কলকাতা, 2 জুলাই: কলকাতা মেডিক্যাল কলেজের ইঞ্জেকশন চুরির ঘটনায় 7 দিনের মধ্যে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট । শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে । গত কয়েকদিন আগে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রায় 10 লক্ষ টাকার 26টি দামি টোসিলিজুমাব ইঞ্জেকশন চুরির অভিযোগ উঠেছিল । সেই ব্যাপারে রাজ্য তদন্ত করলেও নিরপেক্ষ তদন্ত দাবি জানিয়েছিলেন মামলাকারীরা । এই ব্যাপারে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট চাইল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
এই ঘটনায় কী তদন্ত হয়েছে কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়েছে কিনা তা জানানোর নির্দেশ দিয়েছে আদালত । টোসিলিজুমাব ইঞ্জেকশন চুরির ঘটনায় তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা । করোনার চিকিৎসায় জীবনদায়ী ইঞ্জেকশন হিসেবে এটি ব্যবহার করা হয়ে থাকে ।
আরও পড়ুন: দেবাঞ্জনের গাড়ির কালো কাঁচ নিয়ে রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের
এই ঘটনার পর থেকেই নানা অভিযোগ উঠেছে । জুনের শুরুতেই কলকাতা মেডিক্যাল কলেজের এক চিকিৎসকের বিরুদ্ধে ইঞ্জেকশন চুরির অভিযোগ উঠেছিল । ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য দফতর এক চিকিৎসককে বদলি করেছে । কিন্তু মামলাকারীদের দাবি, এই ঘটনায় শাসকদলের প্রভাবশালীরাও জড়িত রয়েছেন ৷ সেই ব্যাপারে রাজ্য যথাযথ তদন্ত করছে না ।