ETV Bharat / state

Lalan Sheikh Death Case: 'আত্মহত্যা করেছে লালন শেখ', হাইকোর্টের দ্বারস্থ হয়ে দাবি সিবিআইয়ের

সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর (Lalan Sheikh Death Case) ঘটনায় এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই (CBI moves to Calcutta High Court)৷ এ দিকে, বগটুই কাণ্ডে মূল অভিযুক্তের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে যে জনস্বার্থ মামলা হয়েছে, তার শুনানি হবে বৃহস্পতিবার (Bogtui Case)৷

cbi-moves-calcutta-high-court-claims-lalan-sheikh-died-by-suicide
asha-and-icds-workers-protest-in-siliguri-demanding-removal-from-aawas-yojana-duty
author img

By

Published : Dec 14, 2022, 2:08 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর (Lalan Sheikh Death Case) বিচারবিভাগীয় তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (CBI moves to Calcutta High Court)৷ সেই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হলেও, মামলার শুনানি করা হবে আগামিকাল ৷ বুধবার এ কথা জানালেন প্রধান বিচারপতি । অন্যদিকে, সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডের (Bogtui Case) মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুর ঘটনায় এ বার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে সিবিআই ।

এই নিয়ে রাজ্য পুলিশের এফআইআর-কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এফআইআর-এ নাম রয়েছে সিবিআই-এর ডিআইজি, এসপি, তদন্তকারী আধিকারিক-সহ সাতজনের । এই মামলায় বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করেছে সিবিআই । মামলার আজই শুনানির আবেদন জানান সিবিআইয়ের আইনজীবী । তাঁর দাবি, এটা আত্মহত্যার ঘটনা ।

আরও পড়ুন: সিআইডি তদন্তের দাবি, সিবিআই ক্যাম্প অফিসের সামনে লালনের দেহ নামিয়ে বিক্ষোভ

অন্যান্য মামলার ক্ষেত্রেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য পুলিশ এফআইআর করেছে বলে অভিযোগ জানিয়েছে সিবিআই । তাঁদের দাবি, এই নিয়ে তদন্তকারী আধিকারিকরা আশঙ্কায় রয়েছেন । আজ বিকেল 3টেয় এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ।

কলকাতা, 14 ডিসেম্বর: সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর (Lalan Sheikh Death Case) বিচারবিভাগীয় তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (CBI moves to Calcutta High Court)৷ সেই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হলেও, মামলার শুনানি করা হবে আগামিকাল ৷ বুধবার এ কথা জানালেন প্রধান বিচারপতি । অন্যদিকে, সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডের (Bogtui Case) মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুর ঘটনায় এ বার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে সিবিআই ।

এই নিয়ে রাজ্য পুলিশের এফআইআর-কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এফআইআর-এ নাম রয়েছে সিবিআই-এর ডিআইজি, এসপি, তদন্তকারী আধিকারিক-সহ সাতজনের । এই মামলায় বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করেছে সিবিআই । মামলার আজই শুনানির আবেদন জানান সিবিআইয়ের আইনজীবী । তাঁর দাবি, এটা আত্মহত্যার ঘটনা ।

আরও পড়ুন: সিআইডি তদন্তের দাবি, সিবিআই ক্যাম্প অফিসের সামনে লালনের দেহ নামিয়ে বিক্ষোভ

অন্যান্য মামলার ক্ষেত্রেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য পুলিশ এফআইআর করেছে বলে অভিযোগ জানিয়েছে সিবিআই । তাঁদের দাবি, এই নিয়ে তদন্তকারী আধিকারিকরা আশঙ্কায় রয়েছেন । আজ বিকেল 3টেয় এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.