ETV Bharat / state

CBI Raids Subiresh Flat অটো জেনারেট সই দিয়েই কীভাবে চাকরি হল, সিবিআইয়ের প্রশ্ন সুবীরেশকে - এসএসসি নিয়োগ দুর্নীতি

এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাঁশদ্রোণীর ফ্ল্যাটে অভিযান চালাল সিবিআই ৷ তদন্তকারী আধিকারিকেরা ফ্ল্যাট থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথিও পেয়েছেন বলে খবর (Subiresh under CBI scanner) ৷

Subiresh CBI South Kolkata Flat
সুবীরেশ ভট্টাচার্য
author img

By

Published : Aug 26, 2022, 9:28 AM IST

Updated : Aug 26, 2022, 10:44 AM IST

কলকাতা, 26 অগস্ট: এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে আরও একবার তল্লাশি অভিযান চালালেন সিবিআই আধিকারিকেরা ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ওই ফ্ল্যাটে যায় সিবিআইয়ের দল । তল্লাশি শেষ হয় প্রায় রাত দেড়টা নাগাদ। সিবিআই সূত্রে খবর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পেয়েছেন তাঁরা ৷ এছাড়া তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা (CBI raids Subiresh Bhattacharya South Kolkata Flat) ।

জানা গিয়েছে, উপাচার্যকে সিবিআই প্রশ্ন করেন, অটো জেনারেট সই দিয়ে চাকরি হল কীভাবে ? তাছাড়া সিবিআই মনে করে, তাঁর আমলে যে সমস্ত পরীক্ষা হয়েছে তাতেই দুর্নীতির পরিমাণ সবচেয়ে বেশি ছিল । এমতাবস্থায় সুবীরেশ কীভাবে দাবি করেন যে, তাঁর আমলে কোনও দুর্নীতি হয়নি ? পাশাপাশি আধিকারিকরা তাঁকে এটাও বুঝিয়ে দেন যে এই দুর্নীতির দায় তিনি অস্বীকার করতে পারেন না ।

আরও পড়ুন: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে ফের সিবিআই হানা

কেন্দ্রীয় আধিকারিকেরা জানতে চান, বাগ কমিটির রিপোর্টে যে তথ্য দেওয়া হয়েছে, তার সঙ্গে সুবীরেশের থেকে পাওয়া তথ্যের কোনও মিল নেই । সিবিআই সূত্রে খবর, সুবীরেশ ভট্টাচার্য কোনও প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি । সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন কিন্তু তা তদন্তকারীদের কাছে সন্তোষজনক বলে মনে হয়নি ।

নিয়োগ দুর্নীতির তদন্তে বুধবার সুবীরেশ ভট্টাচার্যের বাঁশদ্রোণীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকেরা এবং পরে সেটি সিল করে দেন । শুক্রবার সেই ফ্ল্যাটে এসে ফের ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় সিবিআই ।

তিনি বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য । এর আগে 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত সুবীরেশ এসএসসির চেয়ারম্যান ছিলেন ৷ সিবিআইয়ের অভিযোগ, সেই সময় এসএসসি নিয়োগ ঘিরে দুর্নীতি হয়েছে (SSC Recruitment Scam)। তাই চেয়ারম্যান হিসেবে তিনি সেই ঘটনায় নিজের দায় এড়িয়ে যেতে পারেন না বলে সিবিআই মনে করে । শুধু তাই নয় জানা গিয়েছে বাগ কমিটির রিপোর্টেও সুবীরেশের নাম রয়েছে ৷ রিপোর্টে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, মোট 381টি ভুয়ো নিয়োগ হয়েছিল ৷ তার মধ্যে 222 জন নিয়োগ পরীক্ষাতেই বসেননি ।

আরও পড়ুন: সিবিআই হাজিরা দিতে কলকাতায় সুবীরেশ, বললেন কোনও দুর্নীতি করিনি

কলকাতা, 26 অগস্ট: এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে আরও একবার তল্লাশি অভিযান চালালেন সিবিআই আধিকারিকেরা ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ওই ফ্ল্যাটে যায় সিবিআইয়ের দল । তল্লাশি শেষ হয় প্রায় রাত দেড়টা নাগাদ। সিবিআই সূত্রে খবর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পেয়েছেন তাঁরা ৷ এছাড়া তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা (CBI raids Subiresh Bhattacharya South Kolkata Flat) ।

জানা গিয়েছে, উপাচার্যকে সিবিআই প্রশ্ন করেন, অটো জেনারেট সই দিয়ে চাকরি হল কীভাবে ? তাছাড়া সিবিআই মনে করে, তাঁর আমলে যে সমস্ত পরীক্ষা হয়েছে তাতেই দুর্নীতির পরিমাণ সবচেয়ে বেশি ছিল । এমতাবস্থায় সুবীরেশ কীভাবে দাবি করেন যে, তাঁর আমলে কোনও দুর্নীতি হয়নি ? পাশাপাশি আধিকারিকরা তাঁকে এটাও বুঝিয়ে দেন যে এই দুর্নীতির দায় তিনি অস্বীকার করতে পারেন না ।

আরও পড়ুন: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে ফের সিবিআই হানা

কেন্দ্রীয় আধিকারিকেরা জানতে চান, বাগ কমিটির রিপোর্টে যে তথ্য দেওয়া হয়েছে, তার সঙ্গে সুবীরেশের থেকে পাওয়া তথ্যের কোনও মিল নেই । সিবিআই সূত্রে খবর, সুবীরেশ ভট্টাচার্য কোনও প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি । সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন কিন্তু তা তদন্তকারীদের কাছে সন্তোষজনক বলে মনে হয়নি ।

নিয়োগ দুর্নীতির তদন্তে বুধবার সুবীরেশ ভট্টাচার্যের বাঁশদ্রোণীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকেরা এবং পরে সেটি সিল করে দেন । শুক্রবার সেই ফ্ল্যাটে এসে ফের ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় সিবিআই ।

তিনি বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য । এর আগে 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত সুবীরেশ এসএসসির চেয়ারম্যান ছিলেন ৷ সিবিআইয়ের অভিযোগ, সেই সময় এসএসসি নিয়োগ ঘিরে দুর্নীতি হয়েছে (SSC Recruitment Scam)। তাই চেয়ারম্যান হিসেবে তিনি সেই ঘটনায় নিজের দায় এড়িয়ে যেতে পারেন না বলে সিবিআই মনে করে । শুধু তাই নয় জানা গিয়েছে বাগ কমিটির রিপোর্টেও সুবীরেশের নাম রয়েছে ৷ রিপোর্টে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, মোট 381টি ভুয়ো নিয়োগ হয়েছিল ৷ তার মধ্যে 222 জন নিয়োগ পরীক্ষাতেই বসেননি ।

আরও পড়ুন: সিবিআই হাজিরা দিতে কলকাতায় সুবীরেশ, বললেন কোনও দুর্নীতি করিনি

Last Updated : Aug 26, 2022, 10:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.