কলকাতা, 10 মার্চ: গরু পাচার কাণ্ডে (cow smuggling case news) জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal in Calcutta HC against CBI summon) সিবিআই যে সমন পাঠিয়েছিল, তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি । আগামিকাল সকালে মামলার শুনানি ।
গরু পাচার কাণ্ডে সমন পাঠিয়ে আগামী 15 মার্চ বেলা 11টায় কলকাতার নিজাম প্যালেসে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে (cow smuggling case news)। এর আগে গত 14 ফেব্রুয়ারি তাঁকে গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে ডেকে পাঠিয়েছিল সিবিআই । কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণে হাজিরার বিষয়টি এড়িয়ে যান । পরে ফের তাঁকে 25 ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ দিলেও তিনি জানান, কলকাতায় না ডেকে বীরভুমের কোথাও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করতে তিনি তৈরি আছেন ৷
আরও পড়ুন: Anubrata Mondal again skips summon: ফের হাজিরা এড়ালেন 'অসুস্থ' অনুব্রত, আবার নোটিশ সিবিআইয়ের
কিছুদিন আগে ভোট পরবর্তী হিংসায় বীরভূমের এক বিজেপি কর্মীকে হত্যা করার ঘটনায় সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal news)। কিন্তু তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, অনুব্রতকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে বীরভূমের সিবিআইয়ের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । কিন্তু তাঁকে গ্রেফতার করা যাবে না ।
এ ছাড়াও কয়লা পাচার কাণ্ডেও অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সমন পাঠায় সিবিআই । যদিও এখনও পর্যন্ত সিবিআইয়ের সামনাসামনি হতে হয়নি বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে ।