ETV Bharat / state

Teachers Recruitment Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডে মানিক-ঘনিষ্ঠ তাপসকে গ্রেফতার করল সিবিআই, ধৃত এক এজেন্টও - শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার আপডেট

তথ্য দিয়ে সাহায্য করলেও রবিবার জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাপস মণ্ডল ও তার এক এজেন্ট নীলাদ্রিকে গ্রেফতার করল সিবিআই (CBI arrested an agent along with Tapas Mandal)৷

Etv Bharat
তাপস মণ্ডল
author img

By

Published : Feb 19, 2023, 8:00 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই (Teachers Recruitment Scam Update)। পাশাপাশি নীলাদ্রি নামে তাঁর এক এজেন্টকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন একের পর এক গ্রেফতারি চলছে ঠিক সেই সময় তাপস মণ্ডল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের একাধিক তথ্য দিয়ে প্রথম পর্যায়ে সাহায্য করেন । তাঁর অভিযোগের ভিত্তিতেই মানিক ভট্টাচার্য-সহ হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করা হয় ।

তবে অপরাধের তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা উপলব্ধি করতে পারেন যে অপরাধের তথ্য দিলেও তাপস মণ্ডল যে একেবারেই অপরাধের সঙ্গে যুক্ত নন, এমনটা বলা যায় না । তিনি একটি বেসরকারি কলেজের কর্ণধার । একাধিক উচ্চপদস্থ এবং প্রভাবশালী ব্যক্তিদের সাহায্যে কোটি কোটি টাকার বিনিময়ে নিজের ছাত্র-ছাত্রীদের চাকরি পাইয়ে দিয়েছেন তাপস মণ্ডল ৷ এমনটাই অভিযোগ আছে সিবিআইয়ের কাছে । বর্তমানে তাপস মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর নজর রেখেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। রবিবার ছুটির দিনেও নিয়োগ দুর্নীতি কাণ্ডে নিজাম প্যালেসে ডাকা হয় তাপস মণ্ডলকে। তাঁর থেকে প্রভাবশালী ব্যক্তিদের নাম জানতে চান তদন্তকারী আধিকারিকরা বলে খবর । কিন্তু তদন্তে অসহযোগিতা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এবার খোদ তাপস মণ্ডলকেই গ্রেফতার করল সিবিআই ।

গ্রেফতারির পর কুন্তল ঘোষ জেরায় তদন্তকারী আধিকারিকদের জানিয়েছিলেন তাপস মণ্ডলকে তিনি লক্ষাধিক টাকা দিয়েছিলেন। এছাড়াও নিয়োগ দুর্নীতিকাণ্ডে কুন্তল ঘোষের (Kuntal Ghosh) অভিযোগ ছিল, তিনি যদি এই ঘটনায় অভিযুক্ত হন তাহলে এই ঘটনায় ওতপ্রোতভাবে তাপস মণ্ডলও যুক্ত আছেন। তিনি সরাসরি প্রশ্ন তোলেন তাহলে কেন দেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তাপস মণ্ডলকে গ্রেফতার করছেন না ? তাপস মণ্ডলের কথাতেই নীলাদ্রি নামে এক ব্যক্তির কথা কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন । তাঁর অভিযোগ ছিল, এই নীলাদ্রি 6 লক্ষ টাকা দু'দফায় কুন্তল ঘোষের থেকে পেয়েছিলেন। তদন্তে নেমে এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সিবিআই নিজাম প্যালেসে তাপস মণ্ডল ও নীলাদ্রিকে ডেকে জিজ্ঞাসাবাদ করে ৷ তারপরই তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে নীলাদ্রি এবং তাপস দু'জনকেই গ্রেফতার করে সিবিআই ।

আরও পড়ুন : দোষী প্রমাণিত হলে আত্মহত্যা করব, দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের

কলকাতা, 19 ফেব্রুয়ারি: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই (Teachers Recruitment Scam Update)। পাশাপাশি নীলাদ্রি নামে তাঁর এক এজেন্টকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন একের পর এক গ্রেফতারি চলছে ঠিক সেই সময় তাপস মণ্ডল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের একাধিক তথ্য দিয়ে প্রথম পর্যায়ে সাহায্য করেন । তাঁর অভিযোগের ভিত্তিতেই মানিক ভট্টাচার্য-সহ হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করা হয় ।

তবে অপরাধের তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা উপলব্ধি করতে পারেন যে অপরাধের তথ্য দিলেও তাপস মণ্ডল যে একেবারেই অপরাধের সঙ্গে যুক্ত নন, এমনটা বলা যায় না । তিনি একটি বেসরকারি কলেজের কর্ণধার । একাধিক উচ্চপদস্থ এবং প্রভাবশালী ব্যক্তিদের সাহায্যে কোটি কোটি টাকার বিনিময়ে নিজের ছাত্র-ছাত্রীদের চাকরি পাইয়ে দিয়েছেন তাপস মণ্ডল ৷ এমনটাই অভিযোগ আছে সিবিআইয়ের কাছে । বর্তমানে তাপস মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর নজর রেখেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। রবিবার ছুটির দিনেও নিয়োগ দুর্নীতি কাণ্ডে নিজাম প্যালেসে ডাকা হয় তাপস মণ্ডলকে। তাঁর থেকে প্রভাবশালী ব্যক্তিদের নাম জানতে চান তদন্তকারী আধিকারিকরা বলে খবর । কিন্তু তদন্তে অসহযোগিতা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এবার খোদ তাপস মণ্ডলকেই গ্রেফতার করল সিবিআই ।

গ্রেফতারির পর কুন্তল ঘোষ জেরায় তদন্তকারী আধিকারিকদের জানিয়েছিলেন তাপস মণ্ডলকে তিনি লক্ষাধিক টাকা দিয়েছিলেন। এছাড়াও নিয়োগ দুর্নীতিকাণ্ডে কুন্তল ঘোষের (Kuntal Ghosh) অভিযোগ ছিল, তিনি যদি এই ঘটনায় অভিযুক্ত হন তাহলে এই ঘটনায় ওতপ্রোতভাবে তাপস মণ্ডলও যুক্ত আছেন। তিনি সরাসরি প্রশ্ন তোলেন তাহলে কেন দেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তাপস মণ্ডলকে গ্রেফতার করছেন না ? তাপস মণ্ডলের কথাতেই নীলাদ্রি নামে এক ব্যক্তির কথা কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন । তাঁর অভিযোগ ছিল, এই নীলাদ্রি 6 লক্ষ টাকা দু'দফায় কুন্তল ঘোষের থেকে পেয়েছিলেন। তদন্তে নেমে এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সিবিআই নিজাম প্যালেসে তাপস মণ্ডল ও নীলাদ্রিকে ডেকে জিজ্ঞাসাবাদ করে ৷ তারপরই তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে নীলাদ্রি এবং তাপস দু'জনকেই গ্রেফতার করে সিবিআই ।

আরও পড়ুন : দোষী প্রমাণিত হলে আত্মহত্যা করব, দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.