ETV Bharat / state

CBI in Bagtui Massacre Probe : বগটুই কাণ্ডের দিন পুলিশ খবরই দেয়নি দমকলকে, চাঞ্চল্যকর তথ্য সিবিআই তদন্তে - গটুই কাণ্ডের দিন পুলিশ খবরই দেয়নি দমকলকে, চাঞ্চল্যকর তথ্য সিবিআই তদন্তে

ঘটনার দিন রাতে কেন জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে না গিয়ে অন্যত্র বৈঠক করলেন সেই বিষয়টিও ভাবাচ্ছে সিবিআইয়ের তদন্তকারীদের (CBI in Bagtui Massacre Probe) ৷

CBI in Bagtui
বগটুই কাণ্ডের দিন পুলিশ খবরই দেয়নি দমকলকে, চাঞ্চল্যকর তথ্য সিবিআই তদন্তে
author img

By

Published : Mar 27, 2022, 10:59 PM IST

কলকাতা, 27 মার্চ : বীরভূমের বাগটুই গ্রামে অগ্নিকাণ্ড ও গণহত্যার ঘটনায় (Rampurhat Bagtui massacre) চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই ৷ সূত্রের খবর, বগটুই কাণ্ডের তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জানতে পেরেছেন, ঘটনার দিন পুলিশের তরফ থেকে কোনও ফোন পাননি দমকল আধিকারিকেরা । বরং তাঁরা ফোন পেয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে । স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আগুন লাগার ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় । সেদিন রাত দশটা থেকে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা । কিন্তু সেই সময় পুলিশের তরফ থেকে দমকল কর্মীদের কোনও রকমের সাহায্য বা কোন রকমের তথ্য যেমন ঘটনাস্থলের কোথায়-কোথায় আগুন নিয়ন্ত্রণ করতে হবে বা কেউ আগুনে চাপা পড়ে আছে কি না, তা দেওয়া হয়নি ৷

সিবিআই সূত্রে খবর, সেদিন রাত দশটা থেকে রাত দুটো পর্যন্ত আগুন নেভানোর কাজ করার পর ঘটনাস্থল থেকে চলে গিয়েছিল দমকল বাহিনী । এখানেই সিবিআইয়ের প্রশ্ন, কার নির্দেশে দমকল রাত দু'টোর সময় আগুন নিভিয়ে চলে গেল? কেন পাশে বেশ কয়েকটি কাঁচা বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও, সেখানে সেই রাতে পৌঁছাতে পারলো না দমকল বাহিনী? ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমে ঘটনার রাতে দমকলের যে সমস্ত আধিকারিক ঘটনাস্থলে ছিলেন এবং দমকল কর্মীদের একটি নামের তালিকা তৈরি করেছে সিবিআই । তাঁদের সাঙ্গে প্রাথমিক ভাবে কথা বলে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন, পুলিশ ঘটনার দিন দমকলকে উপযুক্ত তথ্য দিয়ে সাহায্য করেনি ।

আরও পড়ুন : বগটুই কাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারে বীরভূমের একাধিক পুলিশ আধিকারিক

এই বিষয়টি ভাবাচ্ছে সিবিআইয়ের তদন্তকারীদের ৷ ঘটনার দিন রাতে ,যখন পরপর বাড়িগুলিতে অগ্নিসংযোগ করা হয়েছিল, সেই সময় কেন দমকলকে সেখানে পাঠানো হলো না? ওই বাড়িগুলিতে কোনও দেহ আটকে থাকতে পারে এই বিষয়টিও কেন কারও মাথায় এল না সেই প্রশ্নও উঠছে ৷ এই ঘটনায় বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর ভূমিকা নিয়েও ইতিমধ্যেই সিবিআইয়ের গোয়েন্দারা ধন্দে রয়েছেন । ঘটনাস্থলে না গিয়ে কেন নগেন্দ্র নাথ ত্রিপাঠী বীরভূমের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে সেই রাতে ঘটনাস্থল থেকে প্রায় এক-দেড় কিলোমিটার দূরে অন্য একটি জায়গায় বৈঠক করলেন, সেই বিষয়টিও খতিয়ে দেখতে চাইছেন সিবিআইয়ের তদন্তকারীরা ৷

কলকাতা, 27 মার্চ : বীরভূমের বাগটুই গ্রামে অগ্নিকাণ্ড ও গণহত্যার ঘটনায় (Rampurhat Bagtui massacre) চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই ৷ সূত্রের খবর, বগটুই কাণ্ডের তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জানতে পেরেছেন, ঘটনার দিন পুলিশের তরফ থেকে কোনও ফোন পাননি দমকল আধিকারিকেরা । বরং তাঁরা ফোন পেয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে । স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আগুন লাগার ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় । সেদিন রাত দশটা থেকে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা । কিন্তু সেই সময় পুলিশের তরফ থেকে দমকল কর্মীদের কোনও রকমের সাহায্য বা কোন রকমের তথ্য যেমন ঘটনাস্থলের কোথায়-কোথায় আগুন নিয়ন্ত্রণ করতে হবে বা কেউ আগুনে চাপা পড়ে আছে কি না, তা দেওয়া হয়নি ৷

সিবিআই সূত্রে খবর, সেদিন রাত দশটা থেকে রাত দুটো পর্যন্ত আগুন নেভানোর কাজ করার পর ঘটনাস্থল থেকে চলে গিয়েছিল দমকল বাহিনী । এখানেই সিবিআইয়ের প্রশ্ন, কার নির্দেশে দমকল রাত দু'টোর সময় আগুন নিভিয়ে চলে গেল? কেন পাশে বেশ কয়েকটি কাঁচা বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও, সেখানে সেই রাতে পৌঁছাতে পারলো না দমকল বাহিনী? ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমে ঘটনার রাতে দমকলের যে সমস্ত আধিকারিক ঘটনাস্থলে ছিলেন এবং দমকল কর্মীদের একটি নামের তালিকা তৈরি করেছে সিবিআই । তাঁদের সাঙ্গে প্রাথমিক ভাবে কথা বলে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন, পুলিশ ঘটনার দিন দমকলকে উপযুক্ত তথ্য দিয়ে সাহায্য করেনি ।

আরও পড়ুন : বগটুই কাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারে বীরভূমের একাধিক পুলিশ আধিকারিক

এই বিষয়টি ভাবাচ্ছে সিবিআইয়ের তদন্তকারীদের ৷ ঘটনার দিন রাতে ,যখন পরপর বাড়িগুলিতে অগ্নিসংযোগ করা হয়েছিল, সেই সময় কেন দমকলকে সেখানে পাঠানো হলো না? ওই বাড়িগুলিতে কোনও দেহ আটকে থাকতে পারে এই বিষয়টিও কেন কারও মাথায় এল না সেই প্রশ্নও উঠছে ৷ এই ঘটনায় বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর ভূমিকা নিয়েও ইতিমধ্যেই সিবিআইয়ের গোয়েন্দারা ধন্দে রয়েছেন । ঘটনাস্থলে না গিয়ে কেন নগেন্দ্র নাথ ত্রিপাঠী বীরভূমের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে সেই রাতে ঘটনাস্থল থেকে প্রায় এক-দেড় কিলোমিটার দূরে অন্য একটি জায়গায় বৈঠক করলেন, সেই বিষয়টিও খতিয়ে দেখতে চাইছেন সিবিআইয়ের তদন্তকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.