কলকাতা, 16 মে: আজ রাত 10 টা। এরাজ্যে লোকসভা ভোটের শেষ দফার প্রচারের সময়সীমা । কিন্তু বিধানসভা উপনির্বাচনের প্রচারের সময়সীমার উপর বিধিনিষেধ আরোপ করেনি কমিশন । একথা জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
১৯ মে রাজ্যে নয়টি লোকসভা কেন্দ্রের পাশাপাশি উপনির্বাচন হবে ভাটপাড়া, দার্জিলিং, হবিবপুর ও ইসলামপুরে। ২০ মে মুর্শিদাবাদের কান্দি এবং নওদা বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। লোকসভা নির্বাচনের শেষ দফার প্রচারের সময়সীমা ছিল আগামীকাল সন্ধ্যা ছ'টায়। কিন্তু গতকাল নির্বাচন কমিশনের তরফ সুদীপ্ত জৈন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, ৩২৪ ধারা প্রয়োগ করে কমানো হল প্রচারের সময়। আজ রাত 10 টাতেই শেষ হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনের প্রচারের সময়সীমা। কমিশনের তরফে সময়সীমা নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে তার আওতায় রয়েছে ন'টি লোকসভা কেন্দ্র । কিন্তু উপনির্বাচনগুলির কোনও উল্লেখ ছিল না।
তাই প্রশ্ন ওঠে, তবে কি উপনির্বাচনের প্রচার চলবে ? আজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর বিষয়টি স্পষ্ট করে। দপ্তর জানিয়ে দেয়, উপনির্বাচনের প্রচারের সময়সীমায় কোনও বিধিনিষেধ নেই । অর্থাৎ ভাটপাড়া সহ চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারের সময়সীমা আগামীকাল সন্ধ্যা ছ'টা। আর মুর্শিদাবাদের দুই কেন্দ্রের প্রচার শেষ হবে শনিবার সন্ধ্যা ৬ টায়।