কলকাতা, 1 ফেব্রুয়ারি: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের দুটি পাসপোর্ট রয়েছে (High Court on Manik Bhattacharya)৷ বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দাঁড়িয়ে একথাই জানাল সিবিআই । এই বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বক্তব্য, শেষ দু'সপ্তাহে তদন্তে নতুন নতুন তথ্য উঠে এসেছে(Manik Bhattacharya Case Update)। মানিক ভট্টাচার্যের দুটি পাসপোর্ট রয়েছে । যদিও এই বিষয়ে আমরা তদন্ত করছি এখনও । দু'টি পাশপোর্টই ভ্যালিড ৷ আর এটাতেই আমরা ভীষণভাবে আশ্চর্য ৷
সিবিআইয়ের বক্তব্য শোনার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "এই কারণেই সোমনাথ বিশ্বাসকে আমি সরাতে চাই। নির্দেশ দেওয়া সত্ত্বেও গাফিলতির জন্য এটা এখনও সামনে আসেনি । আচ্ছা, মানিক ভট্টাচার্যের লন্ডনে বাড়ি রয়েছে ৷ আপনারা এই বিষয়ে কিছু জানেন ?" সিবিআইকে প্রশ্ন করেন বিচারপতি ৷ এই প্রশ্নের উত্তরে সিবিআই জানিয়েছে, খোঁজখবর নেওয়া চলছে ৷
বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই অফিসার সোমনাথ বিশ্বাসকে সরিয়ে তার জায়গায় অন্য কোনও সিবিআই আধিকারিককে দায়িত্ব দেওয়ার জন্য সিবিআইয়ের কাছে তিনটি নাম জানতে চেয়েছিলেন । এদিন সিবিআইয়ের তরফে জানানো হয় সেই তিনজন হলেন প্রবজ্যোত সিং, সুনীল সিং চৌহান ও বিশ্বনাথ চক্রবর্তী ৷ তবে এই তিনজনের মধ্যে থেকে সোমনাথ বিশ্বাসের জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে তা জানাবেন বিচারপতি ।
রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন যে এই দুর্নীতির ফলে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রভূত ক্ষতি হচ্ছে ৷ এদিন তিনি স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী ভাস্কর প্রসাদ বৈশ্যকে বলেন, "চারদিকে এতো দূর্বৃত্ত থাকলে দিদির একার পক্ষে সামলানো সম্ভব ? একা পারে ? আজ আবার মানিক ভট্টাচার্যের দুটি পাসপোর্ট বেরিয়েছে ।"
আইনজীবীর উদ্দেশ্যে তিনি আরও বলেন,"আপনাদের বহুদিন ধরে চিনি । আপনারা তবু একটা সৎ জীবনযাপন করার চেষ্টা করেন ।" তারপরই ভূপেন হাজারিকার "মরি হায় হায় রে হাজার টাকার বাগান খাইলো পাঁচ সিকার ছাগলে..." গানের লাইন উল্লেখ করে মুখ্যমন্ত্রীর চারপাশে যারা রয়েছে তারাই তার ক্ষতি করছে বলে উল্লেখ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।
আরও পড়ুন : চতুর্থবার হাজিরায় এসে বিস্ফোরক মানিক-'ঘনিষ্ঠ' তাপস মণ্ডলের