কলকাতা, 24 এপ্রিল: এবার তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে মামলা হল কলকাতা হাইকোর্টে ৷ এই অভিযোগ তুলে মামলা করেছেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি ৷ এনিয়ে সোমবার তরুণজ্যোতি তিওয়ারি বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেন । বিচারপতি মামলা করার সম্মতি দিয়েছেন । 26 এপ্রিল সেই মামলার শুনানির সম্ভাবনা ।
অভিযোগ, অপরূপা একটি তালিকা দিয়েছিলেন । সেই তালিকায় থাকা প্রার্থীদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে । 2017 সালের 18 সেপ্টেম্বর নিজের প্যাডে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সুপারিশ করেন এই সাংসদ । সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন তরুনজ্যোতি তিওয়ারি । আইনজীবীর দাবি, আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার স্কুলে গ্রুপ সি-সহ অন্যান্য নিয়োগে জড়িত । কিছুদিন আগে নারদ মামলার অভিযুক্ত অপরূপা পোদ্দার এফআইয়ার থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । 2014 সালের ঘটনা সেটি । ওই ঘটনায় সিবিআইয়ের এখনও তদন্ত শেষ হয়নি । তবে সাংসদের আবেদনে সাড়া দেন বিচারপতি রাজাশেখর মান্থা । মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন তিনি ।
প্রসঙ্গত, বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ইতিমধ্যে রাজ্যের শাসকদল জর্জরিত । নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়ে একাধিক নেতা মন্ত্রী জেলে রয়েছেন । নতুন নতুন নেতা নেত্রীদের জড়িত থাকার প্রমাণ সামনে আসছে । এই বিষয়ে বেশ কিছুদিন ধরেই প্রকাশ্য বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ ও রাজ্য বিজেপি নেতৃত্ব । বিশেষত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
উল্লেখ্য, গত সপ্তাহে নদিয়ার তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা । সেই মামলাটিও করেছিলেন এই একই আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি । তাপস সাহার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে চাকরি দেওয়ার নাম করে প্রায় 16 কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ ওঠে । সেই ঘটনায় পুলিশ তাপস সাহাকে গ্রেফতার না করায় ক্ষুব্ধ বিচারপতি মান্থা গত সপ্তাহে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন ।
আরও পড়ুন: তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগের তদন্তে রাজি সিবিআই