ETV Bharat / state

Bhanu Bag Faked Aadhar: অগ্নিদগ্ধ অবস্থায় ভানু বাগ মাত্র 90 মিনিটে নিজের আধার জাল করে পালান ওড়িশায় ! - জাল আধার

এগরার ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়ার পর সেই অবস্থাতেই বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ মাত্র 90 মিনিটে নিজের আধার কার্ড জাল করে পালিয়েছিলেন ওড়িশায় ৷ এমনই তথ্য এসেছে সিআইডি-র হাতে ৷

Bhanu Bag Faked Aadhar
Bhanu Bag Faked Aadhar
author img

By

Published : May 19, 2023, 3:00 PM IST

কলকাতা, 19 মে: ভয়াবহ বিস্ফোরণে শরীরের 80 শতাংশ তখন পুড়ে গিয়েছে ৷ সেই অবস্থায় পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে হবে ৷ গুরুতর জখম অবস্থাতেই এগরার বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ নিজের নকল আধার কার্ড বানিয়েছিলেন ৷ তাও আবার মাত্র 90 মিনিটে ৷ সেই ভুয়ো আধার কার্ড ওড়িশার হাসপাতালে দেখিয়ে নিজেকে ওড়িশাবাসী বলে দাবি করেছিলেন তিনি ৷ তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির ৷

পূর্ব মেদিনীপুরের এগরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগের মৃত্যু হয়েছে । জানা গিয়েছে, ঘটনার দিন অর্থাৎ মঙ্গলবার ভানু বাগ বাজি কারখানায় বিস্ফোরণে গুরুতরভাবে জখম হন । এরপরেই মাত্র 90 মিনিটের প্রচেষ্টায় তিনি তাঁর পরিচয় পত্র আধার কার্ড নকল করে নেন । এরপর জখম অবস্থাতেই বাইকে চড়ে সরাসরি তিনি একটি রাস্তা ধরে পাড়ি দেন ওড়িশার কটকে ।

পুলিশ সূত্রে খবর, আধার কার্ড নকল করার প্রক্রিয়া এত তাড়াতাড়ি করেছিলেন ভানু বাগ যে, মাত্র দেড় ঘণ্টার মধ্যে সেই নকল আধার কার্ড তিনি জমা দেন ওড়িশার রুদ্র হাসপাতালে । সেখানে নিজেকে ওড়িশাবাসী বলে পরিচয় দিয়ে সেই হাসপাতালে ভর্তি হন ভানু বাগ । সিআইডির সন্দেহ, এই ঘটনায় ভানু বাগের পাশাপাশি আরও একাধিক মাস্টারমাইন্ড যুক্ত রয়েছে, যারা নকল আধার কার্ড তৈরি করতে কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগকে সাহায্য করেছিল । তাদের খোঁজ চালাচ্ছেন সিআইডি গোয়েন্দারা ।

সিআইডির গোয়েন্দাদের অভিযোগ, এইভাবে নকল পরিচয় পত্র বানিয়ে একাধিক ব্যক্তি ভিন রাজ্য এবং ভিন রাষ্ট্র থাকে বেআইনিভাবে এই রাজ্যে ঢুকে আইন-শৃঙ্খলার অবনতির ঘটনায় যুক্ত থাকে । কৃষ্ণপদ বাগ কোনদিনও ভিন রাজ্য বা অন্য দেশে গিয়েছিল কি না সেই ব্যাপারেও খোঁজ নিচ্ছেন সিআইডির গোয়েন্দারা ।

তদন্তে নেমে সিআইডির গোয়েন্দারা খতিয়ে দেখছেন যে, নকল আধার কার্ডটি ভানু বাগ কোথা থেকে বানিয়েছিলেন । মঙ্গলবার রাত দুটো নাগাদ ওড়িশার রুদ্র হাসপাতালে গিয়ে ভানু বাগ ভর্তি হন । তবে তাঁর বার্ন ইনজুরি দেখে ডাক্তারদের প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল ৷ ফলে চিকিৎসকরা তাঁর পরিবারের সদস্যদের কাছে জানতে চান যে, এই অবস্থা হল কী করে ? অভিযোগ, সেই সময় তাঁর পরিবারের সদস্যরা চিকিৎসকদের জানান, একটি বিয়ে বাড়ির রান্নার তদারকি করছিলেন ভানু ৷ ঠিক সেই সময় সিলিন্ডার ফেটে তিনি জখম হয়েছেন ।

কিন্তু সিলিন্ডার ফেটে যে ভাবে বার্ন ইনজুরি হয়, আর ভয়াবহ বিস্ফোরণ ঘটলে একজন মানুষের শরীর যে ভাবে ক্ষতবিক্ষত হয়, তা ভালোভাবেই জানেন চিকিৎসকরা ৷ ফলে প্রথম থেকেই তাঁদের ভানু বাগকে নিয়ে সন্দেহ দানা বাঁধে । পরে সিআইডির গোয়েন্দারা হাসপাতালে গিয়ে খোঁজখবর করলে গোটা ঘটনাটি সামনে আসে ।

গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় একটি নিষিদ্ধ বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় একাধিক মানুষ প্রাণ হারান । সেই বিস্ফোরণে অগ্নিদগ্ধ কারখানার মালিক ভানু বাগ নিজের পরিচয় আত্মগোপন করে ওড়িশার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হল না ৷ আজ ভোররাতে তাঁর মৃত্যু হয় । হাসপাতাল সূত্রের খবর, তাঁর শরীরের 80 শতাংশই পুড়ে গিয়েছিল ।

আরও পড়ুন: বাজিওয়ালা ভানুর মৃত্যুতে খাদিকুল বিস্ফোরণ কাণ্ডের তদন্তের গতি থমকে যেতে পারে, আশঙ্কা পুলিশ মহলের

কলকাতা, 19 মে: ভয়াবহ বিস্ফোরণে শরীরের 80 শতাংশ তখন পুড়ে গিয়েছে ৷ সেই অবস্থায় পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে হবে ৷ গুরুতর জখম অবস্থাতেই এগরার বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ নিজের নকল আধার কার্ড বানিয়েছিলেন ৷ তাও আবার মাত্র 90 মিনিটে ৷ সেই ভুয়ো আধার কার্ড ওড়িশার হাসপাতালে দেখিয়ে নিজেকে ওড়িশাবাসী বলে দাবি করেছিলেন তিনি ৷ তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির ৷

পূর্ব মেদিনীপুরের এগরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগের মৃত্যু হয়েছে । জানা গিয়েছে, ঘটনার দিন অর্থাৎ মঙ্গলবার ভানু বাগ বাজি কারখানায় বিস্ফোরণে গুরুতরভাবে জখম হন । এরপরেই মাত্র 90 মিনিটের প্রচেষ্টায় তিনি তাঁর পরিচয় পত্র আধার কার্ড নকল করে নেন । এরপর জখম অবস্থাতেই বাইকে চড়ে সরাসরি তিনি একটি রাস্তা ধরে পাড়ি দেন ওড়িশার কটকে ।

পুলিশ সূত্রে খবর, আধার কার্ড নকল করার প্রক্রিয়া এত তাড়াতাড়ি করেছিলেন ভানু বাগ যে, মাত্র দেড় ঘণ্টার মধ্যে সেই নকল আধার কার্ড তিনি জমা দেন ওড়িশার রুদ্র হাসপাতালে । সেখানে নিজেকে ওড়িশাবাসী বলে পরিচয় দিয়ে সেই হাসপাতালে ভর্তি হন ভানু বাগ । সিআইডির সন্দেহ, এই ঘটনায় ভানু বাগের পাশাপাশি আরও একাধিক মাস্টারমাইন্ড যুক্ত রয়েছে, যারা নকল আধার কার্ড তৈরি করতে কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগকে সাহায্য করেছিল । তাদের খোঁজ চালাচ্ছেন সিআইডি গোয়েন্দারা ।

সিআইডির গোয়েন্দাদের অভিযোগ, এইভাবে নকল পরিচয় পত্র বানিয়ে একাধিক ব্যক্তি ভিন রাজ্য এবং ভিন রাষ্ট্র থাকে বেআইনিভাবে এই রাজ্যে ঢুকে আইন-শৃঙ্খলার অবনতির ঘটনায় যুক্ত থাকে । কৃষ্ণপদ বাগ কোনদিনও ভিন রাজ্য বা অন্য দেশে গিয়েছিল কি না সেই ব্যাপারেও খোঁজ নিচ্ছেন সিআইডির গোয়েন্দারা ।

তদন্তে নেমে সিআইডির গোয়েন্দারা খতিয়ে দেখছেন যে, নকল আধার কার্ডটি ভানু বাগ কোথা থেকে বানিয়েছিলেন । মঙ্গলবার রাত দুটো নাগাদ ওড়িশার রুদ্র হাসপাতালে গিয়ে ভানু বাগ ভর্তি হন । তবে তাঁর বার্ন ইনজুরি দেখে ডাক্তারদের প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল ৷ ফলে চিকিৎসকরা তাঁর পরিবারের সদস্যদের কাছে জানতে চান যে, এই অবস্থা হল কী করে ? অভিযোগ, সেই সময় তাঁর পরিবারের সদস্যরা চিকিৎসকদের জানান, একটি বিয়ে বাড়ির রান্নার তদারকি করছিলেন ভানু ৷ ঠিক সেই সময় সিলিন্ডার ফেটে তিনি জখম হয়েছেন ।

কিন্তু সিলিন্ডার ফেটে যে ভাবে বার্ন ইনজুরি হয়, আর ভয়াবহ বিস্ফোরণ ঘটলে একজন মানুষের শরীর যে ভাবে ক্ষতবিক্ষত হয়, তা ভালোভাবেই জানেন চিকিৎসকরা ৷ ফলে প্রথম থেকেই তাঁদের ভানু বাগকে নিয়ে সন্দেহ দানা বাঁধে । পরে সিআইডির গোয়েন্দারা হাসপাতালে গিয়ে খোঁজখবর করলে গোটা ঘটনাটি সামনে আসে ।

গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় একটি নিষিদ্ধ বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় একাধিক মানুষ প্রাণ হারান । সেই বিস্ফোরণে অগ্নিদগ্ধ কারখানার মালিক ভানু বাগ নিজের পরিচয় আত্মগোপন করে ওড়িশার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হল না ৷ আজ ভোররাতে তাঁর মৃত্যু হয় । হাসপাতাল সূত্রের খবর, তাঁর শরীরের 80 শতাংশই পুড়ে গিয়েছিল ।

আরও পড়ুন: বাজিওয়ালা ভানুর মৃত্যুতে খাদিকুল বিস্ফোরণ কাণ্ডের তদন্তের গতি থমকে যেতে পারে, আশঙ্কা পুলিশ মহলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.