কলকাতা, 27 সেপ্টেম্বর : নারদ কাণ্ডে এস এম এইচ মির্জ়াকে গ্রেপ্তারের পরদিনই মুকুল রায়কে তলব করল CBI ৷ আজ সকাল 11টায় নিজ়াম প্যালেসে CBI-র দপ্তরে মুকুলকে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর ৷ যদিও মুকুলের দাবি, তাঁর কাছে CBI-এর কোনও ফোন বা চিঠি আসেনি ৷ তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকলে তিনি যাবেন বলে জানিয়েছেন মুকুল ৷
2014 সালে লোকসভা নির্বাচনের আগে নারদ কাণ্ড সামনে আসে । নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল তৃণমূল নেতা-নেত্রীদের উপর স্টিং অপারেশন চালান । সেখানে একটি কাজ করিয়ে দেওয়ার জন্য টাকা তুলে দেন একাধিক শীর্ষ নেতার হাতে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত) ৷ যোগসূত্র ছিলেন প্রাক্তন পুলিশকর্তা এস এম এইচ মির্জ়া ৷ বহুদিন জিজ্ঞাসাবাদ, স্যাম্পেল টেস্ট চলার পর গতকাল মির্জ়াকে গ্রেপ্তার করে CBI ৷ আদালতে তোলা হলে সোমবার (30 সেপ্টেম্বর) পর্যন্ত CBI-এর হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷ এরপর মুকুলকে ডেকে পাঠায় CBI ৷ আজ তাঁর মুখোমুখি বসিয়ে মির্জ়াকে জেরা করা হবে বলে সূত্রের খবর ৷
এই সংক্রান্ত আরও খবর : নারদকাণ্ডে গ্রেপ্তার মির্জ়া
যদিও এবিষয়ে CBI-এর কোনও চিঠি বা ফোন পাননি বলে দাবি মুকুলের ৷ তিনি বলেন, "(আজ) BJP-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা কলকাতায় আসছেন ৷ মঙ্গলবার (1 অক্টোবর) আসছেন অমিত শাহ ৷ সেজন্য দলীয় কাজে ব্যস্ত থাকব ৷ দলীয় কর্মসূচি শেষ হওয়ার পর চিঠি পেলে অবশ্যই CBI-র সঙ্গে দেখা করব ৷" তবে মির্জ়ার গ্রেপ্তারির পরই মুকুল দাবি করেন, "সেই সময় আমি নির্বাচনে দাঁড়ায়নি । অনেক ছবি টিভিতে দেখানো হয়েছে । কিন্তু আমি এটুকু বলতে পারি কোথাও হাত পেতে আমায় টাকা নিতে দেখা যায়নি ।"
এই সংক্রান্ত আরও খবর : "আমায় কোথাও টাকা নিতে দেখা যায়নি," নারদ প্রসঙ্গে মুকুল