ETV Bharat / state

রাজীব কুমারকে আপাতত গ্রেপ্তার নয়, বলল সুপ্রিম কোর্ট - supreme court

সুপ্রিম কোর্ট
author img

By

Published : Feb 5, 2019, 11:46 AM IST

2019-02-05 11:31:38

undefined
কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার

দিল্লি, ৫ ফেব্রুয়ারি : কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল CBI। হলফনামায় CBI জানিয়েছে, তদন্তের সময় পদস্থ পুলিশ আধিকারিক এবং রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে নানা তথ্য পেয়েছে CBI।

হলফনামায় আরও বলা হয়েছে, হাইকোর্টের নজরদারিতে চিটফান্ড দুর্নীতির তদন্ত করেছিল SIT। কিন্তু, গুরুত্বপূর্ণ প্রমাণ প্রধান অভিযুক্তকে ফেরত দেয় SIT। এতে স্পষ্ট যে বৃহৎ ষড়যন্ত্রে পরোক্ষে জড়িত SIT। আবার স্থানীয় প্রশাসন তদন্তে বাধা দিয়েছে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে CBI-র হাতে তদন্তভার তুলে দেওয়ার আগে প্রমাণ নষ্টের চেষ্টা করেছে।

  • তদন্তে পূর্ণ সহযোগিতার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ সুপ্রিম কোর্টের
  • ২০ ফেব্রুয়ারি রাজীব কুমারকে সুপ্রিম কোর্টে হাজিরার নির্দেশ
  • ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি
  • মেঘালয়ের সিলঙে CBI-র সঙ্গে দেখা করবেন রাজীব কুমার
  • CBI সুপ্রিম কোর্টে আরও জানিয়েছে, তৃণমূলের সাথে চিটফান্ড সংস্থাগুলির আর্থিক লেনদেন হয়েছে
  • অতিরিক্ত হলফনামায় CBI দাবি করেছে, কলকাতার পুলিশ কমিশনার এবং SIT টিম সারদা এবং রোজ়ভ্যালির দুর্নীতি ঢেকেছে
  • কিছু তথ্য মুখ বন্ধ খামে CBI-কে জমা দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

গতকাল কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার, রাজ্যের মুখ্যসচিব এবং DGP-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করে CBI। সারদা চিটফান্ড তদন্তে সহযোগিতার জন্য রাজীব কুমারকে নির্দেশ দিতে শীর্ষ আদালতে আবেদনও জানানো হয়। আজ ওই দুটি আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দিল CBI।

চিটফান্ড তদন্ত ইশুতে রবিবার রাজীব কুমারের বাসভবনে পৌঁছায় CBI। তাঁর বিরুদ্ধে চিটফান্ড মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে। বেশ কয়েকবার তাঁকে ডেকে পাঠালেও তিনি আসেননি CBI অফিসে। রবিবার কলকাতার পুলিশ কমিশনারের বাংলোতে গিয়ে বাধার মুখে পড়েন  CBI আধিকারিকরা। তাঁদের আটকও করা হয়। এরপরই গতকাল রাজ্যের মুখ্যসচিব, DGP ও কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করে CBI। সুপ্রিম কোর্টের নির্দেশে চলা চিটফান্ড মামলার তদন্তে বাধাদানের অভিযোগ এনেছে তদন্তকারী সংস্থা। সারদা চিটফান্ড তদন্তে সহযোগিতার জন্য রাজীব কুমারকে নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে আবেদনও জানায় CBI।

2019-02-05 11:31:38

undefined
কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার

দিল্লি, ৫ ফেব্রুয়ারি : কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল CBI। হলফনামায় CBI জানিয়েছে, তদন্তের সময় পদস্থ পুলিশ আধিকারিক এবং রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে নানা তথ্য পেয়েছে CBI।

হলফনামায় আরও বলা হয়েছে, হাইকোর্টের নজরদারিতে চিটফান্ড দুর্নীতির তদন্ত করেছিল SIT। কিন্তু, গুরুত্বপূর্ণ প্রমাণ প্রধান অভিযুক্তকে ফেরত দেয় SIT। এতে স্পষ্ট যে বৃহৎ ষড়যন্ত্রে পরোক্ষে জড়িত SIT। আবার স্থানীয় প্রশাসন তদন্তে বাধা দিয়েছে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে CBI-র হাতে তদন্তভার তুলে দেওয়ার আগে প্রমাণ নষ্টের চেষ্টা করেছে।

  • তদন্তে পূর্ণ সহযোগিতার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ সুপ্রিম কোর্টের
  • ২০ ফেব্রুয়ারি রাজীব কুমারকে সুপ্রিম কোর্টে হাজিরার নির্দেশ
  • ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি
  • মেঘালয়ের সিলঙে CBI-র সঙ্গে দেখা করবেন রাজীব কুমার
  • CBI সুপ্রিম কোর্টে আরও জানিয়েছে, তৃণমূলের সাথে চিটফান্ড সংস্থাগুলির আর্থিক লেনদেন হয়েছে
  • অতিরিক্ত হলফনামায় CBI দাবি করেছে, কলকাতার পুলিশ কমিশনার এবং SIT টিম সারদা এবং রোজ়ভ্যালির দুর্নীতি ঢেকেছে
  • কিছু তথ্য মুখ বন্ধ খামে CBI-কে জমা দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

গতকাল কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার, রাজ্যের মুখ্যসচিব এবং DGP-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করে CBI। সারদা চিটফান্ড তদন্তে সহযোগিতার জন্য রাজীব কুমারকে নির্দেশ দিতে শীর্ষ আদালতে আবেদনও জানানো হয়। আজ ওই দুটি আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দিল CBI।

চিটফান্ড তদন্ত ইশুতে রবিবার রাজীব কুমারের বাসভবনে পৌঁছায় CBI। তাঁর বিরুদ্ধে চিটফান্ড মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে। বেশ কয়েকবার তাঁকে ডেকে পাঠালেও তিনি আসেননি CBI অফিসে। রবিবার কলকাতার পুলিশ কমিশনারের বাংলোতে গিয়ে বাধার মুখে পড়েন  CBI আধিকারিকরা। তাঁদের আটকও করা হয়। এরপরই গতকাল রাজ্যের মুখ্যসচিব, DGP ও কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করে CBI। সুপ্রিম কোর্টের নির্দেশে চলা চিটফান্ড মামলার তদন্তে বাধাদানের অভিযোগ এনেছে তদন্তকারী সংস্থা। সারদা চিটফান্ড তদন্তে সহযোগিতার জন্য রাজীব কুমারকে নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে আবেদনও জানায় CBI।


Rameswaram (Tamil Nadu), Feb 05 (ANI): The Agni Tirtham in Tamil Nadu's Rameswaram milled with crowd since early Monday as thousands of devotees and pilgrims took a dip in the Cauvery river and gave 'Tharpanam' (tribute) to their forefathers on the occasion of Thai Amavasai falling in the Tamil month of Thai. After performing the 'Pujas' to their forefathers, pilgrims and devotees then also bathed at the 22 special springs inside the temple complex.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.