ETV Bharat / state

High Court: পাথর বোঝাই লরি থেকে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ, সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা - Rampurhat Municipality

বীরভূমের রামপুরহাটে বালি ও পাথর বোঝাই লরি থেকে বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগ ৷ সিবিআই তদন্তের (CBI Investigation) দাবি জানিয়ে এই বিষয়ে হাইকোর্টে মামলা দায়ের করলেন রামপুরহাট পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সঞ্জীব মল্লিক ৷

Etv Bharat
হাইকোর্ট
author img

By

Published : Feb 9, 2023, 10:17 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: জাল নথি দেখিয়ে বালি ও পাথর বোঝাই লরি থেকে কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ বীরভূমের রামপুরহাটে (Allegation for Illegal Money taking from Sand Loaded Lorry) । অর্থ সরকারের ঘরে জমা পড়ছে না । ফলে সরকারের আর্থিক ক্ষতি, অন্য দিকে পাথরের দাম অযথা বেড়ে যাচ্ছে । সরকারি স্ট্যাম্প জাল করে এই কাজ চলছে রমরমিয়ে । প্রতিদিন প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি টাকা তোলা হয় ।

সিবিআই তদন্তের দাবি জানিয়ে রামপুরহাট পৌরসভার (Rampurhat Municipality) 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সঞ্জীব মল্লিক মামলা দায়ের করেন । বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিলেন, অবিলম্বে এই বিষয়ে আবেদনকারীকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নোটিশ দিয়ে জানাতে হবে । পাশাপাশি বীরভূমের জেলাশাসক ও রামপুরহাট, মুরারই, নলহাটি ও মহম্মদবাজার থানাকেও এই মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে । ভূমি সংস্কার দফতরকেও এই মামলায় যুক্ত করা হয়েছে ।

আরও পড়ুন : বালি ও পাথর বোঝাই লরি থেকে টাকা তোলার অভিযোগ, রাজ্যের রিপোর্ট তলব হাইককোর্টের

এদিনের শুনানিতে মামলাকারীর তরফের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, কালো পাথর বোঝাই গাড়ি থেকে রোজ 2-3 কোটি টাকা বেআইনিভাবে নেওয়া হচ্ছে । অভিযোগ জানিয়েও কাজ হয়নি । বগটুইয়ের ঘটনার পরে, সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ করা হয়েছে, বেআইনিভাবে তোলা এই টাকার ভাগের ঝামেলার জন্যই ঘটেছে বগটুইয়ের ঘটনা ।

এই ঘটনার পর টাকা তোলা একমাস বন্ধ থাকলেও আবার তা শুরু হয়েছে । প্রতি ট্রাক থেকে তোলা হচ্ছে 4 হাজার 800 থেকে 6 হাজার 400 টাকা ।সিবিআইয়ের তরফে জানানো হয় আদালত তদন্তের নির্দেশ দিলে তাঁরা তৈরি আছেন । এক্ষেত্রে ও অভিযোগের তীর অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ লোকজনের প্রতি । অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ লোকেরাই বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগায় এই কাজ করছে বলেই অভিযোগ ।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্তে বেআইনি ভাবে রাজ্য টাকা নিচ্ছে ! জনস্বার্থ মামলার রায়দান স্থগিত

কলকাতা, 9 ফেব্রুয়ারি: জাল নথি দেখিয়ে বালি ও পাথর বোঝাই লরি থেকে কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ বীরভূমের রামপুরহাটে (Allegation for Illegal Money taking from Sand Loaded Lorry) । অর্থ সরকারের ঘরে জমা পড়ছে না । ফলে সরকারের আর্থিক ক্ষতি, অন্য দিকে পাথরের দাম অযথা বেড়ে যাচ্ছে । সরকারি স্ট্যাম্প জাল করে এই কাজ চলছে রমরমিয়ে । প্রতিদিন প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি টাকা তোলা হয় ।

সিবিআই তদন্তের দাবি জানিয়ে রামপুরহাট পৌরসভার (Rampurhat Municipality) 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সঞ্জীব মল্লিক মামলা দায়ের করেন । বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিলেন, অবিলম্বে এই বিষয়ে আবেদনকারীকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নোটিশ দিয়ে জানাতে হবে । পাশাপাশি বীরভূমের জেলাশাসক ও রামপুরহাট, মুরারই, নলহাটি ও মহম্মদবাজার থানাকেও এই মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে । ভূমি সংস্কার দফতরকেও এই মামলায় যুক্ত করা হয়েছে ।

আরও পড়ুন : বালি ও পাথর বোঝাই লরি থেকে টাকা তোলার অভিযোগ, রাজ্যের রিপোর্ট তলব হাইককোর্টের

এদিনের শুনানিতে মামলাকারীর তরফের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, কালো পাথর বোঝাই গাড়ি থেকে রোজ 2-3 কোটি টাকা বেআইনিভাবে নেওয়া হচ্ছে । অভিযোগ জানিয়েও কাজ হয়নি । বগটুইয়ের ঘটনার পরে, সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ করা হয়েছে, বেআইনিভাবে তোলা এই টাকার ভাগের ঝামেলার জন্যই ঘটেছে বগটুইয়ের ঘটনা ।

এই ঘটনার পর টাকা তোলা একমাস বন্ধ থাকলেও আবার তা শুরু হয়েছে । প্রতি ট্রাক থেকে তোলা হচ্ছে 4 হাজার 800 থেকে 6 হাজার 400 টাকা ।সিবিআইয়ের তরফে জানানো হয় আদালত তদন্তের নির্দেশ দিলে তাঁরা তৈরি আছেন । এক্ষেত্রে ও অভিযোগের তীর অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ লোকজনের প্রতি । অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ লোকেরাই বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগায় এই কাজ করছে বলেই অভিযোগ ।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্তে বেআইনি ভাবে রাজ্য টাকা নিচ্ছে ! জনস্বার্থ মামলার রায়দান স্থগিত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.