ETV Bharat / state

'অনুমতি না নিয়েই' ভবানী ভবনের অন্দরে CBI দল, খোঁজ চলছে রাজীবের - CGO Complex

রাজীব কুমারের খোঁজে ভবানী ভবনে যায় CBI-এর একটি দল ৷ সেখানে ঘণ্টাখানেক ছিলেন তিনি ৷

রাজীব
author img

By

Published : Sep 21, 2019, 4:31 PM IST

Updated : Sep 21, 2019, 5:02 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর : এবার রাজীব কুমারের খোঁজে ভবানী ভবনে CBI আধিকারিকরা । অভিযোগ, প্রোটোকল অনুযায়ী আধিকারিকদের 'অনুমতি না নিয়েই' ঢুকে যায় CBI-এর দলটি । তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক । প্রায় এক ঘণ্টা সেখানে ছিল তারা ।

গতকালের পর আজও রাজীব কুমারের খোঁজ পেতে তৎপর CBI । উত্তরপ্রদেশের চন্দৌলিতে রাজীবের বাড়িতে যায় CBI-এর একটি টিম। নিজের বাড়িতেই তিনি আত্মগোপন করেছেন কি না তা জানার জন্যেই সেখানে যাওয়া বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর । তদন্তকারীরা জানিয়েছেন, সেখানে তাঁর খোঁজ মেলেনি । তারপরই CGO কমপ্লেক্স থেকে পাঁচজনের একটি দল রওনা দেয় । তারা যায় ভবানী ভবনে CID-এর সদর দপ্তরে । ভবনী ভবন সূত্রের খবর, রিসেপশনে দায়িত্ব প্রাপ্ত ASI দলের কাছে জানতে চান, কোথায় যাবেন। CBI-এর অফিসাররা জানান, IG পদমর্যাদার অফিসারের সঙ্গে দেখা করতে চান তাঁরা । তাঁদের অনুমতি নেওয়ার কথা বলা হয় । কিন্তু, অনুমতি না নিয়েই তাঁরা ভবানী ভবনের অন্দর মহলে ঢুকে পড়েন ৷

এই সংক্রান্ত আরও খবর : পরোয়ানা ছাড়াই রাজীবকে গ্রেপ্তার করতে পারে CBI, বলল আদালত

আসলে CBI জানতে চাইছে, ভবানী ভবনের সঙ্গে রাজীব কুমার যোগাযোগ রাখছেন কি না। ছুটিতে যাওয়ার পর থেকে তিনি অফিসে এসেছেন কি না। সূত্রের খবর, খালি হাতেই ফিরতে হয়েছে CBI-কে।

এই সংক্রান্ত আরও খবর : বিষ্ণুপুরের রিসর্টে তল্লাশি, রাজীব কুমারের বাড়িতেও CBI

কলকাতা, 21 সেপ্টেম্বর : এবার রাজীব কুমারের খোঁজে ভবানী ভবনে CBI আধিকারিকরা । অভিযোগ, প্রোটোকল অনুযায়ী আধিকারিকদের 'অনুমতি না নিয়েই' ঢুকে যায় CBI-এর দলটি । তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক । প্রায় এক ঘণ্টা সেখানে ছিল তারা ।

গতকালের পর আজও রাজীব কুমারের খোঁজ পেতে তৎপর CBI । উত্তরপ্রদেশের চন্দৌলিতে রাজীবের বাড়িতে যায় CBI-এর একটি টিম। নিজের বাড়িতেই তিনি আত্মগোপন করেছেন কি না তা জানার জন্যেই সেখানে যাওয়া বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর । তদন্তকারীরা জানিয়েছেন, সেখানে তাঁর খোঁজ মেলেনি । তারপরই CGO কমপ্লেক্স থেকে পাঁচজনের একটি দল রওনা দেয় । তারা যায় ভবানী ভবনে CID-এর সদর দপ্তরে । ভবনী ভবন সূত্রের খবর, রিসেপশনে দায়িত্ব প্রাপ্ত ASI দলের কাছে জানতে চান, কোথায় যাবেন। CBI-এর অফিসাররা জানান, IG পদমর্যাদার অফিসারের সঙ্গে দেখা করতে চান তাঁরা । তাঁদের অনুমতি নেওয়ার কথা বলা হয় । কিন্তু, অনুমতি না নিয়েই তাঁরা ভবানী ভবনের অন্দর মহলে ঢুকে পড়েন ৷

এই সংক্রান্ত আরও খবর : পরোয়ানা ছাড়াই রাজীবকে গ্রেপ্তার করতে পারে CBI, বলল আদালত

আসলে CBI জানতে চাইছে, ভবানী ভবনের সঙ্গে রাজীব কুমার যোগাযোগ রাখছেন কি না। ছুটিতে যাওয়ার পর থেকে তিনি অফিসে এসেছেন কি না। সূত্রের খবর, খালি হাতেই ফিরতে হয়েছে CBI-কে।

এই সংক্রান্ত আরও খবর : বিষ্ণুপুরের রিসর্টে তল্লাশি, রাজীব কুমারের বাড়িতেও CBI

Intro:কলকাতা, 21 সেপ্টেম্বর: এবার রাজীব কুমারের খোঁজে ভবানী ভবনে সিআইডির টিম। অভিযোগ, সেখানে প্রটোকল অনুযায়ী আধিকারিকদের “অনুমতি না নিয়েই" ঢুকে যায় সিবিআইয়ের দলটি। তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রায় একঘন্টা ধরে ভবনে থাকে সিবিআইয়ের টিম। ADG CID রাজীব কুমারের খোঁজ পেতেই সিবিআইয়ের এই ভবনী ভবনে অভিযান বলে খবর।
Body:গতকালের পর আজও রাজীব কুমারের খোঁজ তৎপর সিবিআই। আজ উত্তরপ্রদেশের চন্দৌলিতে রাজিব কুমারের বাড়িতে যায় CBI এর টিম। সেখানে রাজীব কুমার আত্মগোপন করেছেন কিনা তা জানার জন্যেই এই হানাদারি বলে সিবিআই সূত্রের খবর। তদন্তকারীরা জানিয়েছেন, সেখানে তার খোঁজ মেলেনি। তারপরেই সিজিও কম্প্লেক্স থেকে পাঁচ জনের একটি দল রওনা হয়। তারা সোজা পৌঁছে যায় ভবানী ভবনে সিআইডি সদর দপ্তরে। ভবনী ভবন সূত্রের খবর, রিসেপশনে দায়িত্ব প্রাপ্ত ASI সিবিআইয়ের টিমের কাছে জানতে চান, কোথায় যাবেন। সিবিআইয়ের অফিসাররা জানায়, IG পদমর্যাদার অফিসারের সঙ্গে দেখা করতে চান। তখনই তাদের অনুমতি নেওয়ার কথা বলা হয়। কিন্তু তা না করে তারা সোজা ঢুকে যান ভবানী ভবনের অন্দর মহলে।
Conclusion:আসলে সিবিআই জানতে চাইছে, ভবানী ভবনের সঙ্গে রাজীব কুমার যোগাযোগ রাখছে কিনা। ছুটিতে যাওয়ার পর থেকে তিনি অফিসে এসেছেন কিনা। সূত্রের খবর খালি হাতেই ফিরতে হয়েছে সিবিআইকে।
Last Updated : Sep 21, 2019, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.