ETV Bharat / state

মুকুলকে তলব CBI-এর, বসানো হবে মির্জ়ার সামনে ?

মুকুল রায়কে তলব করল CBI ৷ যদিও মুকুলের দাবি, এখনও CBI-এর কোনও চিঠি বা ফোন পাননি তিনি ৷

মুকুল
author img

By

Published : Sep 27, 2019, 2:17 AM IST

Updated : Sep 27, 2019, 7:07 AM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর : নারদ কাণ্ডে এস এম এইচ মির্জ়াকে গ্রেপ্তারের পরদিনই মুকুল রায়কে তলব করল CBI ৷ আজ সকাল 11টায় নিজ়াম প্যালেসে CBI-র দপ্তরে মুকুলকে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর ৷ যদিও মুকুলের দাবি, তাঁর কাছে CBI-এর কোনও ফোন বা চিঠি আসেনি ৷ তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকলে তিনি যাবেন বলে জানিয়েছেন মুকুল ৷

2014 সালে লোকসভা নির্বাচনের আগে নারদ কাণ্ড সামনে আসে । নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল তৃণমূল নেতা-নেত্রীদের উপর স্টিং অপারেশন চালান । সেখানে একটি কাজ করিয়ে দেওয়ার জন্য টাকা তুলে দেন একাধিক শীর্ষ নেতার হাতে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত) ৷ যোগসূত্র ছিলেন প্রাক্তন পুলিশকর্তা এস এম এইচ মির্জ়া ৷ বহুদিন জিজ্ঞাসাবাদ, স্যাম্পেল টেস্ট চলার পর গতকাল মির্জ়াকে গ্রেপ্তার করে CBI ৷ আদালতে তোলা হলে সোমবার (30 সেপ্টেম্বর) পর্যন্ত CBI-এর হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷ এরপর মুকুলকে ডেকে পাঠায় CBI ৷ আজ তাঁর মুখোমুখি বসিয়ে মির্জ়াকে জেরা করা হবে বলে সূত্রের খবর ৷

এই সংক্রান্ত আরও খবর : নারদকাণ্ডে গ্রেপ্তার মির্জ়া

যদিও এবিষয়ে CBI-এর কোনও চিঠি বা ফোন পাননি বলে দাবি মুকুলের ৷ তিনি বলেন, "(আজ) BJP-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা কলকাতায় আসছেন ৷ মঙ্গলবার (1 অক্টোবর) আসছেন অমিত শাহ ৷ সেজন্য দলীয় কাজে ব্যস্ত থাকব ৷ দলীয় কর্মসূচি শেষ হওয়ার পর চিঠি পেলে অবশ্যই CBI-র সঙ্গে দেখা করব ৷" তবে মির্জ়ার গ্রেপ্তারির পরই মুকুল দাবি করেন, "সেই সময় আমি নির্বাচনে দাঁড়ায়নি । অনেক ছবি টিভিতে দেখানো হয়েছে । কিন্তু আমি এটুকু বলতে পারি কোথাও হাত পেতে আমায় টাকা নিতে দেখা যায়নি ।"

এই সংক্রান্ত আরও খবর : "আমায় কোথাও টাকা নিতে দেখা যায়নি," নারদ প্রসঙ্গে মুকুল

কলকাতা, 27 সেপ্টেম্বর : নারদ কাণ্ডে এস এম এইচ মির্জ়াকে গ্রেপ্তারের পরদিনই মুকুল রায়কে তলব করল CBI ৷ আজ সকাল 11টায় নিজ়াম প্যালেসে CBI-র দপ্তরে মুকুলকে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর ৷ যদিও মুকুলের দাবি, তাঁর কাছে CBI-এর কোনও ফোন বা চিঠি আসেনি ৷ তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকলে তিনি যাবেন বলে জানিয়েছেন মুকুল ৷

2014 সালে লোকসভা নির্বাচনের আগে নারদ কাণ্ড সামনে আসে । নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল তৃণমূল নেতা-নেত্রীদের উপর স্টিং অপারেশন চালান । সেখানে একটি কাজ করিয়ে দেওয়ার জন্য টাকা তুলে দেন একাধিক শীর্ষ নেতার হাতে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত) ৷ যোগসূত্র ছিলেন প্রাক্তন পুলিশকর্তা এস এম এইচ মির্জ়া ৷ বহুদিন জিজ্ঞাসাবাদ, স্যাম্পেল টেস্ট চলার পর গতকাল মির্জ়াকে গ্রেপ্তার করে CBI ৷ আদালতে তোলা হলে সোমবার (30 সেপ্টেম্বর) পর্যন্ত CBI-এর হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷ এরপর মুকুলকে ডেকে পাঠায় CBI ৷ আজ তাঁর মুখোমুখি বসিয়ে মির্জ়াকে জেরা করা হবে বলে সূত্রের খবর ৷

এই সংক্রান্ত আরও খবর : নারদকাণ্ডে গ্রেপ্তার মির্জ়া

যদিও এবিষয়ে CBI-এর কোনও চিঠি বা ফোন পাননি বলে দাবি মুকুলের ৷ তিনি বলেন, "(আজ) BJP-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা কলকাতায় আসছেন ৷ মঙ্গলবার (1 অক্টোবর) আসছেন অমিত শাহ ৷ সেজন্য দলীয় কাজে ব্যস্ত থাকব ৷ দলীয় কর্মসূচি শেষ হওয়ার পর চিঠি পেলে অবশ্যই CBI-র সঙ্গে দেখা করব ৷" তবে মির্জ়ার গ্রেপ্তারির পরই মুকুল দাবি করেন, "সেই সময় আমি নির্বাচনে দাঁড়ায়নি । অনেক ছবি টিভিতে দেখানো হয়েছে । কিন্তু আমি এটুকু বলতে পারি কোথাও হাত পেতে আমায় টাকা নিতে দেখা যায়নি ।"

এই সংক্রান্ত আরও খবর : "আমায় কোথাও টাকা নিতে দেখা যায়নি," নারদ প্রসঙ্গে মুকুল

Intro:

26-09-2019


সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: নারদা কান্ডে SMH মির্জাকে গ্রেপ্তারের পর আগামী কাল নিজাম প্যালেসে মুকুল রায় কে তলব করল CBI সুত্র মারফৎ এই খবর জানা গিয়েছে

কাল বেলা ১১ টায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। SMH মির্জার মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভবনা।



আজই নারদা কান্ডে ৩ বছর পর প্রক্তন IPS অফিসার SMHমির্জা কে গ্রেপ্তার করেন CBI। তাকে আজ নিজাম প্যালেসে নিয়ে এসে দফায় দফায় জিঞ্জসাবাদ করে বলেও জানা গিয়েছে।

CBI সূত্রে জানা গিয়েছে, নারদার কান্ডে তদন্তের জন্য আগামী কাল মুকুল রায় কে তলব করা হয়েছে।

এই বিষয়ে মুকুল রায় এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, CBI এর কোনও চিঠি বা ফোন পাই নি। চিঠি পেলে অবশ্যেই আমি CBI এর মুখোমুখি হব। তবে আগামী কাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও ১ অক্টোবর অমিত শাহ আসছেন। দলীয় কাজে ব্যস্থ থাকব। তাই দলীয় কর্মসূচি শেষ হলে ডাক পেলেই অবশ্যই CBI এর সাথে দেখা করব।
Body:কপিConclusion:
Last Updated : Sep 27, 2019, 7:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.