ETV Bharat / state

রাজ্য সরকারের নির্দেশ অমান্য, রাজ্যপালের মত নিয়েই সিন্ডিকেট বৈঠক কলকাতা বিশ্ববিদ্যালয়ে - West Bengal Education Department

Fresh Controversy at Calcutta University: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বা শিক্ষা দফতরের মত ছাড়াই সিন্ডিকেট বৈঠক হল কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৷ অবশ্য এই বৈঠকে মত দিয়েছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস ৷

ETV Bharat
কলকাতা বিশ্ববিদ্যালয়
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 6:49 AM IST

Updated : Dec 13, 2023, 6:55 AM IST

কলকাতা, 13 ডিসেম্বর: শিক্ষা দফতরের চিঠিকে অমান্য করেই বড় বৈঠক কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৷ মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি সিন্ডিকেট বৈঠকের ডাক দেন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত ৷ তবে এই বৈঠকে মত ছিল না শিক্ষা দফতর এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর । তা সত্ত্বেও রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমতি নিয়েই মঙ্গলবারে বৈঠক হয়েছে ৷ অন্তর্বতী উপাচার্যের দাবি, বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিষয় আটকে রয়েছে ৷ সেগুলির সমাধান করতে এই বৈঠক ৷

এই বৈঠকের আগে গত সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "সুপ্রিম কোর্ট আগেই বলেছে স্থায়ী উপাচার্য না থাকলে বিশ্ববিদ্যালয় এভাবে কোনও বৈঠক বা কনভোকেশন ডাকতে পারে না ৷ সেই কথাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে ৷" তবে এর পরেই শান্তা দত্ত দাবি করেন, "পড়ুয়াদের স্বার্থে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কী কী কারণে এই বৈঠক জরুরি তা দু'বার উচ্চশিক্ষা দফতরকে চিঠি লিখে জানিয়েছি ৷ কিন্তু দফতর থেকে কিছু জানানো হয়নি ৷ তাই শেষে আচার্যের থেকে অনুমতি নিয়েই বৈঠক করি ৷"

এদিনের বৈঠকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ৷ কথা হয়েছে জাতীয় শিক্ষানীতি নিয়েও ৷ 2022 সালের পর থেকে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না-থাকায় শংসাপত্র পাচ্ছেন না ছাত্র-ছাত্রীরা ৷ এমতাবস্থায় চাকরিতে যোগদান করতেও সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের ৷ সিন্ডিকেট বৈঠকে এই সব বিষয়েও আলোচনা হয়েছে ৷ বৈঠকের আঁচ পড়েছে ছাত্র সংগঠনের মধ্যেও ৷ তৃণমূল ছাত্র পরিষদের দাবি, এই বৈঠক 'অবৈধ' ৷ নিজেদের দাবিকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বাইরে ধরনায় বসেছেন শাসক শিবিরের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা ৷ পড়ুয়াদের এই আন্দোলন নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি উপাচার্য ৷

আরও পড়ুন:

  1. 42 হাজার প্রাথমিকে নিয়োগ, জেলা ভিত্তিক প্যানেলের রিপোর্ট তলব হাইকোর্টের
  2. 'কালীঘাটের কাকু'কে বাগে আনতে হেড কোয়ার্টারের সঙ্গে বৈঠক ইডির
  3. মমতার দিল্লি সফরের আগে বকেয়া আদায়ে কেন্দ্রের বিরুদ্ধে নয়া স্লোগান তৃণমূলের

কলকাতা, 13 ডিসেম্বর: শিক্ষা দফতরের চিঠিকে অমান্য করেই বড় বৈঠক কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৷ মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি সিন্ডিকেট বৈঠকের ডাক দেন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত ৷ তবে এই বৈঠকে মত ছিল না শিক্ষা দফতর এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর । তা সত্ত্বেও রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমতি নিয়েই মঙ্গলবারে বৈঠক হয়েছে ৷ অন্তর্বতী উপাচার্যের দাবি, বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিষয় আটকে রয়েছে ৷ সেগুলির সমাধান করতে এই বৈঠক ৷

এই বৈঠকের আগে গত সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "সুপ্রিম কোর্ট আগেই বলেছে স্থায়ী উপাচার্য না থাকলে বিশ্ববিদ্যালয় এভাবে কোনও বৈঠক বা কনভোকেশন ডাকতে পারে না ৷ সেই কথাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে ৷" তবে এর পরেই শান্তা দত্ত দাবি করেন, "পড়ুয়াদের স্বার্থে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কী কী কারণে এই বৈঠক জরুরি তা দু'বার উচ্চশিক্ষা দফতরকে চিঠি লিখে জানিয়েছি ৷ কিন্তু দফতর থেকে কিছু জানানো হয়নি ৷ তাই শেষে আচার্যের থেকে অনুমতি নিয়েই বৈঠক করি ৷"

এদিনের বৈঠকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ৷ কথা হয়েছে জাতীয় শিক্ষানীতি নিয়েও ৷ 2022 সালের পর থেকে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না-থাকায় শংসাপত্র পাচ্ছেন না ছাত্র-ছাত্রীরা ৷ এমতাবস্থায় চাকরিতে যোগদান করতেও সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের ৷ সিন্ডিকেট বৈঠকে এই সব বিষয়েও আলোচনা হয়েছে ৷ বৈঠকের আঁচ পড়েছে ছাত্র সংগঠনের মধ্যেও ৷ তৃণমূল ছাত্র পরিষদের দাবি, এই বৈঠক 'অবৈধ' ৷ নিজেদের দাবিকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বাইরে ধরনায় বসেছেন শাসক শিবিরের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা ৷ পড়ুয়াদের এই আন্দোলন নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি উপাচার্য ৷

আরও পড়ুন:

  1. 42 হাজার প্রাথমিকে নিয়োগ, জেলা ভিত্তিক প্যানেলের রিপোর্ট তলব হাইকোর্টের
  2. 'কালীঘাটের কাকু'কে বাগে আনতে হেড কোয়ার্টারের সঙ্গে বৈঠক ইডির
  3. মমতার দিল্লি সফরের আগে বকেয়া আদায়ে কেন্দ্রের বিরুদ্ধে নয়া স্লোগান তৃণমূলের
Last Updated : Dec 13, 2023, 6:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.