কলকাতা, 27 মার্চ: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটের (Justice Rajasekhar Mantha Boycott Case) ঘটনায় অভিযুক্ত আইনজীবীদের তালিকা পেশ করে ভর্ৎসনার মুখে পড়লেন বার অ্য়াসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ ৷ তিন বিচারপতির বিশেষ বেঞ্চে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হল তাঁকে ৷ উপরন্তু, অরুণাভর পেশ করা তালিকা গ্রহণ করতে অস্বীকার করল আদালত ৷
বিচারপতি মান্থা কলকাতা হাইকোর্টের 13 নম্বর এজলাসে বসেন ৷ সম্প্রতি তাঁর এজলাস বয়কট করেন আইনজীবীদের একাংশ ৷ সেই ঘটনায় যুক্ত আইনজীবীদের চিহ্নিত করে মুখবন্ধ খামে তাঁদের নাম জমা দিতে বলেছিল আদালত ৷ তারই প্রেক্ষিতে সোমবার মোট 86 জন আইনজীবীর নামের তালিকা প্রকাশ্যে পেশ করেন অরুণাভ ৷ তাঁর আচরণে ক্ষুব্ধ বিচারপতি চিত্তরঞ্জন দাস বলেন, "আপনি কি আদালতকে ভয় পান না ? সম্মান করেন না ? আমরা দেখেছি, সেদিন এজলাসের বাইরে বিক্ষোভের ঘটনায় 10 থেকে 12 জন আইনজীবী যুক্ত ছিলেন ৷ আমরা চাইলেই কড়া পদক্ষেপ করতে পারি ৷ আদালতকে দুর্বল ভাববেন না ৷"
এরপর বেঞ্চের অন্য সদস্য বিচারপতি টি এস শিবাগনানম অরুণাভর উদ্দেশে বলেন, "86 জন আইনজীবী কখনই বাকি আইনজীবীদের এজলাসে ঢুকতে বাধা দেননি ৷ আমরা চাই প্রতিষ্ঠানের সম্মান রক্ষা হোক ৷ কিন্তু, সত্যিটা সামনে আসা দরকার ৷ আমরা চাইলেই আদালত অবমাননার রুল জারি করতে পারি ৷"
ক্ষোভের সুর শোনা যায় তৃতীয় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের গলাতেও ৷ তিনি বলেন, "তাঁরা (ঘটনায় যুক্ত আইনজীবীরা) ক্ষমাপ্রার্থনা করলে আমরা এই সমস্যার সম্মানজনক সমাধান করতে পারি ৷ আমরা মুখবন্ধ খামে নাম দিতে বলেছিলাম ৷ তাতে কারও পরিচয় প্রকাশ্যে আসত না ৷ অযথা বিষয়টিকে জটিল করা হল ৷"
অর্থাৎ আদালতের বক্তব্য হল, এজলাস বয়কটের ঘটনায় যুক্ত ছিলেন সামান্য কয়েকজন আইনজীবী ৷ কিন্তু, সেই জায়গায় 86 জন আইনজীবীর নামের তালিকা ধরানো হচ্ছে ! ওয়াকিবহাল মহল বলছে, প্রকৃত অপরাধীদের আড়াল করতেই একজোট হয়ে এই ঘটনা ঘটানো হয়েছে ৷ আর তা বুঝেই বিরক্ত হয়েছেন বিচারপতিরা ৷ বিষয়টি নিয়ে রাজ্য বার কাউন্সিলকে সতর্ক করে দিয়েছেন তাঁরা ৷
বিচারপতি টি এস শিবাগনানম যেমন বলেন, "রাজ্য বার কাউন্সিল আদালতকে সাহায্য না করতে পারলে আমরা জাতীয় বার কাউন্সিলের সাহায্য নেব ৷ তখন সিদ্ধান্ত তাদের হাতে থাকবে ৷ তাতে কি খুব ভালো হবে ? অযথা এই মামলা দীর্ঘায়িত করা হচ্ছে ৷ তদন্ত বিলম্বিত করা হচ্ছে ৷ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হাতজোড় করে তাঁদের (বিক্ষোভকারীদের) সরে যেতে অনুরোধ করেছিলেন ৷ বিক্ষোভকারীরা শোনেননি ! অত্যন্ত লজ্জাজনক ঘটনা ৷"
এরপর বিচারপতি চিত্তরঞ্জন দাস মন্তব্য করেন, "সকলের অবস্থা এখন মহাভারতের পিতামহ ভীষ্মের মতো ! সবাই অবিচার দেখেছেন ৷ কিন্তু কিছু করতে পারছেন না !"
এই মামলায় এদিন সকলের বক্তব্য শোনার পর আদালতের নির্দেশ, রাজ্য বার কাউন্সিল বিক্ষোভকারী আইনজীবীদের যথাযথভাবে শনাক্ত করবে ৷ জাতীয় বার কাউন্সিলের সঙ্গে তথ্য আদান-প্রদান করবে ৷ তারপর দু'টি সংস্থা আলাদা আলাদাভাবে আদালতে রিপোর্ট পেশ করবে ৷ এদিন অরুণাভ ঘোষের পেশ করা 86 জন আইনজীবীর নামের তালিকা আদালত গ্রহণ করেনি ৷
আরও পড়ুন: বিচারপতি মান্থার এজলাস বয়কটের প্রতিবাদে বামপন্থী আইনজীবীদের মিছিল
এদিকে, বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার সাঁটানোর ঘটনায় অভিযুক্ত ছয় ব্যক্তিও এদিন এজলাসে উপস্থিত ছিলেন ৷ আদালতের তাঁদের নির্দেশ দেয়, নিজেদের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে হবে ৷ সূত্রের দাবি, দু'টি প্রিন্টার থেকে বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার ছাপা হয়েছিল ৷ এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হতে সেই প্রিন্টার দু'টি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ আদালতে একথা জানিয়েছে রাজ্য সরকার ৷