে: শনিবার সকালে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ আদালতের নির্দেশের পরই ময়দানে নেমে পড়ল সিবিআই ৷ নোটিশ পাঠানো হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে ৷ সিবিআই সূত্রে খবর, আগামিকাল সকাল 11টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে হাজিরা হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

কুন্তল ঘোষের চিঠি মামলায় আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় নির্দেশ দিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ এরপরই সেই রায়ের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারপতির রায় এমন অভিযোগও শোনা গিয়েছিল তৃণমূল নেতৃত্বের গলায় ৷ দেশের শীর্ষ আদালতের নির্দেশ মোতাবেক হাইকোর্টে অভিষেক মামলার বেঞ্চ বদল হলেও কার্যত রায়ের উপর তার কোনও প্রভাবই পড়েনি ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বেঞ্চ থেকে অভিষেক মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে গেলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতেই হচ্ছে অভিষেককে ৷

বৃহস্পতিবারই বিচারপতি অমৃতা সিনহা সাফ জানিয়ে দিয়েছিলেন, এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই মনে করলে অভিষেককে জেরা করতেই পারে ৷ এমনকী বারবার এই ধরণের মামলা করে আদালতের সময় নষ্ট করায় রীতিমতো ক্ষুব্ধ হন বিচারপতি ৷ কুন্তল ঘোষ এবং অভিষেককে 25 লক্ষ টাকা করে জরিমানাও করে আদালত ৷ যদিও সেই রায়কেও চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তবে সেখানেও স্বস্তি মেলেনি ৷ শুক্রবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা খায় অভিষেকের মামলা ৷ কার্যত এদিন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাই শুনতে চায়নি ৷ আর ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিবিআইয়ের সমন গেল অভিষেকের কাছে ৷

সিবিআই সূত্রে খবর, সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য একটি নীল নকশা তৈরি করছেন। জানা গিয়েছে, অভিষেককে জিজ্ঞাসাবাদ পর্বের নেতৃত্বে থাকবেন দু'জন এসপি পদমর্যাদার সিবিআই আধিকারিক। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কী জানতে চাওয়া হবে সেই সম্পর্কে একটি প্রশ্ন তালিকাও তৈরি করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, সেই প্রশ্নমালা পাঠানো হয়েছে দিল্লিতে সিবিআই সদর দফতরেও ৷ সিবিআইয়ের উচ্চ পদস্থ আধিকারিকদের সবুজ সংকেত পাওয়ার পরেই তদন্তকারীরা আগামিকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করবেন ৷

মূলত আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করবেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। কুন্তল ঘোষ দাবি করেছিলেন, তাঁকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে তদন্তকারি সংস্থা। সেই চিঠির ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন সিবিআইযের আধিকারিকরা ৷ সূত্রের খবর, এদিন রাতেই বাঁকুড়া থেকে কলকাতা ফিরছেন অভিষেক ৷ এরপর আগামিকাল নিজাম প্যালেসে হাজিরা দেবেন তিনি ৷

আরও পড়ুন: কংগ্রেসি মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান এড়ালেন মমতা, যাচ্ছেন কাকলি

কলকাতা, 19 মে: শনিবার সকালে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ আদালতের নির্দেশের পরই ময়দানে নেমে পড়ল সিবিআই ৷ নোটিশ পাঠানো হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে ৷ সিবিআই সূত্রে খবর, আগামিকাল সকাল 11টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে হাজিরা হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

কুন্তল ঘোষের চিঠি মামলায় আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় নির্দেশ দিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ এরপরই সেই রায়ের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারপতির রায় এমন অভিযোগও শোনা গিয়েছিল তৃণমূল নেতৃত্বের গলায় ৷ দেশের শীর্ষ আদালতের নির্দেশ মোতাবেক হাইকোর্টে অভিষেক মামলার বেঞ্চ বদল হলেও কার্যত রায়ের উপর তার কোনও প্রভাবই পড়েনি ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বেঞ্চ থেকে অভিষেক মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে গেলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতেই হচ্ছে অভিষেককে ৷

বৃহস্পতিবারই বিচারপতি অমৃতা সিনহা সাফ জানিয়ে দিয়েছিলেন, এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই মনে করলে অভিষেককে জেরা করতেই পারে ৷ এমনকী বারবার এই ধরণের মামলা করে আদালতের সময় নষ্ট করায় রীতিমতো ক্ষুব্ধ হন বিচারপতি ৷ কুন্তল ঘোষ এবং অভিষেককে 25 লক্ষ টাকা করে জরিমানাও করে আদালত ৷ যদিও সেই রায়কেও চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তবে সেখানেও স্বস্তি মেলেনি ৷ শুক্রবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা খায় অভিষেকের মামলা ৷ কার্যত এদিন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাই শুনতে চায়নি ৷ আর ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিবিআইয়ের সমন গেল অভিষেকের কাছে ৷

সিবিআই সূত্রে খবর, সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য একটি নীল নকশা তৈরি করছেন। জানা গিয়েছে, অভিষেককে জিজ্ঞাসাবাদ পর্বের নেতৃত্বে থাকবেন দু'জন এসপি পদমর্যাদার সিবিআই আধিকারিক। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কী জানতে চাওয়া হবে সেই সম্পর্কে একটি প্রশ্ন তালিকাও তৈরি করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, সেই প্রশ্নমালা পাঠানো হয়েছে দিল্লিতে সিবিআই সদর দফতরেও ৷ সিবিআইয়ের উচ্চ পদস্থ আধিকারিকদের সবুজ সংকেত পাওয়ার পরেই তদন্তকারীরা আগামিকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করবেন ৷

মূলত আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করবেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। কুন্তল ঘোষ দাবি করেছিলেন, তাঁকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে তদন্তকারি সংস্থা। সেই চিঠির ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন সিবিআইযের আধিকারিকরা ৷ সূত্রের খবর, এদিন রাতেই বাঁকুড়া থেকে কলকাতা ফিরছেন অভিষেক ৷ এরপর আগামিকাল নিজাম প্যালেসে হাজিরা দেবেন তিনি ৷

আরও পড়ুন: কংগ্রেসি মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান এড়ালেন মমতা, যাচ্ছেন কাকলি

Last Updated : May 19, 2023, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.