কলকাতা, 17 এপ্রিল: সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে মঙ্গলবার সকাল 11টায় নিজাম প্যালেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার জন্য ডেকে পাঠাল সিবিআই । জানা গিয়েছে, সোমবার অভিষেককে ই-মেল মারফৎ এই নোটিশ পাঠানো হয়েছে ৷ উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, কুন্তল ঘোষের চিঠির বিষয়ে সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারীরা । এরপরেই আদালতের দ্বারস্থ হন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
সোমবার হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় এখনই জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। কিন্তু সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে কার্যত অবজ্ঞা করেই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন দুপুর 1টা 45 মিনিট নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নোটিশ পাঠানো হয় ৷
উল্লেখ্য, গত 29 মার্চ শহিদ মিনারের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বিভিন্ন মামলায় অভিযুক্ত তৃণমূল নেতাদের জেরার সময় চাপ দেওয়া হয়, যাতে ওই নেতারা অভিষেকের নাম নেন এবং তাঁকে সেই মামলায় জড়িয়ে দেন ৷ সিবিআই, ইডি'র মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন অভিষেক ৷ এরপরেই নিম্ন আদালতের বিচারককে একটি চিঠি পাঠান নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ ৷ চিঠিতে তাঁর মূল অভিযোগ ছিল, কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছে ৷
সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, কুন্তলের ওই চিঠির বিষয়ে তদন্তে প্রয়োজনে অভিষেককে ডেকে পাঠাতে পারে ইডি বা সিবিআই ৷ এই নির্দেশের বিরুদ্ধে অভিষেকের তরফে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয় ৷ কলকাতা হাইকোর্টের সেই নির্দেশে সোমবারই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত ৷ মামলার পরবর্তী শুনানি 24 এপ্রিল ৷ তবে তার আগেই এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এদিন অভিষেককে বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল সিবিআই ৷
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এদিন যেভাবে সিবিআই তাঁকে নোটিশ পাঠিয়েছে, মনে করা হচ্ছে তাতে এই মামলায় বড় হাতিয়ার পেয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । যদিও মনে করা হচ্ছে সিবিআইয়ের এই পদক্ষেপ মূলত শীর্ষ আদালতে নির্দেশ তাদের কাছে না-পৌঁছনোর কারণেই হয়তো হয়েছে । ফলে, সম্ভবত আগামিকাল সিবিআইয়ের মুখোমুখি হতে হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এক্ষেত্রে তিনি হাজিরা না-দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে পদক্ষেপও হয়তো নেওয়া হবে না ৷ তবে সিবিআইয়ের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ তৃণমূলের একাংশের তরফ থেকে বলা হচ্ছে এক্ষেত্রে নির্দিষ্ট টার্গেট নিয়ে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এগোচ্ছে তা আরও একবার প্রকাশ্যে এল ৷
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ, সাময়িক স্বস্তি অভিষেকের