ETV Bharat / state

Jiban Krishna Saha: জীবনের 12টি অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, স্ত্রীর নামেও প্রচুর সম্পত্তি; দাবি সিবিআইয়ের - cbi claimed jiban krishna has properties of crores

চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷ তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও তাঁর স্ত্রীর কোটি কোটি টাকা ও বিশাল সম্পত্তি রয়েছে বলে জানাল সিবিআই ৷

Etv Bharat
টগরির সঙ্গে জীবন
author img

By

Published : Apr 18, 2023, 4:56 PM IST

কলকাতা, 18 এপ্রিল: জীবনকৃষ্ণ সাহাকে জেরা করে বিস্ফোরক তথ্য পেল সিবিআই । বীরভূমের সাঁইথিয়া তালতর তাতারপুর বাঁধগোড়া আন্দিতে জীবনকৃষ্ণ সাহার একাধিক সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে । এই সকল সম্পত্তির বর্তমান বাজার মূল্য আনুমানিক 10 থেকে 11 কোটি টাকা । এছাড়াও এই তৃণমূল বিধায়কের শুধু মুর্শিদাবাদেই 8টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ৷ বীরভূমে রয়েছে আরও 4টি ব্যাংক অ্যাকাউন্ট ।

অর্থাৎ, তদন্তে নেমে জীবনকৃষ্ণ সাহা এবং তার স্ত্রী টগরি সাহার নামে মোট 12টি ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পেয়েছেন তদন্তকারীরা ৷ যার মধ্যে চারটি ব্যাংক অ্যাকাউন্ট শুধুমাত্র রয়েছে জীবনের নামে । বাকি তিনটি স্ত্রী টগরির নামে। বাকি পাঁচটি জয়েন্ট অ্যাকাউন্ট ৷ এই সকল ব্যাংক আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন সিবিআই আধিকারিকরা ৷ এই অ্যাকাউন্টে ব্যাংকিং সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

আরও পড়ুন : কেষ্টর কাছেই দুর্নীতিতে হাতেখড়ি জীবনকৃষ্ণের ! দাবি অধীরের

নিজাম প্যালেস সূত্রে জানা গিয়েছে, টগরি সাহা এবং তাঁর স্বামী বিধায়ক জীবনকৃষ্ণের ব্যাংক অ্যাকাউন্টে শুধুমাত্র রয়েছে 12 থেকে 20 কোটি টাকা । ইতিমধ্যেই তৃণমূল বিধায়ককে চারদিনের হেফাজতে নিয়েছে সিবিআই । সোমবার রাত থেকে শুরু হয়েছে জেরা পর্ব । সূত্রের খবর, জীবনকৃষ্ণকে সোমবার সন্ধ্যায় একপ্রস্থ জেরা করা হয় । পরে রাতে ফের শুরু হয় দ্বিতীয় দফার জেরা পর্ব । গতকাল রাতের পর আজ মঙ্গলবার সকাল থেকে ফের জীবনকে জেরা শুরু করেছে সিবিআই ।

সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের দাবি, শুধুমাত্র নিয়োগ দুর্নীতি নয় বরং গরু পাচারকাণ্ডের সঙ্গেও ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা । যখন বীরভূমে অনুব্রত মণ্ডলের খোঁজে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জোগাড় করতে গিয়েছিল সিবিআই, ঠিক সেই সময় একাধিক নথিপত্রে গরু পাচারকাণ্ডে নাম উঠে এসেছিল এই তৃণমূল বিধায়কের ৷ এমনটাই জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন : জীবনকৃষ্ণের ঠিকানা নিজাম প্যালেস, 'জীবনের' জিয়নকাঠির সংকেত কী !

কলকাতা, 18 এপ্রিল: জীবনকৃষ্ণ সাহাকে জেরা করে বিস্ফোরক তথ্য পেল সিবিআই । বীরভূমের সাঁইথিয়া তালতর তাতারপুর বাঁধগোড়া আন্দিতে জীবনকৃষ্ণ সাহার একাধিক সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে । এই সকল সম্পত্তির বর্তমান বাজার মূল্য আনুমানিক 10 থেকে 11 কোটি টাকা । এছাড়াও এই তৃণমূল বিধায়কের শুধু মুর্শিদাবাদেই 8টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ৷ বীরভূমে রয়েছে আরও 4টি ব্যাংক অ্যাকাউন্ট ।

অর্থাৎ, তদন্তে নেমে জীবনকৃষ্ণ সাহা এবং তার স্ত্রী টগরি সাহার নামে মোট 12টি ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পেয়েছেন তদন্তকারীরা ৷ যার মধ্যে চারটি ব্যাংক অ্যাকাউন্ট শুধুমাত্র রয়েছে জীবনের নামে । বাকি তিনটি স্ত্রী টগরির নামে। বাকি পাঁচটি জয়েন্ট অ্যাকাউন্ট ৷ এই সকল ব্যাংক আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন সিবিআই আধিকারিকরা ৷ এই অ্যাকাউন্টে ব্যাংকিং সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

আরও পড়ুন : কেষ্টর কাছেই দুর্নীতিতে হাতেখড়ি জীবনকৃষ্ণের ! দাবি অধীরের

নিজাম প্যালেস সূত্রে জানা গিয়েছে, টগরি সাহা এবং তাঁর স্বামী বিধায়ক জীবনকৃষ্ণের ব্যাংক অ্যাকাউন্টে শুধুমাত্র রয়েছে 12 থেকে 20 কোটি টাকা । ইতিমধ্যেই তৃণমূল বিধায়ককে চারদিনের হেফাজতে নিয়েছে সিবিআই । সোমবার রাত থেকে শুরু হয়েছে জেরা পর্ব । সূত্রের খবর, জীবনকৃষ্ণকে সোমবার সন্ধ্যায় একপ্রস্থ জেরা করা হয় । পরে রাতে ফের শুরু হয় দ্বিতীয় দফার জেরা পর্ব । গতকাল রাতের পর আজ মঙ্গলবার সকাল থেকে ফের জীবনকে জেরা শুরু করেছে সিবিআই ।

সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের দাবি, শুধুমাত্র নিয়োগ দুর্নীতি নয় বরং গরু পাচারকাণ্ডের সঙ্গেও ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা । যখন বীরভূমে অনুব্রত মণ্ডলের খোঁজে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জোগাড় করতে গিয়েছিল সিবিআই, ঠিক সেই সময় একাধিক নথিপত্রে গরু পাচারকাণ্ডে নাম উঠে এসেছিল এই তৃণমূল বিধায়কের ৷ এমনটাই জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন : জীবনকৃষ্ণের ঠিকানা নিজাম প্যালেস, 'জীবনের' জিয়নকাঠির সংকেত কী !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.