ETV Bharat / state

চক্র গ্রুপের বিভিন্ন অফিসে তল্লাশি CBI-এর, নজরে তৃণমূল নেতা

CBI-র সূত্রে খবর, গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বেশ কয়েকটি দল ত্রিপুরার আগরতলা, বিহারের পটনা এবং এরাজ্যের উত্তর 24 পরগনায় নজরদারি চালায় । নজরে ছিল চক্র গ্রুপ । ওই চিটফান্ড সংস্থার বেশ কয়েকটি অফিস এবং ডিরেক্টরদের বাড়িতে তল্লাশি চালানো হয় । তল্লাশিতে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা । সেই সূত্রেই উঠে এসেছে এক প্রভাবশালী তৃণমূল নেতার নাম ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 23, 2019, 2:34 PM IST

কলকাতা, 23 জুলাই : রোজ়ভ্যালি কিংবা সারদা তো ছিলই । এবার চিটফান্ড দুর্নীতিতে বৃহত্তর ষড়যন্ত্রের খোঁজে সম্প্রতি নিউ ইন্ডিয়া এগ্রো ইন্ডাস্ট্রিজ় লিমিটেডের দপ্তরে তল্লাশি চালিয়েছে CBI । আর গতকাল তল্লাশি চালানো হল চক্র গ্রুপের বিভিন্ন অফিসে । সূত্র জানাচ্ছে, এবার উঠে এসেছে অন্য এক প্রভাবশালী তৃণমূল নেতার নাম । যার নাম এর আগে নাকি চিটফান্ড তদন্তে সেভাবে উঠে আসেনি !

CBI-র সূত্রে খবর, গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বেশ কয়েকটি দল ত্রিপুরার আগরতলা, বিহারের পটনা এবং এরাজ্যের উত্তর 24 পরগনায় নজরদারি চালায় । নজরে ছিল চক্র গ্রুপ । ওই চিটফান্ড সংস্থার বেশ কয়েকটি অফিস এবং ডিরেক্টরদের বাড়িতে তল্লাশি চালানো হয় । তল্লাশিতে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা । সেই সূত্রেই উঠে এসেছে ওই প্রভাবশালী তৃণমূল নেতার নাম । তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরো নথি ভালোভাবে খতিয়ে দেখার পর, প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে ওই তৃণমূল নেতাকে । তার আগে তদন্ত করে তা বুঝে নিতে চাইছেন, ওই নেতা কী ভাবে চক্র গ্রুপকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন ।

CBI সূত্রে জানা গেছে, চক্র গ্রুপের কর্ণধার পার্থ চক্রবর্তী নামে এক ব্যক্তি । তাঁর বিরুদ্ধে এরাজ্য, বিহার এবং ত্রিপুরায় বেশকিছু মামলা হয়েছে । তবে সবকটি মামলাই পার্থর বিরুদ্ধে নয় । বেশ কয়েকটি অভিযোগ সংস্থার বিরুদ্ধেও রয়েছে । তদন্তকারীরা মনে করছেন, সারদা, রোজ়ভ্যালির মতো চক্র গ্রুপও প্রভাবশালী নেতাদের সামনে রেখে ব্যবসা বাড়িয়েছিল । এরাজ্যে তারা ব্যবহার করেছিল তৃণমূল নেতাদের । ঠিক সেভাবেই বিহার এবং ত্রিপুরায় কোন দলের কোন কোন নেতাদের তারা ব্যবহার করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।

কলকাতা, 23 জুলাই : রোজ়ভ্যালি কিংবা সারদা তো ছিলই । এবার চিটফান্ড দুর্নীতিতে বৃহত্তর ষড়যন্ত্রের খোঁজে সম্প্রতি নিউ ইন্ডিয়া এগ্রো ইন্ডাস্ট্রিজ় লিমিটেডের দপ্তরে তল্লাশি চালিয়েছে CBI । আর গতকাল তল্লাশি চালানো হল চক্র গ্রুপের বিভিন্ন অফিসে । সূত্র জানাচ্ছে, এবার উঠে এসেছে অন্য এক প্রভাবশালী তৃণমূল নেতার নাম । যার নাম এর আগে নাকি চিটফান্ড তদন্তে সেভাবে উঠে আসেনি !

CBI-র সূত্রে খবর, গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বেশ কয়েকটি দল ত্রিপুরার আগরতলা, বিহারের পটনা এবং এরাজ্যের উত্তর 24 পরগনায় নজরদারি চালায় । নজরে ছিল চক্র গ্রুপ । ওই চিটফান্ড সংস্থার বেশ কয়েকটি অফিস এবং ডিরেক্টরদের বাড়িতে তল্লাশি চালানো হয় । তল্লাশিতে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা । সেই সূত্রেই উঠে এসেছে ওই প্রভাবশালী তৃণমূল নেতার নাম । তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরো নথি ভালোভাবে খতিয়ে দেখার পর, প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে ওই তৃণমূল নেতাকে । তার আগে তদন্ত করে তা বুঝে নিতে চাইছেন, ওই নেতা কী ভাবে চক্র গ্রুপকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন ।

CBI সূত্রে জানা গেছে, চক্র গ্রুপের কর্ণধার পার্থ চক্রবর্তী নামে এক ব্যক্তি । তাঁর বিরুদ্ধে এরাজ্য, বিহার এবং ত্রিপুরায় বেশকিছু মামলা হয়েছে । তবে সবকটি মামলাই পার্থর বিরুদ্ধে নয় । বেশ কয়েকটি অভিযোগ সংস্থার বিরুদ্ধেও রয়েছে । তদন্তকারীরা মনে করছেন, সারদা, রোজ়ভ্যালির মতো চক্র গ্রুপও প্রভাবশালী নেতাদের সামনে রেখে ব্যবসা বাড়িয়েছিল । এরাজ্যে তারা ব্যবহার করেছিল তৃণমূল নেতাদের । ঠিক সেভাবেই বিহার এবং ত্রিপুরায় কোন দলের কোন কোন নেতাদের তারা ব্যবহার করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।

Intro:
কলকাতা, ২২ জুলাই: রোজভ্যালি কিংবা সারদা তো ছিলই। চিট ফান্ড কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের খোঁজে সম্প্রতি নিউ ইন্ডিয়া এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দপ্তরে তল্লাশি চালিয়েছে সিবিআই। আর গতকাল তল্লাশি চালানো হলো চক্র গ্রুপের বিভিন্ন অফিসে। সূত্র জানাচ্ছে, এবার উঠে এসেছে অন্য এক প্রভাবশালী তৃণমূল নেতার নাম। যার নাম এর আগে নাকি চিটফান্ড তদন্তে সেভাবে উঠে আসেনি!Body:
সিবিআই সূত্রে খবর, আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বেশ কয়েকটি দল ত্রিপুরার আগরতলা, বিহারের পাটনা এবং এ রাজ্যের উত্তর 24 পরগনা থানাদারি চালায়। আজ নজরে ছিল চক্র গ্রুপ। ওই চিট ফান্ড সংস্থার বেশ কয়েকটি অফিস এবং ডিরেক্টরদের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। সেই সূত্রেই উঠে এসেছে ওই প্রভাবশালী তৃণমূল নেতার নাম। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরো নথি ভালোভাবে খতিয়ে দেখার পর, প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে ওই তৃণমূল নেতাকে। তার আগে তদন্ত করে তা বুঝে নিতে চাইছেন, ওই নেতা কিভাবে চক্র গ্রুপকে সুবিধা পাইয়ে দিয়েছিল।
Conclusion:সিবিআই সূত্রে জানা গেছে, চক্র গ্রুপের কর্ণধার ছিলেন পার্থ চক্রবর্তী নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে এ রাজ্য, বিহার এবং ত্রিপুরায় বেশকিছু মামলা হয়েছে। তবে সবকটি মামলাযই পার্থর বিরুদ্ধে নয়। বেশ কয়েকটি অভিযোগ সংস্থার বিরুদ্ধেও রয়েছে। তদন্তকারীরা মনে করছেন, সারদার রোজভ্যালির মত চক্র গ্রুপও প্রভাবশালী নেতাদের সামনে রেখে ব্যবসা বাড়িয়েছিল। এরাজ্যে তারা ব্যবহার করেছিল তৃণমূল নেতাদের। সেভাবেই বিহার এবং ত্রিপুরায় কোন দলের নেতাদের তারা ব্যবহার করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.