ETV Bharat / state

সাড়ে সাত ঘণ্টা জেরা লালাকে, কার কার নাম উঠে এল গোয়েন্দাদের কাছে ? - অনুপ মাজি

গোটা জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিয়োগ্রাফি করা হয় । জিজ্ঞাসাবাদ পর্ব চালাকালীন লালা বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেও সূত্র মারফত জানা গিয়েছে ।

কয়লাকাণ্ডে তলব অনুপ মাজিকে
কয়লাকাণ্ডে তলব অনুপ মাজিকে
author img

By

Published : Mar 30, 2021, 9:26 PM IST

কলকাতা, 30 মার্চ : প্রায় সাড়ে 7 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর সন্ধে সাড়ে 6 টা নাগাদ নিজ়াম প্যালেস থেকে বাইরে এল কয়লা মাফিয়া অনুপ মাজি ওরফে লালা । আজ সকাল 10 টা 15 মিনিটে নিজ়াম প্যালেসে হাজির হয় অনুপ মাজি । যেহেতু সুপ্রিম কোর্টে তার এখনও পর্যন্ত রক্ষাকবচ বহাল রয়েছে ফলে সে একাধিকবার সিবিআই নোটিস পাওয়ার পরেও হাজিরা দেয়নি ৷ কিন্তু আজ সকাল 10 টা 15 মিনিটে আচমকাই নিজাম প্যালেসে হাজিরা দিল লালা।

সিবিআই সূত্রের খবর আজ তার বয়ান রেকর্ড করা হয় ৷ পাশাপাশি গোটা জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিয়োগ্রাফি করা হয় । জিজ্ঞাসাবাদ পর্ব চালাকালীন লালা বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেও সূত্র মারফত জানা গিয়েছে । কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, লালাকে জেরা করে গোয়েন্দারা তার কাছ থেকে একাধিক প্রভাবশালীর নাম পেয়েছেন ।

অনুপ মাজি ওরফে লালার বাড়ি পুরুলিয়ার নিতুরিয়া থানার ভামুরিয়া গ্রামে । রাজনীতির সঙ্গে কোনও যোগ ছিল না । সূত্র বলছে, লালা ম্যাট্রিক পাশও নয় । আগে মাছ বিক্রি করেই সংসার চালাত লালা । পরিবারে অভাবের কারনে, বাম আমলে বেআইনি কয়লা খাদান করে । সেই সময় অনেকেই এমনটা করত বলে খবর । কিন্তু অল্প ক'দিনে লালার কয়লার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে । তৃণমূল সরকারে আসার পর, লালা হয়ে ওঠে কিংপিন ৷ অর্থাৎ যত কয়লা মাফিয়া আছে তাদের মাথার উপর বসে লালা ।

আরও পড়ুন : লালার হাজিরার দিন নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস, মন্তব্য নারাজ সিপিএম-তৃণমূল

কয়লা খাদান করা, কয়লার ডিপো তৈরি, কয়লা পাচার, ইসিএলের খনি থেকে কয়লা চুরি, পুরোটাই লালার নিয়ন্ত্রনে থাকত । বিভিন্ন জেলা ও রাজ্যে কয়লা পাচারের জন্য পুলিশ 'সেটিং' করত লালা । চলত প্যাড (বেআইনি কয়লা পাচারের বিশেষ রসিদ ) ৷ লালার প্যাড না নিলে কেউ কয়লা পাচার করতে পারবে না । একেবারে একচেটিয়া ব্যবসা । আর এতেই কোটি কোটি টাকার মালিক হয় লালা । সূত্রের খবর, একাধিক কারখানা রয়েছে তার । রয়েছে বেশ কয়েকটি রিসর্ট । বাংলা সিনেমা প্রযোজনাও করেছে । প্রতিবছর লালার দুর্গাপুজোয় মুম্বই-বাংলার বিখ্যাত শিল্পীদের নিয়ে 10 দিন ধরে অনুষ্ঠান চলে ভামুরিয়া গ্রামে । যার বাজেট কয়েক কোটি টাকা । করোনা কালে জেলার সব পুজোয় রাশ টানা হলেও লালার পুজো একই রকম জমজমাট হয়েছে ।

কলকাতা, 30 মার্চ : প্রায় সাড়ে 7 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর সন্ধে সাড়ে 6 টা নাগাদ নিজ়াম প্যালেস থেকে বাইরে এল কয়লা মাফিয়া অনুপ মাজি ওরফে লালা । আজ সকাল 10 টা 15 মিনিটে নিজ়াম প্যালেসে হাজির হয় অনুপ মাজি । যেহেতু সুপ্রিম কোর্টে তার এখনও পর্যন্ত রক্ষাকবচ বহাল রয়েছে ফলে সে একাধিকবার সিবিআই নোটিস পাওয়ার পরেও হাজিরা দেয়নি ৷ কিন্তু আজ সকাল 10 টা 15 মিনিটে আচমকাই নিজাম প্যালেসে হাজিরা দিল লালা।

সিবিআই সূত্রের খবর আজ তার বয়ান রেকর্ড করা হয় ৷ পাশাপাশি গোটা জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিয়োগ্রাফি করা হয় । জিজ্ঞাসাবাদ পর্ব চালাকালীন লালা বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেও সূত্র মারফত জানা গিয়েছে । কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, লালাকে জেরা করে গোয়েন্দারা তার কাছ থেকে একাধিক প্রভাবশালীর নাম পেয়েছেন ।

অনুপ মাজি ওরফে লালার বাড়ি পুরুলিয়ার নিতুরিয়া থানার ভামুরিয়া গ্রামে । রাজনীতির সঙ্গে কোনও যোগ ছিল না । সূত্র বলছে, লালা ম্যাট্রিক পাশও নয় । আগে মাছ বিক্রি করেই সংসার চালাত লালা । পরিবারে অভাবের কারনে, বাম আমলে বেআইনি কয়লা খাদান করে । সেই সময় অনেকেই এমনটা করত বলে খবর । কিন্তু অল্প ক'দিনে লালার কয়লার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে । তৃণমূল সরকারে আসার পর, লালা হয়ে ওঠে কিংপিন ৷ অর্থাৎ যত কয়লা মাফিয়া আছে তাদের মাথার উপর বসে লালা ।

আরও পড়ুন : লালার হাজিরার দিন নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস, মন্তব্য নারাজ সিপিএম-তৃণমূল

কয়লা খাদান করা, কয়লার ডিপো তৈরি, কয়লা পাচার, ইসিএলের খনি থেকে কয়লা চুরি, পুরোটাই লালার নিয়ন্ত্রনে থাকত । বিভিন্ন জেলা ও রাজ্যে কয়লা পাচারের জন্য পুলিশ 'সেটিং' করত লালা । চলত প্যাড (বেআইনি কয়লা পাচারের বিশেষ রসিদ ) ৷ লালার প্যাড না নিলে কেউ কয়লা পাচার করতে পারবে না । একেবারে একচেটিয়া ব্যবসা । আর এতেই কোটি কোটি টাকার মালিক হয় লালা । সূত্রের খবর, একাধিক কারখানা রয়েছে তার । রয়েছে বেশ কয়েকটি রিসর্ট । বাংলা সিনেমা প্রযোজনাও করেছে । প্রতিবছর লালার দুর্গাপুজোয় মুম্বই-বাংলার বিখ্যাত শিল্পীদের নিয়ে 10 দিন ধরে অনুষ্ঠান চলে ভামুরিয়া গ্রামে । যার বাজেট কয়েক কোটি টাকা । করোনা কালে জেলার সব পুজোয় রাশ টানা হলেও লালার পুজো একই রকম জমজমাট হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.