ETV Bharat / state

Rosevalley Scam: ভুল বুঝিয়ে 464 কোটি আত্মসাৎ, রোজভ্যালির বিরুদ্ধে ত্রিপুরায় চার্জশিট সিবিআইয়ের

সিবিআইয়ের চার্জশিটে একাধিক অভিযোগ আনা হয়েছে গৌতমের বিরুদ্ধে । বলা হয়ছে, লোককে ভুল বুঝিয়ে সাধারণ মানুষের কাছ থেকে 464 কোটি টাকা তোলে রোজভ্যালি । তাতে বাংলার তো বটেই, ত্রিপুরার অনেক প্রভাবশালী ব্যক্তিও জড়িত রয়েছে বলে অভিযোগ ।

CBI submits chargesheet in against Rose Valley and Gautam Kundu in alleged RS 464 cr scam
রোজভ্যালির বিরুদ্ধে ত্রিপুরায় চার্জশিট জমা দিল সিবিআই
author img

By

Published : Nov 1, 2021, 7:22 PM IST

আগরতলা, 1 নভেম্বর: রোজভ্যালি-কাণ্ডে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) । তাতে রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডু-সহ 5 জনের নাম রয়েছে । বছর দুয়েক আগে রোজভ্যালি সংক্রান্ত একটি এফআইআর দায়ের করে ত্রিপুরা পুলিশ । তাতেই এ বার চার্জশিট জমা দিল সিবিআই ।

গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে রোজভ্যালি-কাণ্ডে একটি এফআইআর দায়ের হয় । তাতে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ দায়ের হয় রোজভ্যালি-কর্তার বিরুদ্ধে । তার তদন্তে নেমে সোমবার আগরতলা আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই ।

আরও পড়ুন: Mamata Banerjee: কংগ্রেস-বিজেপির মধ্যে আঁতাত, কালীপুজোর উদ্বোধনে গিয়ে তীব্র আক্রমণ মমতার

সিবিআইয়ের চার্জশিটে একাধিক অভিযোগ আনা হয়েছে গৌতমের বিরুদ্ধে । বলা হয়ছে, লোককে ভুল বুঝিয়ে সাধারণ মানুষের কাছ থেকে 464 কোটি টাকা তোলে রোজভ্যালি । তাতে বাংলার তো বটেই, ত্রিপুরার অনেক প্রভাবশালী ব্যক্তিও জড়িত রয়েছে বলে অভিযোগ সিবিআইয়ের । তাঁদের মধ্যে বেশ কয়েকজন গোয়েন্দাদের নজরদারিতে রয়েছেন ।

রোজভ্যালি-কাণ্ডে ইতিমধ্যেই এরাজ্যে তদন্ত অনেক দূর গড়িয়েছে । 2014 সালে সংস্থার বিরুদ্ধে প্রথমবার এফআইআর দায়ের করে সিবিআই । 2015 সালে গ্রেফতার হন গৌতম । এবছর গ্রেফতার হন তার স্ত্রী শুভ্রাও । রোজভ্যালি যে বিপুল পরিমাণ টাকা বাজার থেকে তুলেছিল, তা বিদেশে পাচার করতে শুভ্রার উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে দাবি গোয়েন্দাদের ।

আরও পড়ুন: Abhishek Banerjee: মমতার পর অভিষেক, কালীপুজোর পরই গোয়া সফরে তৃণমূলের সাধারণ সম্পাদক

তদন্তে এখনও পর্যন্ত যা তথ্য উঠে এসেছে, তাতে রোজভ্যালির বিরুদ্ধে প্রায় 40 হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ এসেছে । তবে খাতায়-কলমে তুলে ধরা হিসেব বাদ দিলে, সবমিলিয়ে রোজভ্যালি দুর্নীতির অঙ্ক 60 হাজার কোটি টাকার বেশি বলে দাবি ক্ষুদ্র বিনিয়োগকারী সংগঠনের ।

আগরতলা, 1 নভেম্বর: রোজভ্যালি-কাণ্ডে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) । তাতে রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডু-সহ 5 জনের নাম রয়েছে । বছর দুয়েক আগে রোজভ্যালি সংক্রান্ত একটি এফআইআর দায়ের করে ত্রিপুরা পুলিশ । তাতেই এ বার চার্জশিট জমা দিল সিবিআই ।

গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে রোজভ্যালি-কাণ্ডে একটি এফআইআর দায়ের হয় । তাতে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ দায়ের হয় রোজভ্যালি-কর্তার বিরুদ্ধে । তার তদন্তে নেমে সোমবার আগরতলা আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই ।

আরও পড়ুন: Mamata Banerjee: কংগ্রেস-বিজেপির মধ্যে আঁতাত, কালীপুজোর উদ্বোধনে গিয়ে তীব্র আক্রমণ মমতার

সিবিআইয়ের চার্জশিটে একাধিক অভিযোগ আনা হয়েছে গৌতমের বিরুদ্ধে । বলা হয়ছে, লোককে ভুল বুঝিয়ে সাধারণ মানুষের কাছ থেকে 464 কোটি টাকা তোলে রোজভ্যালি । তাতে বাংলার তো বটেই, ত্রিপুরার অনেক প্রভাবশালী ব্যক্তিও জড়িত রয়েছে বলে অভিযোগ সিবিআইয়ের । তাঁদের মধ্যে বেশ কয়েকজন গোয়েন্দাদের নজরদারিতে রয়েছেন ।

রোজভ্যালি-কাণ্ডে ইতিমধ্যেই এরাজ্যে তদন্ত অনেক দূর গড়িয়েছে । 2014 সালে সংস্থার বিরুদ্ধে প্রথমবার এফআইআর দায়ের করে সিবিআই । 2015 সালে গ্রেফতার হন গৌতম । এবছর গ্রেফতার হন তার স্ত্রী শুভ্রাও । রোজভ্যালি যে বিপুল পরিমাণ টাকা বাজার থেকে তুলেছিল, তা বিদেশে পাচার করতে শুভ্রার উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে দাবি গোয়েন্দাদের ।

আরও পড়ুন: Abhishek Banerjee: মমতার পর অভিষেক, কালীপুজোর পরই গোয়া সফরে তৃণমূলের সাধারণ সম্পাদক

তদন্তে এখনও পর্যন্ত যা তথ্য উঠে এসেছে, তাতে রোজভ্যালির বিরুদ্ধে প্রায় 40 হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ এসেছে । তবে খাতায়-কলমে তুলে ধরা হিসেব বাদ দিলে, সবমিলিয়ে রোজভ্যালি দুর্নীতির অঙ্ক 60 হাজার কোটি টাকার বেশি বলে দাবি ক্ষুদ্র বিনিয়োগকারী সংগঠনের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.