ETV Bharat / state

আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআইয়ের - cbi

আইকোর মামলায় এবার তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই। নোটিস পেলে অবশ্য়ই সিবিআই অফিসে যাবেন বলে জানিয়েছেন তিনি৷

আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআইয়ের
আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআইয়ের
author img

By

Published : Mar 12, 2021, 4:50 PM IST

Updated : Mar 12, 2021, 8:47 PM IST

কলকাতা, 12 মার্চ : আইকোর মামলায় এবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়কে তলব করল সিবিআই ৷ নোটিস পেলে সিবিআই দফতরে যাবেন বলে জানিয়েছেন তিনি ৷

আইকোর মামলায় ইতিমধ্যেই একাধিক নথিপত্র ঘেঁটে সিবিআইয়ের গোয়েন্দারা অনুমান করছেন, পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার আইকোরের মালিকের সঙ্গে কথা বলেছিলেন। বিভিন্ন জায়গায় তাঁদের বৈঠক হয়েছিল। তবে কী কারণে বৈঠক তা জানা যায়নি৷ আর সেকারণেই তলব করা হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়কে ৷

আরও পড়ুন- কমিশনের বিরুদ্ধে অভিযোগ নয়, বরং তদন্তের আবেদন জানাচ্ছি : পার্থ

সূত্রের খবর, আইকোরের অনেক অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্য়ায়কে যেতে দেখা গিয়েছিল ৷ সেকারণে বহু জায়গায় তল্লাশি চালান সিবিআই গোয়েন্দারা ৷ সেখানে পার্থ চট্টোপাধ্য়ায়ের নামের অনেক ফাইল উদ্ধার করা হয়েছে ৷ গোয়েন্দাদের অনুমান, চিটফান্ড সংস্থার কাছ থেকে বেশ কয়েকবার লাভবান হয়েছেন তিনি ৷

এবিষয়ে পার্থ চট্টোপাধ্য়ায়ের প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে তিনি বলেন, "আমার মনে নেই যে আমার সঙ্গে আইকোরের এমন সম্পর্ক ছিল যার জন্য় সিবিআই ডাকবে৷ এখনও নোটিস হাতে পাইনি ৷ পেলে অবশ্য়ই যাব ৷"

কলকাতা, 12 মার্চ : আইকোর মামলায় এবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়কে তলব করল সিবিআই ৷ নোটিস পেলে সিবিআই দফতরে যাবেন বলে জানিয়েছেন তিনি ৷

আইকোর মামলায় ইতিমধ্যেই একাধিক নথিপত্র ঘেঁটে সিবিআইয়ের গোয়েন্দারা অনুমান করছেন, পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার আইকোরের মালিকের সঙ্গে কথা বলেছিলেন। বিভিন্ন জায়গায় তাঁদের বৈঠক হয়েছিল। তবে কী কারণে বৈঠক তা জানা যায়নি৷ আর সেকারণেই তলব করা হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়কে ৷

আরও পড়ুন- কমিশনের বিরুদ্ধে অভিযোগ নয়, বরং তদন্তের আবেদন জানাচ্ছি : পার্থ

সূত্রের খবর, আইকোরের অনেক অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্য়ায়কে যেতে দেখা গিয়েছিল ৷ সেকারণে বহু জায়গায় তল্লাশি চালান সিবিআই গোয়েন্দারা ৷ সেখানে পার্থ চট্টোপাধ্য়ায়ের নামের অনেক ফাইল উদ্ধার করা হয়েছে ৷ গোয়েন্দাদের অনুমান, চিটফান্ড সংস্থার কাছ থেকে বেশ কয়েকবার লাভবান হয়েছেন তিনি ৷

এবিষয়ে পার্থ চট্টোপাধ্য়ায়ের প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে তিনি বলেন, "আমার মনে নেই যে আমার সঙ্গে আইকোরের এমন সম্পর্ক ছিল যার জন্য় সিবিআই ডাকবে৷ এখনও নোটিস হাতে পাইনি ৷ পেলে অবশ্য়ই যাব ৷"

Last Updated : Mar 12, 2021, 8:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.