ETV Bharat / state

লোকসভার শেষ হলেও চলবে উপনির্বাচনের প্রচার - congress

আজ রাত 10 টাতেই শেষ হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনের প্রচারের সময়সীমা। চলবে বিধানসভা উপনির্বাচনের প্রচার ।

ফাইল ফোটো
author img

By

Published : May 16, 2019, 4:37 PM IST

কলকাতা, 16 মে: আজ রাত 10 টা। এরাজ্যে লোকসভা ভোটের শেষ দফার প্রচারের সময়সীমা । কিন্তু বিধানসভা উপনির্বাচনের প্রচারের সময়সীমার উপর বিধিনিষেধ আরোপ করেনি কমিশন । একথা জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।

১৯ মে রাজ্যে নয়টি লোকসভা কেন্দ্রের পাশাপাশি উপনির্বাচন হবে ভাটপাড়া, দার্জিলিং, হবিবপুর ও ইসলামপুরে। ২০ মে মুর্শিদাবাদের কান্দি এবং নওদা বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। লোকসভা নির্বাচনের শেষ দফার প্রচারের সময়সীমা ছিল আগামীকাল সন্ধ্যা ছ'টায়। কিন্তু গতকাল নির্বাচন কমিশনের তরফ সুদীপ্ত জৈন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, ৩২৪ ধারা প্রয়োগ করে কমানো হল প্রচারের সময়। আজ রাত 10 টাতেই শেষ হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনের প্রচারের সময়সীমা। কমিশনের তরফে সময়সীমা নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে তার আওতায় রয়েছে ন'টি লোকসভা কেন্দ্র । কিন্তু উপনির্বাচনগুলির কোনও উল্লেখ ছিল না।

তাই প্রশ্ন ওঠে, তবে কি উপনির্বাচনের প্রচার চলবে ? আজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর বিষয়টি স্পষ্ট করে। দপ্তর জানিয়ে দেয়, উপনির্বাচনের প্রচারের সময়সীমায় কোনও বিধিনিষেধ নেই । অর্থাৎ ভাটপাড়া সহ চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারের সময়সীমা আগামীকাল সন্ধ্যা ছ'টা। আর মুর্শিদাবাদের দুই কেন্দ্রের প্রচার শেষ হবে শনিবার সন্ধ্যা ৬ টায়।

কলকাতা, 16 মে: আজ রাত 10 টা। এরাজ্যে লোকসভা ভোটের শেষ দফার প্রচারের সময়সীমা । কিন্তু বিধানসভা উপনির্বাচনের প্রচারের সময়সীমার উপর বিধিনিষেধ আরোপ করেনি কমিশন । একথা জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।

১৯ মে রাজ্যে নয়টি লোকসভা কেন্দ্রের পাশাপাশি উপনির্বাচন হবে ভাটপাড়া, দার্জিলিং, হবিবপুর ও ইসলামপুরে। ২০ মে মুর্শিদাবাদের কান্দি এবং নওদা বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। লোকসভা নির্বাচনের শেষ দফার প্রচারের সময়সীমা ছিল আগামীকাল সন্ধ্যা ছ'টায়। কিন্তু গতকাল নির্বাচন কমিশনের তরফ সুদীপ্ত জৈন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, ৩২৪ ধারা প্রয়োগ করে কমানো হল প্রচারের সময়। আজ রাত 10 টাতেই শেষ হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনের প্রচারের সময়সীমা। কমিশনের তরফে সময়সীমা নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে তার আওতায় রয়েছে ন'টি লোকসভা কেন্দ্র । কিন্তু উপনির্বাচনগুলির কোনও উল্লেখ ছিল না।

তাই প্রশ্ন ওঠে, তবে কি উপনির্বাচনের প্রচার চলবে ? আজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর বিষয়টি স্পষ্ট করে। দপ্তর জানিয়ে দেয়, উপনির্বাচনের প্রচারের সময়সীমায় কোনও বিধিনিষেধ নেই । অর্থাৎ ভাটপাড়া সহ চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারের সময়সীমা আগামীকাল সন্ধ্যা ছ'টা। আর মুর্শিদাবাদের দুই কেন্দ্রের প্রচার শেষ হবে শনিবার সন্ধ্যা ৬ টায়।

Intro:কলকাতা, ১৬ মে: আজ রাত 10 টা। এ রাজ্যে শেষ হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনের প্রচার। কিন্তু বিধানসভা উপনির্বাচনের প্রচার চালানোর বিষয়ে কোনও বিধি নিষেধ আরোপ করেনি কমিশন। সেই সূত্রে ওই উপনির্বাচনের প্রচার চালানো যাবে বলে জানিয়ে দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
Body:১৯ মে নয় লোকসভা কেন্দ্রের পাশাপাশি উপনির্বাচন অনুষ্ঠিত হবে ভাটপাড়া, দার্জিলিং, হবিবপুর, ইসলামপুরে। ২০ মে মুর্শিদাবাদের কান্দি এবং নওদা বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। প্রথমে ঠিক ছিল লোকসভা নির্বাচনের প্রচার শেষ হবে আগামীকাল সন্ধ্যা ছয়টায়। কিন্তু গতকাল নির্বাচন কমিশনের তরফ সুদীপ্ত জৈন প্রেস কনফারেন্স করে জানিয়ে দেন, ৩২৪ ধারা প্রয়োগ করে কমানো হল প্রচারের সময়। ফলে আজ রাত 10 টাতেই শেষ হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনের প্রচার। কমিশনের তরফে যে নির্দেশ নামা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে নটি লোকসভা কেন্দ্রের কথাই। উপ নির্বাচনগুলির কোনও উল্লেখ নেই। তারপরেই প্রশ্ন ওঠে, তবে কি উপ নির্বাচনের প্রচার চলবে? আজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়, উপ নির্বাচনে প্রচার করতে কোন বিধিনিষেধ নেই। Conclusion:অর্থাৎ ভাটপাড়া সহ চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের প্রচার শেষ হবে আগামীকাল সন্ধে ছটায়। আর মুর্শিদাবাদের দুই কেন্দ্রে প্রচার শেষ হবে শনিবার সন্ধ্যা ৬ টায়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.