ETV Bharat / state

সময় দেওয়া হচ্ছে না রাজীবকে, পাঠানো হল ফের নোটিশ

সময় দেওয়া হচ্ছে না রাজীব কুমারকে, ফের নোটিশ CBI-র । তাঁকে দ্বিতীয়বারের জন্য নোটিশ দেওয়া হচ্ছে CBI-র তরফে । আজ ভবানীভবনে CBI-র একটি দল দ্বিতীয়বার নোটিশ দিয়ে আসে ।

রাজীব কুমার
author img

By

Published : May 28, 2019, 5:36 PM IST

কলকাতা, 28 মে : সময় দেওয়া হচ্ছে না রাজীব কুমারকে । তাঁকে ফের নোটিশ দিল CBI । এনিয়ে দ্বিতীয়বারের জন্য নোটিশ দেওয়া হচ্ছে CBI-র তরফে । আজ ভবানীভবনে CBI-র একটি দল দ্বিতীয়বার নোটিশ দিয়ে আসে । সূত্র জানাচ্ছে, রাজীবকে যাতে সময় না দেওয়া হয় সেজন্য দিল্লি থেকে CGO কমপ্লেক্সে CBI-র কাছে নির্দেশ এসেছে । সেই সূত্রেই তাঁকে দ্বিতীয়বারের জন্য নোটিশ দেওয়া হল ।

রাজীব জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কাজে ছুটিতে রয়েছেন । যদিও শোনা যাচ্ছে, আসলে ব্যক্তিগত কাজে নয়, রাজধানীর পার্শ্ববর্তী রাজ্যে বসে গ্রেফতারি এড়াতে বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখছেন রাজীব কুমার । সম্ভবত কোনও সিগনাল পেয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার । সেকারণেই তিনি আগাম জামিন চেয়ে এখনও পর্যন্ত আদালতে যাননি । যদিও তাঁর পরিকল্পনা নিয়ে এখনও অন্ধকারে প্রায় সকলেই । তিনি আদালতের বাইরে মিটমাট চাইছেন, না কি আইনি লড়াইয়ের পরিকল্পনা করছেন তা নিয়ে স্পিকটি নট রাজীব ঘনিষ্ঠ মহল । তবে এটা নিশ্চিত যে তিনি চুপচাপ বসে নেই ।

সূত্রের খবর, CBI-র তরফে আর সময় দেওয়া হচ্ছে না রাজীবকে । আজ CBI-র কয়েকজন আধিকারিক কলকাতার এক খ্যাতনামা আইনজীবীর সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেছেন বলে খবর।

কলকাতা, 28 মে : সময় দেওয়া হচ্ছে না রাজীব কুমারকে । তাঁকে ফের নোটিশ দিল CBI । এনিয়ে দ্বিতীয়বারের জন্য নোটিশ দেওয়া হচ্ছে CBI-র তরফে । আজ ভবানীভবনে CBI-র একটি দল দ্বিতীয়বার নোটিশ দিয়ে আসে । সূত্র জানাচ্ছে, রাজীবকে যাতে সময় না দেওয়া হয় সেজন্য দিল্লি থেকে CGO কমপ্লেক্সে CBI-র কাছে নির্দেশ এসেছে । সেই সূত্রেই তাঁকে দ্বিতীয়বারের জন্য নোটিশ দেওয়া হল ।

রাজীব জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কাজে ছুটিতে রয়েছেন । যদিও শোনা যাচ্ছে, আসলে ব্যক্তিগত কাজে নয়, রাজধানীর পার্শ্ববর্তী রাজ্যে বসে গ্রেফতারি এড়াতে বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখছেন রাজীব কুমার । সম্ভবত কোনও সিগনাল পেয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার । সেকারণেই তিনি আগাম জামিন চেয়ে এখনও পর্যন্ত আদালতে যাননি । যদিও তাঁর পরিকল্পনা নিয়ে এখনও অন্ধকারে প্রায় সকলেই । তিনি আদালতের বাইরে মিটমাট চাইছেন, না কি আইনি লড়াইয়ের পরিকল্পনা করছেন তা নিয়ে স্পিকটি নট রাজীব ঘনিষ্ঠ মহল । তবে এটা নিশ্চিত যে তিনি চুপচাপ বসে নেই ।

সূত্রের খবর, CBI-র তরফে আর সময় দেওয়া হচ্ছে না রাজীবকে । আজ CBI-র কয়েকজন আধিকারিক কলকাতার এক খ্যাতনামা আইনজীবীর সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেছেন বলে খবর।

Intro:কলকাতা, ২৮ মে: এ যেন ট্যাকটিক্সের গেরিলা যুদ্ধ! একদিকে দুঁদে পুলিশ কর্তা। অন্যদিকে আইনি লড়াইয়ে অ্যাডভান্টেজে থাকা সিবিআই। বসে নেই কোনও পক্ষই। সবটাই চলছে লোকচক্ষুর আড়ালে। রাজীব কুমার সাতদিন সময় চাইলেও, সেই সময় থাকেন দিতে নারাজ সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় শাখার কর্তারা। তবে এখনো পর্যন্ত দিল্লির কোনও নির্দেশ আসেনি বলেই খবর। তাই চলছে অপেক্ষা।Body:ব্যক্তিগত কাজে" ছুটিতে রয়েছেন রাজিব কুমার। যদিও সর্বত্র জল্পনা চলছে, আসলে ব্যক্তিগত কাজ নয়। রাজধানীর পার্শ্ববর্তী রাজ্যে বসে সবকটি সম্ভাবনা খতিয়ে দেখছেন রাজিব কুমার। আর তাতে নাকি কিছু সিগন্যাল পেয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। সেই কারণেই তিনি এখনো পর্যন্ত আদালতে যাননি আগাম জামিন চেয়ে। যদিও দুঁদে পুলিশ কর্তার কি পরিকল্পনা তা নিয়ে অন্ধকারে প্রায় সকলেই। তিনি আদালতের বাইরে মিটমাট চাইছেন, নাকি আইনি লড়াইয়ের সলতে পাকাচ্ছেন, সে বিষয়ে স্পিকটি নট রাজিব ঘনিষ্ঠ মহল। তবে এটা নিশ্চিত যে তিনি চুপচাপ বসে নেই।
Conclusion:অন্যদিকে, সিবিআইয়ের তরফে সম্ভাব্য সব বিষয়ের প্রস্তুতি সেরে রাখা হচ্ছে বলে সূত্রের খবর। সিজিও কম্প্লেক্সে বসা আধিকারিকরা দফায় দফায় নিচ্ছেন আইনি পরামর্শ। কোন পরিস্থিতিতে কোন আইনি পদক্ষেপ করা হবে, সে বিষয়ে আগে থেকেই সলতে পাকিয়ে রাখছেন তারা। আজ সিবিআইয়ের কয়েকজন আধিকারিক শহরের একটা নামি আইনজীবীর সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেছেন বলে খবর। পাশাপাশি আজ দিল্লির সঙ্গে সিজিও কম্প্লেক্স আর তাদের একটি ভিডিও কনফারেন্স হওয়ার কথা রয়েছে বলে খবর। সেখানেই চাওয়া হবে শীর্ষকর্তাদের পরামর্শ। তারপরেই ঠিক হবে রাজিব কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতে যাবে কিনা সিবিআই।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.