ETV Bharat / state

পাঁচবছর আগে ক্যানসার কেড়েছিল বাকশক্তি, এখন কথা বলছেন রোগী

ক্যানসারে থেকে মুক্তি পেলেও বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন নীলগিরি মহারাজ। তাঁকে প্রাণে বাঁচানোর জন্য স্বরযন্ত্র অর্থাৎ ভয়েস বক্স অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দিতে হয়েছিল। শেষ পর্যন্ত NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা ভয়েস প্রস্থেসিসের মাধ্যমে কৃত্রিম স্বরযন্ত্র বসালেন। যার জেরে প্রায় পাঁচবছর পর কথা বলতে পারছেন তিনি।

নীলগিরি মহারাজ
author img

By

Published : Mar 1, 2019, 1:14 PM IST

কলকাতা, ১ মার্চ : ক্যানসারে থেকে মুক্তি পেলেও বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন নীলগিরি মহারাজ। তাঁকে প্রাণে বাঁচানোর জন্য স্বরযন্ত্র অর্থাৎ ভয়েস বক্স অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দিতে হয়েছিল। শেষ পর্যন্ত NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা ভয়েস প্রস্থেসিসের মাধ্যমে কৃত্রিম স্বরযন্ত্র বসালেন। যার জেরে প্রায় পাঁচবছর পর কথা বলতে পারছেন তিনি।

নাম নীলগিরি মহারাজ (৬৮)। তারাপীঠের বাসিন্দা। গলায় ক্যানসারের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, স্বরযন্ত্রে ক্যানসার পৌঁছে গেছে ফোর্থ স্টেজে। যে কারণে ২০১২ সালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর স্বরযন্ত্র বাদ দিতে হয়েছিল। কিন্তু আর্থিক দিক থেকে সামর্থ্য না থাকায় কৃত্রিম স্বরযন্ত্র বসাতে পারেননি তিনি।

২০১২ সালে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসক মনোজ মুখোপাধ্যায়। তিনি বলেন, "ভয়েস প্রস্থেসিসের জন্য দরকার ৫০ হাজার টাকা। এই মহারাজের এক শিষ্যই ব্যবস্থা করে দিয়েছিলেন সেই টাকা। এর ফলে ২০১২-তে ভয়েস প্রস্থেসিস করা হয়েছিল। ভয়েস প্রস্থেসিসের পরে এক থেকে দু'বছর পর্যন্ত ঠিক থাকে। তারপর আবার ভয়েস প্রস্থেসিস করতে হয়। ২০১২-তে ভয়েস প্রস্থেসিসের পরে দুই বছর কথা বলতে পেরেছিলেন নীলগিরি মহারাজ।"

undefined

পাঁচবছর পর আবার চিকিৎসক মনোজ মুখোপাধ্যায়ের কাছে আসেন নীলগিরিবাবু। মনোজবাবু এখন NRS-র চিকিৎসক। ২১ ফেব্রুয়ারি নীলগিরি মহারাজকে ভর্তি নেওয়া হয়। কিন্তু ভয়েস প্রস্থেসিসের জন্য খরচ হিসাবে ৫০ হাজার টাকার প্রয়োজন। বিনামূল্যে যাতে এই পরিষেবা দেওয়া যায় তার জন্য উদ্যোগ নেওয়া হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার বিনামূল্যে নীলগিরি মহারাজের গলায় ভয়েস প্রস্থেসিস করা হয়। চিকিৎসক মনোজ মুখোপাধ্যায় বলেন, "রোগী এখন কথা বলতে পারছেন। তাঁকে আজ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।" স্বাভাবিক কারণেই অত্যন্ত খুশি নীলগিরি মহারাজ। তাঁর কথায়, "এখন আমি খুব ভালো আছি।"

কলকাতা, ১ মার্চ : ক্যানসারে থেকে মুক্তি পেলেও বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন নীলগিরি মহারাজ। তাঁকে প্রাণে বাঁচানোর জন্য স্বরযন্ত্র অর্থাৎ ভয়েস বক্স অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দিতে হয়েছিল। শেষ পর্যন্ত NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা ভয়েস প্রস্থেসিসের মাধ্যমে কৃত্রিম স্বরযন্ত্র বসালেন। যার জেরে প্রায় পাঁচবছর পর কথা বলতে পারছেন তিনি।

নাম নীলগিরি মহারাজ (৬৮)। তারাপীঠের বাসিন্দা। গলায় ক্যানসারের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, স্বরযন্ত্রে ক্যানসার পৌঁছে গেছে ফোর্থ স্টেজে। যে কারণে ২০১২ সালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর স্বরযন্ত্র বাদ দিতে হয়েছিল। কিন্তু আর্থিক দিক থেকে সামর্থ্য না থাকায় কৃত্রিম স্বরযন্ত্র বসাতে পারেননি তিনি।

২০১২ সালে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসক মনোজ মুখোপাধ্যায়। তিনি বলেন, "ভয়েস প্রস্থেসিসের জন্য দরকার ৫০ হাজার টাকা। এই মহারাজের এক শিষ্যই ব্যবস্থা করে দিয়েছিলেন সেই টাকা। এর ফলে ২০১২-তে ভয়েস প্রস্থেসিস করা হয়েছিল। ভয়েস প্রস্থেসিসের পরে এক থেকে দু'বছর পর্যন্ত ঠিক থাকে। তারপর আবার ভয়েস প্রস্থেসিস করতে হয়। ২০১২-তে ভয়েস প্রস্থেসিসের পরে দুই বছর কথা বলতে পেরেছিলেন নীলগিরি মহারাজ।"

undefined

পাঁচবছর পর আবার চিকিৎসক মনোজ মুখোপাধ্যায়ের কাছে আসেন নীলগিরিবাবু। মনোজবাবু এখন NRS-র চিকিৎসক। ২১ ফেব্রুয়ারি নীলগিরি মহারাজকে ভর্তি নেওয়া হয়। কিন্তু ভয়েস প্রস্থেসিসের জন্য খরচ হিসাবে ৫০ হাজার টাকার প্রয়োজন। বিনামূল্যে যাতে এই পরিষেবা দেওয়া যায় তার জন্য উদ্যোগ নেওয়া হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার বিনামূল্যে নীলগিরি মহারাজের গলায় ভয়েস প্রস্থেসিস করা হয়। চিকিৎসক মনোজ মুখোপাধ্যায় বলেন, "রোগী এখন কথা বলতে পারছেন। তাঁকে আজ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।" স্বাভাবিক কারণেই অত্যন্ত খুশি নীলগিরি মহারাজ। তাঁর কথায়, "এখন আমি খুব ভালো আছি।"

Intro:কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: ক্যান্সারে প্রাণে বেঁচে গেলেও বাগশক্তি হারিয়ে ফেলেছিলেন নীলগিরি মহারাজ। কারণ, তাঁকে প্রাণে বাঁচানোর জন্য, তাঁর স্বরযন্ত্র অর্থাৎ, ভয়েস বক্স অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দিতে হয়েছিল। শেষ পর্যন্ত, NRS মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা কৃত্রিম স্বরযন্ত্র বসিয়ে দিলেন অর্থাৎ, ভয়েস প্রস্থেসিস করলেন তারাপীঠ মহাশ্মশানের ৬৮ বছর বয়সি এই বাসিন্দার গলায়। যার জেরে প্রায় পাঁচ বছর পরে আবার কথা বলতে পারছেন এই মহারাজ।Body:গলায় ক্যান্সারের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছিলেন নীলগিরি মহারাজ। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন ক্যান্সার পৌঁছে গিয়েছে ফোর্থ স্টেজে। ক্যান্সার হয়েছিল তাঁর স্বরযন্ত্রে। যে কারণে অস্ত্রোপচারের মাধ্যমে নীলগিরি মহারাজের স্বরযন্ত্র বাদ দিতে হয়েছিল। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এই অস্ত্রোপচার হয়েছিল ২০১২-তে। কিন্তু অস্ত্রোপচারের পরে আবার যাতে কথা বলতে পারেন নীলগিরি মহারাজ, তার জন্য আর্থিক সামর্থ্য ছিল না তাঁর। কারণ, কৃত্রিম স্বরযন্ত্র বসানোর জন্য চিকিৎসার খরচ অনেক।

NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের ENT বিভাগের চিকিৎসক মনোজ মুখোপাধ্যায় ২০১২-তে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ছিলেন। তিনি এই অস্ত্রোপচার করেছিলেন। এই চিকিৎসক বলেন, "ভয়েস প্রস্থেসিসের দাম ৫০ হাজার টাকার মতো। এই মহারাজের এক শিষ‍্য ব্যবস্থা করে দিয়েছিলেন। এর ফলে ২০১২-তে ভয়েস প্রস্থেসিস করা হয়েছিল।" একই সঙ্গে তিনি বলেন, "ভয়েস প্রস্থেসিসের পরে এক বছর, খুব বেশি হলে দুই বছর পর্যন্ত ঠিক থাকে। তার পরে আবার ভয়েস প্রস্থেসিস করতে হয়। ২০১২-তে ভয়েস প্রস্থেসিসের পরে দুই বছর কথা বলতে পেরেছিলেন নীলগিরি মহারাজ।" কারণ, ২০১২-তে ভয়েস প্রস্থেসিসের খরচের জন্য ব‍্যবস্থা হলেও, পরে আর এই চিকিৎসার খরচ জোগাড় করতে পারেননি এই রোগী।"Conclusion:মাঝে চলে গিয়েছে চার বছর। কিন্তু, চিকিৎসক মনোজ মুখোপাধ্যায়ের কাছে ফের আসেন এই রোগী। এই চিকিৎসক এখন NRS-এ। গত বৃহস্পতিবার নীলগিরি মহারাজকে ভর্তি নেওয়া হয়। কিন্তু, ভয়েস প্রস্থেসিসের জন্য খরচ হিসাবে ৫০ হাজার টাকার প্রয়োজন। বিনামূল্যে যাতে এই পরিষেবা দেওয়া যায়, তার জন্য উদ্যোগ নেওয়া হয়। শেষ পর্যন্ত, গত মঙ্গলবার বিনামূল্যে নীলগিরি মহারাজের গলায় ভয়েস প্রস্থেসিস করা হয়। এই চিকিৎসক বৃহস্পতিবার বলেন, "এই রোগী এখন কথা বলতে পারছেন।
তাঁকে আজ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।" স্বাভাবিক কারণেই অত্যন্ত খুশি নীলগিরি মহারাজ। তাঁর কথায়, "এখন আমি খুব ভালো আছি।"


___________
ছবি:
wb_kol_8002_28feb_nrs_voice_recover_7203421

রোগীর বক্তব্য:
wb_kol_8003_28feb_nrs_voice_recover_7203421
থেকে
wb_kol_8005_28feb_nrs_voice_recover_7203421

_____

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.