ETV Bharat / state

আগামী শনি-রবিবার শিয়ালদা শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন

Cancellation Of EMU Locals For Two Days: একাধিক লোকাল ট্রেন শিয়ালদা মেন ও দক্ষিণ শাখায় আগামী শনিবার ও রবিবার বাতিল থাকবে । শুক্রবার পূর্ব রেলের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই তথ্য ।

EMU Local
EMU Local
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 7:37 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর: আগামী শনিবার ও রবিবার বাতিল থাকবে শিয়ালদা মেন ও দক্ষিণ শাখায় একাধিক লোকাল ট্রেন । শুক্রবার এমনটাই পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ।

রেলের তরফে জানানো হয়েছে, জোকা-এসপ্ল্যানেড মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য মাঝেরহাট স্টেশনে আগামী 9 ও 10 ডিসেম্বের 12 ঘণ্টার পাওয়ার ব্লক করা হবে । 9 ডিসেম্বর রাত 10টা 40 মিনিট থেকে পরের দিন 10 ডিসেম্বর সকাল 10টা 40 মিনিট পর্যন্ত ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করা হবে । এর ফলে শিয়ালদা-বজবজ শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে ৷

রেল জানিয়েছে, শনিবার রাতে শিয়ালদা ও বজবজের মধ্যে একটি ডাউন (34166) ও একটি আপ (34165) ট্রেন বাতিল থাকবে ৷ রবিবার শিয়ালদা ও বজবজ শাখায় আটটি ডাউন ও আটটি আপ ট্রেন বাতিল করা হচ্ছে ৷ বাতিল হওয়া ডাউন বজবজ লোকালগুলির নম্বর - 34112, 34114, 34116, 34118, 34120, 34122, 34124 ও 34126 ৷ বাতিল হওয়া আপ বজবজ লোকালগুলির নম্বর - 34111, 34113, 34115, 34117, 34117, 34119, 34123 ও 34125 ৷

এছাড়া একটি আপ বজবজ-নৈহাটি লোকাল (31051) ও একটি ডাউন নৈহাটি–শিয়ালদহ (31422) বাতিল করা হয়েছে ৷ তাছাড়া নৈহাটি থেকে বজবজগামী 34052 ডাউন ট্রেনটি রবিবার শিয়ালদা পর্যন্ত যাবে ৷

অন্যদিকে শিয়ালদা স্টেশনে কমন ট্র্যাক মেরামতের কাজের জন্য আগামী শনিবার ও রবিবার অর্থাৎ 9 ও 10 ডিসেম্বর আট ঘণ্টার পাওয়ার ব্লক করা হবে । রাত 12টা থেকে পরের দিন সকাল 8 টা পর্যন্ত করা হবে এই ব্লক । এর ফলে যে লোকাল ট্রেনগুলি বাতিল থাকবে, সেগুলি হল - শিয়ালদা-বনগাঁও: আপ 33813 ও ডাউন 33814, শিয়ালদা–কল্যাণী সীমান্ত: আপ 31311 ও 31313 এবং ডাউন 31314 ও 31316, শিয়ালদা-শান্তিপুর: আপ 31511 ও ডাউন 31514, শিয়ালদা–হাসনাবাদ: আপ 33513 ও ডাউন 33514, শিয়ালদা-হাবড়া: আপ 33651 ও 33653 এবং ডাউন 33652 ও 33654, শিয়ালদা–ডানকুনি: আপ 32213 ও 32217 এবং ডাউন 32214 ও 32218, শিয়ালদা-ব্যারাকপুর: আপ 31213 ও ডাউন 31214, শিয়ালদা–দত্তপুকুর: ডাউন 33612, শিয়ালদা–রানাঘাট: আপ 31611 ও ডাউন 31616, শিয়ালদা-কৃষ্ণনগর: ​​আপ 31817 ও ডাউন 31814 ৷

আরও পড়ুন:

  1. টিকিয়াপাড়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন! অফিস টাইমে যাত্রী দুর্ভোগ
  2. দমদমে লাইনচ্যুত কল্যাণী থেকে মাঝেরহাটগামী লোকাল ট্রেন, ভোগান্তি যাত্রীদের
  3. ফের লাইনচ্যুত ট্রেন! খড়্গপুরের কাছে খুঁটিতে ধাক্কা মারল লোকাল

কলকাতা, 8 ডিসেম্বর: আগামী শনিবার ও রবিবার বাতিল থাকবে শিয়ালদা মেন ও দক্ষিণ শাখায় একাধিক লোকাল ট্রেন । শুক্রবার এমনটাই পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ।

রেলের তরফে জানানো হয়েছে, জোকা-এসপ্ল্যানেড মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য মাঝেরহাট স্টেশনে আগামী 9 ও 10 ডিসেম্বের 12 ঘণ্টার পাওয়ার ব্লক করা হবে । 9 ডিসেম্বর রাত 10টা 40 মিনিট থেকে পরের দিন 10 ডিসেম্বর সকাল 10টা 40 মিনিট পর্যন্ত ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করা হবে । এর ফলে শিয়ালদা-বজবজ শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে ৷

রেল জানিয়েছে, শনিবার রাতে শিয়ালদা ও বজবজের মধ্যে একটি ডাউন (34166) ও একটি আপ (34165) ট্রেন বাতিল থাকবে ৷ রবিবার শিয়ালদা ও বজবজ শাখায় আটটি ডাউন ও আটটি আপ ট্রেন বাতিল করা হচ্ছে ৷ বাতিল হওয়া ডাউন বজবজ লোকালগুলির নম্বর - 34112, 34114, 34116, 34118, 34120, 34122, 34124 ও 34126 ৷ বাতিল হওয়া আপ বজবজ লোকালগুলির নম্বর - 34111, 34113, 34115, 34117, 34117, 34119, 34123 ও 34125 ৷

এছাড়া একটি আপ বজবজ-নৈহাটি লোকাল (31051) ও একটি ডাউন নৈহাটি–শিয়ালদহ (31422) বাতিল করা হয়েছে ৷ তাছাড়া নৈহাটি থেকে বজবজগামী 34052 ডাউন ট্রেনটি রবিবার শিয়ালদা পর্যন্ত যাবে ৷

অন্যদিকে শিয়ালদা স্টেশনে কমন ট্র্যাক মেরামতের কাজের জন্য আগামী শনিবার ও রবিবার অর্থাৎ 9 ও 10 ডিসেম্বর আট ঘণ্টার পাওয়ার ব্লক করা হবে । রাত 12টা থেকে পরের দিন সকাল 8 টা পর্যন্ত করা হবে এই ব্লক । এর ফলে যে লোকাল ট্রেনগুলি বাতিল থাকবে, সেগুলি হল - শিয়ালদা-বনগাঁও: আপ 33813 ও ডাউন 33814, শিয়ালদা–কল্যাণী সীমান্ত: আপ 31311 ও 31313 এবং ডাউন 31314 ও 31316, শিয়ালদা-শান্তিপুর: আপ 31511 ও ডাউন 31514, শিয়ালদা–হাসনাবাদ: আপ 33513 ও ডাউন 33514, শিয়ালদা-হাবড়া: আপ 33651 ও 33653 এবং ডাউন 33652 ও 33654, শিয়ালদা–ডানকুনি: আপ 32213 ও 32217 এবং ডাউন 32214 ও 32218, শিয়ালদা-ব্যারাকপুর: আপ 31213 ও ডাউন 31214, শিয়ালদা–দত্তপুকুর: ডাউন 33612, শিয়ালদা–রানাঘাট: আপ 31611 ও ডাউন 31616, শিয়ালদা-কৃষ্ণনগর: ​​আপ 31817 ও ডাউন 31814 ৷

আরও পড়ুন:

  1. টিকিয়াপাড়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন! অফিস টাইমে যাত্রী দুর্ভোগ
  2. দমদমে লাইনচ্যুত কল্যাণী থেকে মাঝেরহাটগামী লোকাল ট্রেন, ভোগান্তি যাত্রীদের
  3. ফের লাইনচ্যুত ট্রেন! খড়্গপুরের কাছে খুঁটিতে ধাক্কা মারল লোকাল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.