ETV Bharat / state

পার্থর নাম রেখেই এসএসসি নিয়োগ দুর্নীতিতে 4 চার্জশিট সিবিআইয়ের - এসএসসি নিয়োগ দুর্নীতি

SSC Recruitment Scam: সোমবার বিশেষ সিবিআই আদালতে সিবিআই স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত চারটি মামলায় চার্জশিট পেশ করেছে ৷ প্রতিটি চার্জশিটেই নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ৷ প্রাথমিকের দুর্নীতির চার্জশিট এখনও পেশ করেনি সিবিআই ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 6:18 PM IST

কলকাতা, 8 জানুয়ারি: স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত চারটি মামলায় সোমবার চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই ৷ আলিপুর আদালতের বিশেষ সিবিআই আদালতে এই চার্জশিট পেশ করা হয়েছে ৷ জানা গিয়েছে, এই চার্জশিটের প্রতিটিতেই নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের ৷ তৃণমূল কংগ্রেসের আরেক বিধায়ক জীবনকৃষ্ণ সাহা-সহ নিয়োগ দুর্নীতিতে জড়িত একাধিক এজেন্ট ও সরকারি আধিকারিকের নাম রয়েছেও বলে খবর ৷

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত ৷ সেই সময়সীমা শেষ হওয়ার অনেক আগেই সোমবার চার্জশিট জমা দিল সিবিআই ৷ সিবিআই সূত্রে খবর, প্রাথমিক ছাড়া এসএসসির সব মামলা - নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ-সি ও গ্রুপ-ডিতে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করা হয়েছে ৷ তাতেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ সাত জনের নাম রয়েছে ৷

সিবিআই সূত্রে খবর, একাধিক এজেন্টের নামও রয়েছে চার্জশিটে । তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নামও রয়েছে চার্জশিটে । একটি মামলার চার্জশিটে শিক্ষা দফতরের আধিকারিকের নাম রয়েছে । আগে সাক্ষী ছিলেন, এমন তিনজনকে নতুন চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখিয়েছে সিবিআই । জানা গিয়েছে, তারা এই দুর্নীতির প্রেক্ষিতে অতিরিক্ত চার্জশিট জমা করেছে বিশেষ আদালতে । রাজ্যের নিয়োগ দুর্নীতি ওই চারটি মামলার তদন্ত ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে ।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কবে জমা পড়বে ? তবে প্রাথমিকের মামলায় সিবিআই চার্জশিট এখনই দিচ্ছে না বলে নিজাম প্যালেস সূত্রের খবর । পার্থকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করেছিল ইডি ৷ তার পর তাঁকে হেফাজতে নেয় সিবিআই ৷ তার পর তদন্তে তাঁর নাম এসএসসি দুর্নীতি জড়ায় বলে সিবিআই সূত্রে খবর ৷ এখন সেই দুর্নীতির সব চার্জশিটে নাম রয়েছে তৃণমূলের এই প্রাক্তন মহাসচিবের ৷ এখন দেখার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আর কার কার নাম উঠে আসে ৷

আরও পড়ুন:

  1. এবার কর্ম ও শরীরশিক্ষার চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে কুণাল, নিয়োগ নিয়ে কাটবে কি জট?
  2. শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকারকে তলব ইডির
  3. পা ফুলে থাকায় ভাঙতে পারলেন না সিঁড়ি, লকআপে বসে ভার্চুয়ালি শুনানিতে ফিজিওথেরাপির আর্জি পার্থর

কলকাতা, 8 জানুয়ারি: স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত চারটি মামলায় সোমবার চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই ৷ আলিপুর আদালতের বিশেষ সিবিআই আদালতে এই চার্জশিট পেশ করা হয়েছে ৷ জানা গিয়েছে, এই চার্জশিটের প্রতিটিতেই নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের ৷ তৃণমূল কংগ্রেসের আরেক বিধায়ক জীবনকৃষ্ণ সাহা-সহ নিয়োগ দুর্নীতিতে জড়িত একাধিক এজেন্ট ও সরকারি আধিকারিকের নাম রয়েছেও বলে খবর ৷

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত ৷ সেই সময়সীমা শেষ হওয়ার অনেক আগেই সোমবার চার্জশিট জমা দিল সিবিআই ৷ সিবিআই সূত্রে খবর, প্রাথমিক ছাড়া এসএসসির সব মামলা - নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ-সি ও গ্রুপ-ডিতে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করা হয়েছে ৷ তাতেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ সাত জনের নাম রয়েছে ৷

সিবিআই সূত্রে খবর, একাধিক এজেন্টের নামও রয়েছে চার্জশিটে । তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নামও রয়েছে চার্জশিটে । একটি মামলার চার্জশিটে শিক্ষা দফতরের আধিকারিকের নাম রয়েছে । আগে সাক্ষী ছিলেন, এমন তিনজনকে নতুন চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখিয়েছে সিবিআই । জানা গিয়েছে, তারা এই দুর্নীতির প্রেক্ষিতে অতিরিক্ত চার্জশিট জমা করেছে বিশেষ আদালতে । রাজ্যের নিয়োগ দুর্নীতি ওই চারটি মামলার তদন্ত ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে ।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কবে জমা পড়বে ? তবে প্রাথমিকের মামলায় সিবিআই চার্জশিট এখনই দিচ্ছে না বলে নিজাম প্যালেস সূত্রের খবর । পার্থকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করেছিল ইডি ৷ তার পর তাঁকে হেফাজতে নেয় সিবিআই ৷ তার পর তদন্তে তাঁর নাম এসএসসি দুর্নীতি জড়ায় বলে সিবিআই সূত্রে খবর ৷ এখন সেই দুর্নীতির সব চার্জশিটে নাম রয়েছে তৃণমূলের এই প্রাক্তন মহাসচিবের ৷ এখন দেখার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আর কার কার নাম উঠে আসে ৷

আরও পড়ুন:

  1. এবার কর্ম ও শরীরশিক্ষার চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে কুণাল, নিয়োগ নিয়ে কাটবে কি জট?
  2. শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকারকে তলব ইডির
  3. পা ফুলে থাকায় ভাঙতে পারলেন না সিঁড়ি, লকআপে বসে ভার্চুয়ালি শুনানিতে ফিজিওথেরাপির আর্জি পার্থর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.