ETV Bharat / state

ED Raids at Madan Mitra House: পৌরসভায় নিয়োগে দুর্নীতি কাণ্ডে মদন মিত্রের বাড়িতে সিবিআই তল্লাশি - CBI raids at TMC MLA Madan Mitra House

পৌর নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ 4 অক্টোবর আগে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রামের বাড়িতে তল্লাশি চালায় ইডি ৷ এই অভিযানে পাওয়া নথি থেকে মদন মিত্রের নাম উঠে আসে ৷ রবিবার সকালে মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে পৌঁছয় সিবিআই ৷

ETV Bharat
তৃণমূল বিধায়ক মদন মিত্রের ছবি সৌজন্য তাঁর এক্স হ্যান্ডেল
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 11:41 AM IST

কামারহাটি, 8 অক্টোবর: পৌর নিয়োগে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা ছিল না ৷ ব্যাপক দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ উঠেছে ৷ এই দুর্নীতির তদন্তে নেমে 4 অক্টোবর ভোররাতে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা ৷ তাঁর বাড়ি-সহ বেশ কয়েকটি জায়গায় টানা 19 ঘণ্টা ধরে তল্লাশি চালায় ৷ সেখান থেকে উদ্ধার হওয়া নথি থেকে মদন মিত্রের সংযোগ থাকার হদিশ পায় ইডি ৷

তাহলে কি পৌর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বিধায়ক মদন মিত্রও যুক্ত রয়েছেন ? তা জানতেই আজ সকালে মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে হাজির হয় আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷ আধিকারিকরা বাড়ির ভিতরে ঢোকার পরপরই বাড়িটি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ এদিকে কাছাকাছি কালীঘাট থানা থেকে বেশ কয়েকজন পুলিশ কর্মী তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছন ৷ ওই পুলিশরা বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করলে কেন্দ্রীয় বাহিনী তাদের পথ আটকায় ৷

আরও পড়ুন: হাসপাতালে দালাল রাজের পিছনে কেষ্ট-বিষ্টুদের হাত,' সাগর দত্ত-কাণ্ডে বিস্ফোরক মদন

এবছরের মার্চে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সল্টলেক থেকে অয়ন শীলকে গ্রেফতার করে ইডি ৷ তাঁর কাছ থেকে পাওয়া নথিপত্রে পৌর নিয়োগ দুর্নীতির বিষয়টিও সামনে উঠে আসে ৷ এদিকে অয়ন তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত ৷ আবার অয়নের বান্ধবী শ্বেতা চক্রবর্তী কামারহাটি পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার ৷ জানা যায়, তিনি দীর্ঘদিন পৌরসভায় আসছেন না তিনি ৷ পরে 24 মার্চ শ্বেতা চক্রবর্তী কামারহাটি পৌরসভায় কাজে যোগ দেন ৷ প্রশ্নের মুখে পড়েন শ্বেতা ৷

সেই সময় কামারহাটির বিধায়ক মদন মিত্র অয়নের বান্ধবী বলে পরিচিত শ্বেতার সঙ্গে দেখা করতে যান ৷ তাঁর সঙ্গে দেখা করে মদন সাংবাদিকদের বলেন, "আমরা কেউ চাকরি দিইনি ৷ এর আগে 125 বছরে কোনও দিন কামারহাটি পৌরসভায় চাকরির পরীক্ষা হয়নি ৷ চাকরির পরীক্ষা না-দিয়ে যদি দুর্নীতি হয়, যার মধ্যে সিপিএম 34 বছর চালিয়েছে, তখন চিরকূটে লিখে বাড়ির চাকর, দারোয়ান, আত্মীয়দের চাকরি দিয়েছে ৷ কিন্তু সেই সময়ের কোনও প্রমাণ নেই ৷ আমরা স্বচ্ছতা রাখতে চেয়েছিলাম ৷ এখানে যাঁরা চাকরি করছেন, তাঁদের মধ্যে অধিকাংশ পোস্ট গ্র্যাজুয়েট ৷ শ্বেতা নামে মেয়েটিও ইঞ্জিনিয়ার ৷"

তবে শ্বেতার ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট কতটা সত্য, তা যাচাই করার দায়িত্ব তাঁর নয় বলে সাফ জানিয়ে দেন বিধায়ক মদন মিত্র ৷ সূত্রের খবর, 2017 সালে এবং তার আগে পৌর নিয়োগের গ্রুপ-সি এবং গ্রুপ-ডি-তে যে পরীক্ষাগুলি হয়েছে, তাতে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ৷ সেই মামলায় তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

আরও পড়ুন: অয়ন ঘনিষ্ঠ শ্বেতার সঙ্গে দেখা করলেন মদন, কী কথা হল?

কামারহাটি, 8 অক্টোবর: পৌর নিয়োগে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা ছিল না ৷ ব্যাপক দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ উঠেছে ৷ এই দুর্নীতির তদন্তে নেমে 4 অক্টোবর ভোররাতে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা ৷ তাঁর বাড়ি-সহ বেশ কয়েকটি জায়গায় টানা 19 ঘণ্টা ধরে তল্লাশি চালায় ৷ সেখান থেকে উদ্ধার হওয়া নথি থেকে মদন মিত্রের সংযোগ থাকার হদিশ পায় ইডি ৷

তাহলে কি পৌর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বিধায়ক মদন মিত্রও যুক্ত রয়েছেন ? তা জানতেই আজ সকালে মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে হাজির হয় আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷ আধিকারিকরা বাড়ির ভিতরে ঢোকার পরপরই বাড়িটি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ এদিকে কাছাকাছি কালীঘাট থানা থেকে বেশ কয়েকজন পুলিশ কর্মী তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছন ৷ ওই পুলিশরা বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করলে কেন্দ্রীয় বাহিনী তাদের পথ আটকায় ৷

আরও পড়ুন: হাসপাতালে দালাল রাজের পিছনে কেষ্ট-বিষ্টুদের হাত,' সাগর দত্ত-কাণ্ডে বিস্ফোরক মদন

এবছরের মার্চে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সল্টলেক থেকে অয়ন শীলকে গ্রেফতার করে ইডি ৷ তাঁর কাছ থেকে পাওয়া নথিপত্রে পৌর নিয়োগ দুর্নীতির বিষয়টিও সামনে উঠে আসে ৷ এদিকে অয়ন তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত ৷ আবার অয়নের বান্ধবী শ্বেতা চক্রবর্তী কামারহাটি পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার ৷ জানা যায়, তিনি দীর্ঘদিন পৌরসভায় আসছেন না তিনি ৷ পরে 24 মার্চ শ্বেতা চক্রবর্তী কামারহাটি পৌরসভায় কাজে যোগ দেন ৷ প্রশ্নের মুখে পড়েন শ্বেতা ৷

সেই সময় কামারহাটির বিধায়ক মদন মিত্র অয়নের বান্ধবী বলে পরিচিত শ্বেতার সঙ্গে দেখা করতে যান ৷ তাঁর সঙ্গে দেখা করে মদন সাংবাদিকদের বলেন, "আমরা কেউ চাকরি দিইনি ৷ এর আগে 125 বছরে কোনও দিন কামারহাটি পৌরসভায় চাকরির পরীক্ষা হয়নি ৷ চাকরির পরীক্ষা না-দিয়ে যদি দুর্নীতি হয়, যার মধ্যে সিপিএম 34 বছর চালিয়েছে, তখন চিরকূটে লিখে বাড়ির চাকর, দারোয়ান, আত্মীয়দের চাকরি দিয়েছে ৷ কিন্তু সেই সময়ের কোনও প্রমাণ নেই ৷ আমরা স্বচ্ছতা রাখতে চেয়েছিলাম ৷ এখানে যাঁরা চাকরি করছেন, তাঁদের মধ্যে অধিকাংশ পোস্ট গ্র্যাজুয়েট ৷ শ্বেতা নামে মেয়েটিও ইঞ্জিনিয়ার ৷"

তবে শ্বেতার ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট কতটা সত্য, তা যাচাই করার দায়িত্ব তাঁর নয় বলে সাফ জানিয়ে দেন বিধায়ক মদন মিত্র ৷ সূত্রের খবর, 2017 সালে এবং তার আগে পৌর নিয়োগের গ্রুপ-সি এবং গ্রুপ-ডি-তে যে পরীক্ষাগুলি হয়েছে, তাতে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ৷ সেই মামলায় তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

আরও পড়ুন: অয়ন ঘনিষ্ঠ শ্বেতার সঙ্গে দেখা করলেন মদন, কী কথা হল?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.