ETV Bharat / state

Cattle Smuggling Case : গরু পাচারের টাকা খাটানো হয়েছে বেশ কিছু বেসরকারি সংস্থায়, দাবি সিবিআইয়ের - গরু পাচারের টাকা খাটানো হয়েছে বেশ কিছু বেসরকারি কোম্পানিতে

গরু পাচার কাণ্ডে নয়া তথ্য (Cattle Smuggling Case) ৷ সিবিআই আধিকারিকদের অনুমান, গরু পাচারের টাকা বিনিয়োগ করা হয়েছে বেশ কিছু বেসরকারি সংস্থায় ৷

cbi
সিবিআই
author img

By

Published : Apr 10, 2022, 5:35 PM IST

কলকাতা, 10 এপ্রিল : রাজ্যে গরু পাচার কাণ্ডে বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু বেসরকারি সংস্থার নাম পেয়েছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ।
জানা গিয়েছে, গরু পাচারের টাকা ওই সমস্ত বেসরকারি সংস্থার অ্যাকাউন্টের মাধ্যমে হস্তান্তর হয়েছিল । মূলত কালো টাকাকে সাদা টাকায় রূপান্তরিত করার জন্যই ওই কোম্পানিগুলিকে কাজে লাগানো হয়েছিল বলে অনুমান সিবিআইয়ের (Cattle Smuggling Money has been Spent in Several Private Company Says CBI) । যার মধ্যে বেশ কয়েকটি কোম্পানি কলকাতায় অবস্থিত বলে নিজাম প্যালেস সূত্রে খবর ।
সিবিআইয়ের তরফ থেকে ইতিমধ্যেই ওই সব কোম্পানিগুলির নামের তালিকা তৈরি করা হয়েছে । তবে এই তদন্তে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে গরু পাচার কাণ্ডে ধৃত বিকাশ মিশ্রের শারীরিক অবস্থা । ইতিমধ্যেই আলিপুর কমান্ড হাসপাতালে তার শারীরিক পরীক্ষা হয়েছে ৷ হেফাজতে নেওয়ার আগে আসানসোল আদালতে তার আইনজীবীর তরফ থেকে বারবার অনুরোধ করা হয় যে, বিকাশের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক । তাকে যেন সিবিআই হেফাজত না দেওয়া হয় । কিন্তু তার মধ্যেই 18 এপ্রিল পর্যন্ত বিকাশ মিশ্রকে গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই ৷

এর পাশাপাশি বিকাশ মিশ্রকে সঙ্গে নিয়ে তার দেওয়া তথ্যের উপর নির্ভর করে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা । কিন্তু বিকাশ মিশ্রের শারীরিক অবস্থা এতটাই সংকটজনক যে, তাঁকে নিয়ে আদৌ ওই সকল কোম্পানির অফিসে তল্লাশি চালানো সম্ভব হবে কি না ,তা বুঝে উঠতে এই মুহূর্তে আলিপুর কমান্ড হাসপাতালে বিকাশ মিশ্রের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে সিবিআই ৷

কলকাতা, 10 এপ্রিল : রাজ্যে গরু পাচার কাণ্ডে বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু বেসরকারি সংস্থার নাম পেয়েছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ।
জানা গিয়েছে, গরু পাচারের টাকা ওই সমস্ত বেসরকারি সংস্থার অ্যাকাউন্টের মাধ্যমে হস্তান্তর হয়েছিল । মূলত কালো টাকাকে সাদা টাকায় রূপান্তরিত করার জন্যই ওই কোম্পানিগুলিকে কাজে লাগানো হয়েছিল বলে অনুমান সিবিআইয়ের (Cattle Smuggling Money has been Spent in Several Private Company Says CBI) । যার মধ্যে বেশ কয়েকটি কোম্পানি কলকাতায় অবস্থিত বলে নিজাম প্যালেস সূত্রে খবর ।
সিবিআইয়ের তরফ থেকে ইতিমধ্যেই ওই সব কোম্পানিগুলির নামের তালিকা তৈরি করা হয়েছে । তবে এই তদন্তে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে গরু পাচার কাণ্ডে ধৃত বিকাশ মিশ্রের শারীরিক অবস্থা । ইতিমধ্যেই আলিপুর কমান্ড হাসপাতালে তার শারীরিক পরীক্ষা হয়েছে ৷ হেফাজতে নেওয়ার আগে আসানসোল আদালতে তার আইনজীবীর তরফ থেকে বারবার অনুরোধ করা হয় যে, বিকাশের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক । তাকে যেন সিবিআই হেফাজত না দেওয়া হয় । কিন্তু তার মধ্যেই 18 এপ্রিল পর্যন্ত বিকাশ মিশ্রকে গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই ৷

এর পাশাপাশি বিকাশ মিশ্রকে সঙ্গে নিয়ে তার দেওয়া তথ্যের উপর নির্ভর করে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা । কিন্তু বিকাশ মিশ্রের শারীরিক অবস্থা এতটাই সংকটজনক যে, তাঁকে নিয়ে আদৌ ওই সকল কোম্পানির অফিসে তল্লাশি চালানো সম্ভব হবে কি না ,তা বুঝে উঠতে এই মুহূর্তে আলিপুর কমান্ড হাসপাতালে বিকাশ মিশ্রের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে সিবিআই ৷

আরও পড়ুন : Bikash Mishra's CBI Custody : এবার গরু পাচারকাণ্ডে সিবিআই হেফাজতে বিকাশ, নতুন তথ্য মেলার আশায় গোয়েন্দারা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.