কলকাতা, 24 সেপ্টেম্বর : পড়ুয়াদের জন্য সুখবর ৷ আগামী মাস থেকে অবশেষে চালু হচ্ছে কেরিয়ার কাউন্সেলিং পোর্টাল ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এই পোর্টাল চালুর বিষয়ে আগেই ঘোষণা করেছিলেন ৷ তাঁর ঘোষণাকে মান্যতা দিয়ে আগামী 5 অক্টোবর থেকে পড়ুয়াদের জন্য চালু করে দেওয়া হবে এই নয়া পোর্টাল । উচ্চশিক্ষা স্তরে কী নিয়ে পড়াশোনা করলে ভাল হবে, ভবিষ্যৎ পরিকল্পনা-সহ দেশ ও বিদেশের নানা বিশ্ববিদ্যালয়ের খুঁটিনাটি তথ্য মিলবে এক ক্লিকেই ।
আজ বিকাশ ভবনে শিক্ষার্থীদের জন্য 'মেধা' নামে দুদিনের একটি ওয়েবিনারের উদ্বোধনী অনুষ্ঠানে পোর্টাল চালুর কথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । আগামী মাসেই শুরু হচ্ছে ছাত্র-ছাত্রীদের জন্য এই বিশেষ পরিষেবা । এর আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রাজ্যের পড়ুয়াদের সুবিধার জন্য শুরু করা হবে একটি ক্যারিয়ার গাইডেন্স পোর্টাল। তাই এবার তাঁর সেই ঘোষণাকে মান্যতা দিয়েই পরের মাসেই পুজোর আগে চালু হতে চলেছে এই পোর্টালটি । পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য যাতে রাজ্যের বা দেশের বাইরে যেতে না হয় তাই এই পরিষেবার ভাবনা । বাড়িতে বসেই একটি ক্লিকের মাধ্যমে বিভিন্ন বিষয়ে পড়াশোনা নিয়ে জানতে পারবে ৷
তাছাড়াও পোর্টালটিতে দেশ-বিদেশের প্রায় সমস্ত নামজাদা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের খোঁজ পাওয়া যাবে ৷ তাঁদের পছন্দের কোর্স বেছে নিয়ে সেই বিষয়টি সম্বন্ধে বিস্তারিত তথ্য পাওয়া যাবে । বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির সম্পর্কে হদিশ মিলবে এখানে । জানা গিয়েছে, শিক্ষার্থীদের কেরিয়ার নিয়ে পরামর্শ দিতে ও সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞরা কাউন্সেলিংও করবেন ।
শুধু তাই নয়, এখানে প্রায় 500-র উপর কোর্সের তালিকা থাকবে ।
মুখ্যমন্ত্রী স্টুডেন্ট'স ক্রেডিট কার্ড উদ্বোধনের দিন এই ক্যারিয়ার কাউন্সেলিং পোর্টালটির সম্পর্কে ঘোষণা করেন । তখন তিনি জানিয়েছিলেন, রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের যে ট্যাব, মোবাইল ফোন এবং ল্যাপটপ দেবে তার মাধ্যমে এই বিশেষ পোর্টালটি দেখা যাবে ।