ETV Bharat / state

CBI Summons Bengal Minister: পৌরসভায় নিয়োগ-দুর্নীতি, দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব করল সিবিআই - Sujit Bose Latest News

মার্চ মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন প্রোমোটার অয়ন শীল ৷ সেখান থেকে সন্ধান মেলে পৌরসভা নিয়োগ দুর্নীতিরও ৷ এবার সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মন্ত্রী সুজিত বসুকে ডেকে পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

ETV Bharat
নিজাম প্যালেসে সুজিত বসুকে তলব করল সিবিআই
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 11:29 AM IST

Updated : Aug 24, 2023, 12:06 PM IST

কলকাতা, 24 অগস্ট: দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব করল সিবিআই ৷ পৌরনিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ আগামী বৃহস্পতিবার, 31 অগস্ট সকাল 11টায় মন্ত্রী সুজিত বসুকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, 2016 সালে পৌরনিয়োগে দুর্নীতি হয়েছিল ৷ সেই সময় দক্ষিণ দমদম পৌরসভার উপ-প্রধান ছিলেন তৃণমূল নেতা সুজিত বসু ৷ তাই এই বিষয়ে তাঁকে প্রশ্ন করতে পারে সিবিআই ৷

ইতিমধ্যে পুরনিয়োগ দুর্নীতিতে একাধিক পৌরসভায় তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই ৷ এই অভিযানে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয় ৷ সূত্রের খবর, বিভিন্ন নথি ঘেঁটে কয়েকটি তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ৷ সেই সূত্র ধরেই সুজিতকে জিজ্ঞাসাবাদ তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে ৷ এই বিষয়ে দমকল মন্ত্রী সুজিত বসুর কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গত 19 মার্চ গ্রেফতার হন অয়ন শীল ৷ তিনি পেশায় প্রোমোটার ছিলেন বলে জানা গিয়েছে ৷ তাঁর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন যুব তৃণমূল নেতা শান্তনু ঘোষ ৷ এরপরে তাঁকে বহিষ্কার করে তৃণমূল ৷ তাঁরই সূত্র ধরে অয়ন শীলের কাছে পৌঁছয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি ৷ 18 মার্চ সল্টলেকে তাঁর ভাড়া বাড়ি এবং অফিসে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালায় ইডি ৷ এরপর সেখান থেকে বহু নথিপত্র উদ্ধার হয় এবং ইডির হাতে গ্রেফতার হন অয়ন শীল ৷

আরও পড়ুন: নিয়োগ মামলায় সিবিআই তলব, নিজাম প্যালেসে শান্তিপুর ও কৃষ্ণনগর পৌরসভার আধিকারিকরা

উদ্ধার হওয়া নথিপত্র পরীক্ষা করে আধিকারিকরা জানতে পারেন, অয়ন শীল শুধুমাত্র শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গেই যুক্ত নন, পৌরসভাগুলিতেও একাধিক বেআইনি নিয়োগেও তাঁর হাত আছে ৷ ধৃত শান্তনু ঘোষের ব্যবসাও সামলাতেন অয়ন শীল ৷ এছাড়া সিনেমা প্রযোজনার ব্যবসাও ছিল তাঁর ৷ এইসব তথ্য হাতে আসার পরেই তদন্তে গতি আনে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ৷

কলকাতা, 24 অগস্ট: দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব করল সিবিআই ৷ পৌরনিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ আগামী বৃহস্পতিবার, 31 অগস্ট সকাল 11টায় মন্ত্রী সুজিত বসুকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, 2016 সালে পৌরনিয়োগে দুর্নীতি হয়েছিল ৷ সেই সময় দক্ষিণ দমদম পৌরসভার উপ-প্রধান ছিলেন তৃণমূল নেতা সুজিত বসু ৷ তাই এই বিষয়ে তাঁকে প্রশ্ন করতে পারে সিবিআই ৷

ইতিমধ্যে পুরনিয়োগ দুর্নীতিতে একাধিক পৌরসভায় তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই ৷ এই অভিযানে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয় ৷ সূত্রের খবর, বিভিন্ন নথি ঘেঁটে কয়েকটি তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ৷ সেই সূত্র ধরেই সুজিতকে জিজ্ঞাসাবাদ তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে ৷ এই বিষয়ে দমকল মন্ত্রী সুজিত বসুর কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গত 19 মার্চ গ্রেফতার হন অয়ন শীল ৷ তিনি পেশায় প্রোমোটার ছিলেন বলে জানা গিয়েছে ৷ তাঁর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন যুব তৃণমূল নেতা শান্তনু ঘোষ ৷ এরপরে তাঁকে বহিষ্কার করে তৃণমূল ৷ তাঁরই সূত্র ধরে অয়ন শীলের কাছে পৌঁছয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি ৷ 18 মার্চ সল্টলেকে তাঁর ভাড়া বাড়ি এবং অফিসে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালায় ইডি ৷ এরপর সেখান থেকে বহু নথিপত্র উদ্ধার হয় এবং ইডির হাতে গ্রেফতার হন অয়ন শীল ৷

আরও পড়ুন: নিয়োগ মামলায় সিবিআই তলব, নিজাম প্যালেসে শান্তিপুর ও কৃষ্ণনগর পৌরসভার আধিকারিকরা

উদ্ধার হওয়া নথিপত্র পরীক্ষা করে আধিকারিকরা জানতে পারেন, অয়ন শীল শুধুমাত্র শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গেই যুক্ত নন, পৌরসভাগুলিতেও একাধিক বেআইনি নিয়োগেও তাঁর হাত আছে ৷ ধৃত শান্তনু ঘোষের ব্যবসাও সামলাতেন অয়ন শীল ৷ এছাড়া সিনেমা প্রযোজনার ব্যবসাও ছিল তাঁর ৷ এইসব তথ্য হাতে আসার পরেই তদন্তে গতি আনে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ৷

Last Updated : Aug 24, 2023, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.