ETV Bharat / state

Captain Steel: সৌরভের সঙ্গে শালবনীর ইস্পাত প্রকল্পে সহযোগিতার হাত বাড়াল ক্যাপ্টেন স্টিল - ক্যাপ্টেন স্টিলের ডিরেক্টর সঞ্জয় গুপ্ত

Captain Steel to Partner Sourav Ganguly: বাংলায় নতুন কর্মসংস্থান গড়ে তুলছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ পশ্চিম মেদিনীপুরের শালবনিতে তিনি তৈরি করছেন স্টিল প্ল্যান্ট ৷ এই প্রজেক্টে সৌরভের সঙ্গে হাত মিলিয়েছেন ক্যাপ্টেন স্টিলের ডিরেক্টর সঞ্জয় গুপ্ত ৷

Captain Steel on Sourav's Project
মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 9:55 PM IST

Updated : Sep 16, 2023, 11:00 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: ক্যাপ্টেন স্টিল সংস্থার সঙ্গে যৌথ প্রয়াসে বাংলায় শিল্প গড়ে তুলতে উদ্যোগী ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আগেই তিনি ঘোষণা করেছেন, এক বন্ধুকে সঙ্গে নিয়ে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে গড়ে তুলবেন ইস্পাত কারখানা ৷ শনিবার আনুষ্ঠানিকভাবে জানা গিয়েছে, ক্যাপ্টেন স্টিল এই প্রজেক্টে হাত মিলিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ৷

প্রাক্তন অধিনায়ক বলেন, "বাংলায় আমাদের তৃতীয় কারখানা গড়ে তোলা হবে ৷ শিল্পের এই নয়া দিগন্ত খোলার এই সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাব মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ অনেকেই ভাবেন আমি শুধু ক্রিকেটই খেলি ৷ কিন্তু 2007 সালে আমি একটা ছোট ইস্পাত কারখানা গড়ে তুলি ৷ আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আমি মেদিনীপুরে নতুন ইস্পাত কারখানা তৈরির কাজ শুরু করব ৷"

ক্যাপ্টেন স্টিলের ডিরেক্টর সঞ্জয় গুপ্ত এ ব্যাপারে সংবাদ সংস্থা পিটিআই'কে বলেন, "সৌরভ আমাদের খুব কাছের বন্ধু ৷ আমাদের দীর্ঘদিনের একটা সংস্থা রয়েছে ৷ সৌরভের সাহায্য নিয়েই আমাদের লক্ষ্য আছে পশ্চিমবঙ্গে একটা স্টিল প্ল্যান্ট গড়ে তোলার ৷ আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি, এই প্রজেক্টের জন্য অন্ততপক্ষে 600-700 একর জমি প্রয়োজন ৷"

তিনি আরও বলেন, "এই প্রজেক্টে প্রাথমিকভাবে এক মিলিয়ন টন ইস্পাত উৎপন্ন করা হবে ৷ যার জন্য খরচ হবে প্রায় 2500 হাজার কোটি টাকা ৷" পাশাপাশি, এই প্রোজেক্টের জন্য যে সরকারের তরফে জমি দেওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত পাওয়া গিয়েছে, তারও সুক্ষভাবে তুলে ধরেন ৷ তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি এই প্রজেক্টের জন্য প্রয়োজনীয় সবরকম লাইসেন্স চলে আসবে তাঁদের কাছে ৷ তিনি বলেন, "শুরুতে আমাদের মোটামুটি টার্গেট থাকবে আড়াই বছরের মধ্যে কারখানাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার ৷"

আরও পড়ুন: 'রাজ্যবাসীকে বোকা বানাতেই স্পেন সফর ' একসঙ্গে মমতা-সৌরভকে কটাক্ষ সুকান্ত'র

এদিন ক্যাপ্টেন স্টিলের ডিরেক্টর আরও জানিয়েছেন, দীর্ঘ 15 বছর ধরে সৌরভ যুক্ত রয়েছেন তাঁদের সঙ্গে ৷ তাঁদের অন্যতম প্রোডাক্ট ক্যাপ্টেন টিএমটি বারস-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ ৷ তিনি জানিয়েছেন, ক্যাপ্টেন স্টিল মূল বিনিয়োগকারী হিসাবে এই প্রজেক্টে কাজ করবে এবং সৌরভ গঙ্গোপাধ্যায় এই কাজে যে আগ্রহ দেখিয়েছেন তা যথাসময়ে পরিলক্ষিত হবে ৷

কলকাতা, 16 সেপ্টেম্বর: ক্যাপ্টেন স্টিল সংস্থার সঙ্গে যৌথ প্রয়াসে বাংলায় শিল্প গড়ে তুলতে উদ্যোগী ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আগেই তিনি ঘোষণা করেছেন, এক বন্ধুকে সঙ্গে নিয়ে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে গড়ে তুলবেন ইস্পাত কারখানা ৷ শনিবার আনুষ্ঠানিকভাবে জানা গিয়েছে, ক্যাপ্টেন স্টিল এই প্রজেক্টে হাত মিলিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ৷

প্রাক্তন অধিনায়ক বলেন, "বাংলায় আমাদের তৃতীয় কারখানা গড়ে তোলা হবে ৷ শিল্পের এই নয়া দিগন্ত খোলার এই সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাব মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ অনেকেই ভাবেন আমি শুধু ক্রিকেটই খেলি ৷ কিন্তু 2007 সালে আমি একটা ছোট ইস্পাত কারখানা গড়ে তুলি ৷ আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আমি মেদিনীপুরে নতুন ইস্পাত কারখানা তৈরির কাজ শুরু করব ৷"

ক্যাপ্টেন স্টিলের ডিরেক্টর সঞ্জয় গুপ্ত এ ব্যাপারে সংবাদ সংস্থা পিটিআই'কে বলেন, "সৌরভ আমাদের খুব কাছের বন্ধু ৷ আমাদের দীর্ঘদিনের একটা সংস্থা রয়েছে ৷ সৌরভের সাহায্য নিয়েই আমাদের লক্ষ্য আছে পশ্চিমবঙ্গে একটা স্টিল প্ল্যান্ট গড়ে তোলার ৷ আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি, এই প্রজেক্টের জন্য অন্ততপক্ষে 600-700 একর জমি প্রয়োজন ৷"

তিনি আরও বলেন, "এই প্রজেক্টে প্রাথমিকভাবে এক মিলিয়ন টন ইস্পাত উৎপন্ন করা হবে ৷ যার জন্য খরচ হবে প্রায় 2500 হাজার কোটি টাকা ৷" পাশাপাশি, এই প্রোজেক্টের জন্য যে সরকারের তরফে জমি দেওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত পাওয়া গিয়েছে, তারও সুক্ষভাবে তুলে ধরেন ৷ তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি এই প্রজেক্টের জন্য প্রয়োজনীয় সবরকম লাইসেন্স চলে আসবে তাঁদের কাছে ৷ তিনি বলেন, "শুরুতে আমাদের মোটামুটি টার্গেট থাকবে আড়াই বছরের মধ্যে কারখানাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার ৷"

আরও পড়ুন: 'রাজ্যবাসীকে বোকা বানাতেই স্পেন সফর ' একসঙ্গে মমতা-সৌরভকে কটাক্ষ সুকান্ত'র

এদিন ক্যাপ্টেন স্টিলের ডিরেক্টর আরও জানিয়েছেন, দীর্ঘ 15 বছর ধরে সৌরভ যুক্ত রয়েছেন তাঁদের সঙ্গে ৷ তাঁদের অন্যতম প্রোডাক্ট ক্যাপ্টেন টিএমটি বারস-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ ৷ তিনি জানিয়েছেন, ক্যাপ্টেন স্টিল মূল বিনিয়োগকারী হিসাবে এই প্রজেক্টে কাজ করবে এবং সৌরভ গঙ্গোপাধ্যায় এই কাজে যে আগ্রহ দেখিয়েছেন তা যথাসময়ে পরিলক্ষিত হবে ৷

Last Updated : Sep 16, 2023, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.