ETV Bharat / state

Municipal Recruitment Scam: সক্রিয় সিবিআই! রবির সকালে ফিরহাদ-মদনের বাড়িতে জোড়া হানা - ফিরহাদ হাকিম

CBI Raids Firhad and Madan House: সকাল সকাল মন্ত্রী তথা মেয়রের বাড়িতে হানা দিল সিবিআই ৷ বিশাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রথমেই চেতলায় ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে ফেলেন। তারপরই বাড়ির ভিতরে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ এরপরই খবর আসে কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই ৷

ফিরহাদ ও মদনের বাড়িতে জোড়া হানা
Firhad Hakim and Madan Mitra
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 9:36 AM IST

Updated : Oct 8, 2023, 1:35 PM IST

ফিরহাদ ও মদনের বাড়িতে সিবিআই হানা

কলকাতা, 10 অক্টোবর: রবির সকালে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা ৷ বিশাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রথমেই চেতলায় ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে ফেলেন। এরপরই মন্ত্রীর বাড়িতে প্রবেশ করে সিবিআইয়ের দল। সূত্রের খবর, পৌরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডেই এই হানা ৷ এরপরই জানা যায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই ৷ সিবিআইয়ের অপর একটি দল ভবানীপুরে মদন মিত্রের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পৌঁছয়।

সিবিআই সূত্রে খবর, পৌরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে মদন মিত্রের বাড়িতেও সিবিআই হানা দিয়েছ। এদিন ভবানীপুর থানার পুলিশ বিধায়ক মদন মিত্রের বাড়ির সামনে চলে যায় ৷ অন্যদিকে, ফিরহাদের বাড়ি ঘিরে ফেলার পর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফিরহাদের বাড়ির সামনে জমায়েত করেছেন তাঁর অনুগামীরা। বাড়ির বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। খবর পাওয়া যাচ্ছে ফিরহাদ বাড়িতেই রয়েছেন ৷

এদিন মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানার খবর চাউর হতেই এলাকার লোকজন চেতলার মেনরোড অবরোধ করেন। সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে কালীঘাট থানা এবং চেতলা থানার বিশাল সংখ্যক পুলিশ। সূত্রের খবর, এই মুহূর্তে পৌরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফিরহাদের সঙ্গে কথা বলছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।

এর আগে সল্টলেকে অয়ন শীলের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালান ইডির গোয়েন্দারা। সেখানেই তল্লাশি অভিযানে বেশকিছু নথিপত্র উদ্ধার করে তদন্তকারীরা জানতে পেরেছিলেন অয়ন শুধু শিক্ষা দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত নয় বরং রাজ্যের একাধিক পৌরসভার দুর্নীতি কাণ্ডের সঙ্গেও। উত্তর 24 পরগনার টিটাগড়, ব্যারাকপুর-সহ একাধিক পৌরসভায় বেআইনিভাবে নিয়োগ হয়েছিল। কামারহাটি পৌরসভায় অয়ন শীলের এক বান্ধবীকেও চাকরি দেওয়া হয়েছিল বেআইনিভাবে ৷

এরপরই পৌরসভাগুলির তরফ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে চান কবে, কোথায়, কীভাবে নিয়োগ হয়েছিল? কিন্তু এর কোনও জবাব না-দেওয়ার ফলে, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে প্রায় টানা 19 ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালায় ইডি। সেখান থেকে বেশ কিছু নথিপত্র তারা সংগ্রহ করে নিয়ে যায়। আর এরপরই আজ, রবিবার সাত সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে চেতলায় ফিরহাদের বাড়িতে হাজির হয় সিবিআইয়ের আধিকারিকরা। অন্যদিকে, মদনের বাড়িতেও চলছে তল্লাশি অভিযান ৷

আরও পড়ুন: বিজেপির সভায় গিয়ে বাংলার দাবিতে সরব হতে চান অভিষেক, চ্যালেঞ্জ সুকান্ত-শুভেন্দুেকে

ফিরহাদ ও মদনের বাড়িতে সিবিআই হানা

কলকাতা, 10 অক্টোবর: রবির সকালে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা ৷ বিশাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রথমেই চেতলায় ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে ফেলেন। এরপরই মন্ত্রীর বাড়িতে প্রবেশ করে সিবিআইয়ের দল। সূত্রের খবর, পৌরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডেই এই হানা ৷ এরপরই জানা যায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই ৷ সিবিআইয়ের অপর একটি দল ভবানীপুরে মদন মিত্রের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পৌঁছয়।

সিবিআই সূত্রে খবর, পৌরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে মদন মিত্রের বাড়িতেও সিবিআই হানা দিয়েছ। এদিন ভবানীপুর থানার পুলিশ বিধায়ক মদন মিত্রের বাড়ির সামনে চলে যায় ৷ অন্যদিকে, ফিরহাদের বাড়ি ঘিরে ফেলার পর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফিরহাদের বাড়ির সামনে জমায়েত করেছেন তাঁর অনুগামীরা। বাড়ির বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। খবর পাওয়া যাচ্ছে ফিরহাদ বাড়িতেই রয়েছেন ৷

এদিন মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানার খবর চাউর হতেই এলাকার লোকজন চেতলার মেনরোড অবরোধ করেন। সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে কালীঘাট থানা এবং চেতলা থানার বিশাল সংখ্যক পুলিশ। সূত্রের খবর, এই মুহূর্তে পৌরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফিরহাদের সঙ্গে কথা বলছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।

এর আগে সল্টলেকে অয়ন শীলের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালান ইডির গোয়েন্দারা। সেখানেই তল্লাশি অভিযানে বেশকিছু নথিপত্র উদ্ধার করে তদন্তকারীরা জানতে পেরেছিলেন অয়ন শুধু শিক্ষা দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত নয় বরং রাজ্যের একাধিক পৌরসভার দুর্নীতি কাণ্ডের সঙ্গেও। উত্তর 24 পরগনার টিটাগড়, ব্যারাকপুর-সহ একাধিক পৌরসভায় বেআইনিভাবে নিয়োগ হয়েছিল। কামারহাটি পৌরসভায় অয়ন শীলের এক বান্ধবীকেও চাকরি দেওয়া হয়েছিল বেআইনিভাবে ৷

এরপরই পৌরসভাগুলির তরফ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে চান কবে, কোথায়, কীভাবে নিয়োগ হয়েছিল? কিন্তু এর কোনও জবাব না-দেওয়ার ফলে, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে প্রায় টানা 19 ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালায় ইডি। সেখান থেকে বেশ কিছু নথিপত্র তারা সংগ্রহ করে নিয়ে যায়। আর এরপরই আজ, রবিবার সাত সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে চেতলায় ফিরহাদের বাড়িতে হাজির হয় সিবিআইয়ের আধিকারিকরা। অন্যদিকে, মদনের বাড়িতেও চলছে তল্লাশি অভিযান ৷

আরও পড়ুন: বিজেপির সভায় গিয়ে বাংলার দাবিতে সরব হতে চান অভিষেক, চ্যালেঞ্জ সুকান্ত-শুভেন্দুেকে

Last Updated : Oct 8, 2023, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.