ETV Bharat / state

SSC Recruitment Scam: এসএসসি নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের চার্জশিটে 12 জনের নাম

এসএসসি নিয়োগ দুর্নীতিতে চার্জশিট পেশ করল সিবিআই (CBI Files Chargesheet in SSC Recruitment Scam) ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, চার্জশিটে শান্তি প্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ মোট 12 জনের নাম রয়েছে ৷

CBI Files Chargesheet in SSC Recruitment Scam Naming Twelve Persons Including Six Former Officials
CBI Files Chargesheet in SSC Recruitment Scam Naming Twelve Persons Including Six Former Officials
author img

By

Published : Oct 26, 2022, 10:29 AM IST

Updated : Oct 26, 2022, 10:39 AM IST

কলকাতা, 26 অক্টোবর: শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে চার্জশিট পেশ করল সিবিআই (CBI Files Chargesheet in SSC Recruitment Scam) ৷ আদালতে সিবিআই এর পেশ করা এই চার্জশিটে 12 জনের নাম রয়েছে বলে সূত্রের খবর ৷ যার মধ্যে 6 জন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন আধিকারিক ৷ তাঁদের মধ্যে অন্যতম হলেন, এসএসসি উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তি প্রসাদ সিনহা ৷ প্রাক্তন এসএসসি সচিব অশোক কুমার সাহা, প্রাক্তন এসএসসি সভাপতি সুবীরেশ ভট্টাচার্য (
Subiresh Bhattacharya) এবং মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ৷

প্রসঙ্গত, রাজ্য স্কুল সার্ভিস কমিশনের এই চার প্রাক্তন আধিকারিক বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ সুবীরেশ ভট্টাচার্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যও ছিলেন ৷ এঁদের পাশাপাশি, এসএসসি বোর্ডের প্রাক্তন দুই কার্যনির্বাহী আধিকারিক পর্ণা বসু এবং সমরজিৎ আচার্যের নামও সিবিআইয়ের পেশ করা ওই চার্জশিটে রয়েছে ৷

আরও পড়ুন: সুবীরেশের নির্দেশেই প্রার্থীদের মার্কশিটের নম্বর বদল, আদালতে বিস্ফোরক সিবিআই

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর চার্জশিটে বাকি 6 জন হলেন, প্রসন্ন কুমার রায়, প্রদীপ সিং, জুঁই দাস, আজাদ আলি মির্জা, ইমাম মোমিন এবং রোহিত কুমার ঝা ৷ এঁরা এই পুরো নিয়োগ দুর্নীতিতে মধ্যস্থাতাকারী হিসাবে কাজ করেছেন বলে সিবিআইয়ের দাবি ৷ এঁদের মাধ্যমেই অযোগ্য প্রার্থী এবং উপরমহলের মধ্যে আর্থিক লেনদেন হত বলে অভিযোগ উঠেছে ৷ প্রসঙ্গত, প্রসন্ন কুমার রায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আত্মীয় ৷

কলকাতা, 26 অক্টোবর: শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে চার্জশিট পেশ করল সিবিআই (CBI Files Chargesheet in SSC Recruitment Scam) ৷ আদালতে সিবিআই এর পেশ করা এই চার্জশিটে 12 জনের নাম রয়েছে বলে সূত্রের খবর ৷ যার মধ্যে 6 জন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন আধিকারিক ৷ তাঁদের মধ্যে অন্যতম হলেন, এসএসসি উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তি প্রসাদ সিনহা ৷ প্রাক্তন এসএসসি সচিব অশোক কুমার সাহা, প্রাক্তন এসএসসি সভাপতি সুবীরেশ ভট্টাচার্য (
Subiresh Bhattacharya) এবং মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ৷

প্রসঙ্গত, রাজ্য স্কুল সার্ভিস কমিশনের এই চার প্রাক্তন আধিকারিক বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ সুবীরেশ ভট্টাচার্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যও ছিলেন ৷ এঁদের পাশাপাশি, এসএসসি বোর্ডের প্রাক্তন দুই কার্যনির্বাহী আধিকারিক পর্ণা বসু এবং সমরজিৎ আচার্যের নামও সিবিআইয়ের পেশ করা ওই চার্জশিটে রয়েছে ৷

আরও পড়ুন: সুবীরেশের নির্দেশেই প্রার্থীদের মার্কশিটের নম্বর বদল, আদালতে বিস্ফোরক সিবিআই

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর চার্জশিটে বাকি 6 জন হলেন, প্রসন্ন কুমার রায়, প্রদীপ সিং, জুঁই দাস, আজাদ আলি মির্জা, ইমাম মোমিন এবং রোহিত কুমার ঝা ৷ এঁরা এই পুরো নিয়োগ দুর্নীতিতে মধ্যস্থাতাকারী হিসাবে কাজ করেছেন বলে সিবিআইয়ের দাবি ৷ এঁদের মাধ্যমেই অযোগ্য প্রার্থী এবং উপরমহলের মধ্যে আর্থিক লেনদেন হত বলে অভিযোগ উঠেছে ৷ প্রসঙ্গত, প্রসন্ন কুমার রায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আত্মীয় ৷

Last Updated : Oct 26, 2022, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.