কলকাতা, 12 অক্টোবর: এএনএম এগ্রোক্রিম ফুড লিমিটেড সংস্থার কর্মীদের নোটিশ পাঠাল সিবিআইয়ের গোয়েন্দারা। গতকাল কলকাতা থেকে গরুপাচার-কাণ্ডের (Cattle Smuggling Case) তদন্তকারী আধিকারিকের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল বোলপুরে শান্তিনিকেতনে পৌঁছন ৷ সেখান থেকেই তদন্ত শুরু করেন তাঁরা। ওই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal) ও অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েন। তাদের সাক্ষী হিসেবেই নোটিশ পাঠানো হয়েছে।
এই কোম্পানির যাবতীয় নথিপত্র এবং সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আগামী সপ্তাহের সোমবারের মধ্যে সিবিআইয়ের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। সিবিআইয়ের অভিযোগ, বাজারদর থেকে অনেক কম দামে রীতিমতো হুমকি দিয়ে বিভিন্ন সম্পত্তি নিজেদের দখলে করেছিলেন অনুব্রত মণ্ডল। এছাড়াও গরুপাচার-কাণ্ডে যে মুনাফা হত তার একটি বড় অংশ পৌঁছে যেত বিভিন্ন প্রভাবশালীদের কাছে। সিবিআইয়ের প্রশ্ন এই প্রভাবশালীরা কারা এবং কীভাবে তাঁরা আর্থিকভাবে লাভবান হয়েছিলেন?
একটি সূত্রের দাবি, অনুব্রতর কন্যা গরুপাচারের লভ্যাংশ থেকে মুনাফার অংশীদার হয়ে থাকতে পারেন ফলে সে ক্ষেত্রে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। সিবিআইয়ের আধিকারিকরা জানাচ্ছেন, আগামী সোমবারের মধ্যে সংশ্লিষ্ট কোম্পানির যাবতীয় তথ্য এবং নথিপত্র সিবিআইয়ের কাছে জমা দিতে হবে । সেই তথ্য এবং নথিপত্র ঘেঁটে প্রয়োজন পড়লে বিদ্যুৎ বরণ গায়েন এবং সুকন্যা মণ্ডলের সঙ্গে কথা বলবেন তদন্তকারাী আধিকারিকরা ।
আরও পড়ুন: পুজোর পর ফের গরুপাচার মামলায় তৎপর সিবিআই, অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীকে জেরা